লিগ ওয়ানে নিজেদের যেন হারিয়ে খুঁজছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চলতি বছরে টুর্নামেন্টে তিন ম্যাচের দুটোতেই হেরেছে পিএসজি। গতকাল রোয়াজোন পার্কে রেঁনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে প্যারিসিয়ানরা। কোচ ক্রিস্তফ গালতিয়ের মনে করেন, লিওনেল মেসি-নেইমারদের সঙ্গে আরও বিকল্প খুঁজতে হবে।
বছরের প্রথম ম্যাচ লাঁজের বিপক্ষে মেসি, নেইমার-এই দুই তারকা ফুটবলার ছাড়াই খেলেছিল পিএসজি। বোলার্ট ডেলেসিস স্টেডিয়ামে লিগ ওয়ানের সেই ম্যাচে ৩-১ ব্যবধানে হেরেছিল প্যারিসিয়ানরা। আর রোয়াজোন পার্কে গতকাল রেঁনের বিপক্ষে ম্যাচে মেসি, নেইমাররা ছিলেন প্রথম একাদশেই। বদলি হিসেবে ৫৫ মিনিটে নামানো হয় কিলিয়ান এমবাপ্পেকে। প্যারিসিয়ানরা রেঁনের বিপক্ষে বল দখলে রেখেছিল ৬৫ শতাংশ। তারপরও ম্যাচটা তারা হেরে গিয়েছে। রেঁনের একমাত্র গোল ৬৫ মিনিটে করেন হামারি ত্রাওরে। ৭০ মিনিটে মেসির পাস থেকে গোল করার সুযোগ পেয়েও এমবাপ্পে তা গোলবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন।
পিএসজির এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন গালতিয়ের। পিএসজি কোচ বলেন, ‘আমি সত্যিই খুব হতাশ। আমরা বল দখলে মনোযোগ দিয়েছিলাম এবং রেনের ডিফেন্ডারদের থেকে বল দখলের চেষ্টা করেছিলাম। বুঝতে পেরেছি যে আমাদের ঝুঁকি নেওয়াটা তাঁরা (রেনে) বুঝে গিয়েছিল। নেইমার, মেসিকে নিয়ে সবসময় আমার পরিকল্পনা থাকে। তবে আরও বিকল্প খুঁজে বের করতে হবে।’
লিগ ওয়ানে চলতি মৌসুমে ১৯ ম্যাচ খেলেছে পিএসজি। ১৫ জয়, ২ ড্র ও ২ পরাজয়ে ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে প্যারিসিয়ানরা। দ্বিতীয় স্থানে থাকা লাঁজের পয়েন্ট ৪৪। পিএসজির সমান ১৯টি ম্যাচ খেলেছে তারা। পিএসজি, লাঁজের সমান ১৯ ম্যাচ খেলে ৩৭ পয়েন্ট নিয়ে রেঁনে আছে পাঁচ নম্বরে।
লিগ ওয়ানে নিজেদের যেন হারিয়ে খুঁজছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। চলতি বছরে টুর্নামেন্টে তিন ম্যাচের দুটোতেই হেরেছে পিএসজি। গতকাল রোয়াজোন পার্কে রেঁনের বিপক্ষে ১-০ গোলে হেরেছে প্যারিসিয়ানরা। কোচ ক্রিস্তফ গালতিয়ের মনে করেন, লিওনেল মেসি-নেইমারদের সঙ্গে আরও বিকল্প খুঁজতে হবে।
বছরের প্রথম ম্যাচ লাঁজের বিপক্ষে মেসি, নেইমার-এই দুই তারকা ফুটবলার ছাড়াই খেলেছিল পিএসজি। বোলার্ট ডেলেসিস স্টেডিয়ামে লিগ ওয়ানের সেই ম্যাচে ৩-১ ব্যবধানে হেরেছিল প্যারিসিয়ানরা। আর রোয়াজোন পার্কে গতকাল রেঁনের বিপক্ষে ম্যাচে মেসি, নেইমাররা ছিলেন প্রথম একাদশেই। বদলি হিসেবে ৫৫ মিনিটে নামানো হয় কিলিয়ান এমবাপ্পেকে। প্যারিসিয়ানরা রেঁনের বিপক্ষে বল দখলে রেখেছিল ৬৫ শতাংশ। তারপরও ম্যাচটা তারা হেরে গিয়েছে। রেঁনের একমাত্র গোল ৬৫ মিনিটে করেন হামারি ত্রাওরে। ৭০ মিনিটে মেসির পাস থেকে গোল করার সুযোগ পেয়েও এমবাপ্পে তা গোলবারের ওপর দিয়ে পাঠিয়ে দেন।
পিএসজির এমন পারফরম্যান্সে হতাশা প্রকাশ করেছেন গালতিয়ের। পিএসজি কোচ বলেন, ‘আমি সত্যিই খুব হতাশ। আমরা বল দখলে মনোযোগ দিয়েছিলাম এবং রেনের ডিফেন্ডারদের থেকে বল দখলের চেষ্টা করেছিলাম। বুঝতে পেরেছি যে আমাদের ঝুঁকি নেওয়াটা তাঁরা (রেনে) বুঝে গিয়েছিল। নেইমার, মেসিকে নিয়ে সবসময় আমার পরিকল্পনা থাকে। তবে আরও বিকল্প খুঁজে বের করতে হবে।’
লিগ ওয়ানে চলতি মৌসুমে ১৯ ম্যাচ খেলেছে পিএসজি। ১৫ জয়, ২ ড্র ও ২ পরাজয়ে ৪৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে প্যারিসিয়ানরা। দ্বিতীয় স্থানে থাকা লাঁজের পয়েন্ট ৪৪। পিএসজির সমান ১৯টি ম্যাচ খেলেছে তারা। পিএসজি, লাঁজের সমান ১৯ ম্যাচ খেলে ৩৭ পয়েন্ট নিয়ে রেঁনে আছে পাঁচ নম্বরে।
আরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
৫ মিনিট আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
১ ঘণ্টা আগেপ্রাইজমানি বেড়েছে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রে। ২৪ লাখ মার্কিন ডলার থেকে এবার প্রাইজমানি বেড়ে দাঁড়িয়েছে ৫৭ লাখ ৬০ হাজার ডলার। অর্থাৎ দ্বিগুণেরও বেশি বেড়ে দাঁড়িয়েছে প্রাইজমানি। আর তাতে বাংলাদেশ দলেরও প্রাপ্য টাকা বেড়েছে।
২ ঘণ্টা আগেকোচ পিটার বাটলারের সঙ্গে বিরোধের জেরে দীর্ঘদিন অনুশীলনে ছিলেন না তাঁরা। বিদ্রোহের অবসান ঘটালেও জাতীয় দলের অনুশীলনে এখনো ফেরেননি। তবে ভুটানে মেয়েদের লিগে সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা প্রথম ম্যাচেই বোঝালেন তেমন জং ধরেনি পায়ে। আজ সামতসে এফসির বিপক্ষে ২৮-০ গোলের বিশাল জয় পেয়েছে তাঁদের ক্লাব পারো এফসি।
২ ঘণ্টা আগে