ক্রীড়া ডেস্ক
নেইমার আমার চেয়ে ভালো নন, শুধু উচ্চমানের একজন ফুটবলার, বলেছেন মোহাম্মেদ কুদুস। ঘানার উদীয়মান এই তারকার কোট ব্যবহার করে গতকাল দ্য গার্ডিয়ান একটি শিরোনাম করে। সংবাদটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে কুদুস ট্রলের শিকার হচ্ছেন।
তবে, এই সংবাদকে অস্বীকার করেছেন কুদুস। ঘানার এই মিডফিল্ডার জানিয়েছেন, তিনি কখনো এমন কথা বলেননি। সংবাদটি প্রকাশের পরেই সামাজিক মাধ্যমে ‘ভুয়া খবর’ বলে নিশ্চিত করেছেন তিনি। সেই সঙ্গে পত্রিকাটির উদ্দেশ্য কি তা নিয়েও প্রশ্ন তুলেছেন ২২ বছর বয়সী এই তারকা।
কুদুস লিখেছেন, ‘বড়দের সম্মান করতে শিখিয়েছে আমার পরিবার ও সংস্কৃতি। নেইমার, থিয়াগো সিলভা ও আরও অনেক তারকা আমাদের স্বপ্ন পূরণে প্রেরণা জুগিয়েছে। ব্রাজিলিয়ান তারকাদের মতো আমিও চাই পরের প্রজন্মকে উদ্বুদ্ধ করতে। আসলে গার্ডিয়ান স্পোর্টের উদ্দেশ্য কি? মনোযোগ এখন আগামীকালের (আজ) ম্যাচে। এটা ভুয়া খবর।’
২৩ সেপ্টেম্বর, ব্রাজিল-ঘানার ‘ফ্রেন্ডলি ম্যাচ’য়ের সময় নেইমার সম্পর্কে কুদুস এমন কথা বলেছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। পত্রিকাটি প্রতিবেদনে লিখেছে, ‘নেইমার আমার চেয়ে ভালো নন, শুধু উচ্চমানের একজন ফুটবলার। এতটুকু। সে ব্রাজিলের প্রতিনিধিত্ব করে আর আমি ঘানাকে। সে অনেক কিছু জিতেছে বলেই এখন ভালো পর্যায়ে আছে। শিগগির আমিও পৌঁছাব।’
ব্রাজিল ফুটবল সম্পর্কিত জানতে এখানে ক্লিক করুন
ফ্রেন্ডলি ম্যাচে ঘানাকে ৩-০ গোলে পরাজিত করেছিল ব্রাজিল। রিচার্লিসনের জোড়া গোলের সঙ্গে মার্কিনিওস একটি গোল করেছিলেন। বিশ্বকাপে আজ নেইমার-কুদুস দুজনেই নিজেদের ম্যাচে খেলতে নামবেন। পর্তুগালে বিপক্ষে রাত ১০টায় নামবে ঘানা। আর রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
নেইমার আমার চেয়ে ভালো নন, শুধু উচ্চমানের একজন ফুটবলার, বলেছেন মোহাম্মেদ কুদুস। ঘানার উদীয়মান এই তারকার কোট ব্যবহার করে গতকাল দ্য গার্ডিয়ান একটি শিরোনাম করে। সংবাদটি প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে কুদুস ট্রলের শিকার হচ্ছেন।
তবে, এই সংবাদকে অস্বীকার করেছেন কুদুস। ঘানার এই মিডফিল্ডার জানিয়েছেন, তিনি কখনো এমন কথা বলেননি। সংবাদটি প্রকাশের পরেই সামাজিক মাধ্যমে ‘ভুয়া খবর’ বলে নিশ্চিত করেছেন তিনি। সেই সঙ্গে পত্রিকাটির উদ্দেশ্য কি তা নিয়েও প্রশ্ন তুলেছেন ২২ বছর বয়সী এই তারকা।
কুদুস লিখেছেন, ‘বড়দের সম্মান করতে শিখিয়েছে আমার পরিবার ও সংস্কৃতি। নেইমার, থিয়াগো সিলভা ও আরও অনেক তারকা আমাদের স্বপ্ন পূরণে প্রেরণা জুগিয়েছে। ব্রাজিলিয়ান তারকাদের মতো আমিও চাই পরের প্রজন্মকে উদ্বুদ্ধ করতে। আসলে গার্ডিয়ান স্পোর্টের উদ্দেশ্য কি? মনোযোগ এখন আগামীকালের (আজ) ম্যাচে। এটা ভুয়া খবর।’
২৩ সেপ্টেম্বর, ব্রাজিল-ঘানার ‘ফ্রেন্ডলি ম্যাচ’য়ের সময় নেইমার সম্পর্কে কুদুস এমন কথা বলেছেন বলে জানিয়েছে দ্য গার্ডিয়ান। পত্রিকাটি প্রতিবেদনে লিখেছে, ‘নেইমার আমার চেয়ে ভালো নন, শুধু উচ্চমানের একজন ফুটবলার। এতটুকু। সে ব্রাজিলের প্রতিনিধিত্ব করে আর আমি ঘানাকে। সে অনেক কিছু জিতেছে বলেই এখন ভালো পর্যায়ে আছে। শিগগির আমিও পৌঁছাব।’
ব্রাজিল ফুটবল সম্পর্কিত জানতে এখানে ক্লিক করুন
ফ্রেন্ডলি ম্যাচে ঘানাকে ৩-০ গোলে পরাজিত করেছিল ব্রাজিল। রিচার্লিসনের জোড়া গোলের সঙ্গে মার্কিনিওস একটি গোল করেছিলেন। বিশ্বকাপে আজ নেইমার-কুদুস দুজনেই নিজেদের ম্যাচে খেলতে নামবেন। পর্তুগালে বিপক্ষে রাত ১০টায় নামবে ঘানা। আর রাত ১টায় সার্বিয়ার বিপক্ষে খেলবে ব্রাজিল।
বিশ্বকাপ ফুটবল সম্পর্কিত আরও পড়ুন:
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
১ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
১ ঘণ্টা আগে