ক্রীড়া ডেস্ক
এএফসি কাপে বসুন্ধরা কিংসের শুরুটা হয়েছে দারুণ। মালদ্বীপের চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টসের বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশ চ্যাম্পিয়নরা আগামীকাল এটিকে মোহনবাগানের বিপক্ষে জয় পেলে ইন্টার জোনাল সেমিফাইনালের পথে এগিয়ে থাকবে এক ধাপ।
‘ডি’ গ্রুপ থেকে পরের পর্ব নিশ্চিত করতে মোহনবাগানের বিপক্ষে সল্টলেকে আগামীকালের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ বসুন্ধরার জন্য। আগের মৌসুমে এই মোহনবাগানের সঙ্গে ড্র করেই ইন্টার জোনাল সেমিফাইনালে খেলা হয়নি বসুন্ধরার। প্রতিশোধের ম্যাচের আগে প্রতিপক্ষ শিবির থেকে সুসংবাদ পাচ্ছে অস্কার ব্রুজোনের দল। চোটে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন স্প্যানিশ ডিফেন্ডার তিরি।
গ্রুপপর্বের প্রথম ম্যাচে স্বদেশি গোকুলম কেরালার ৪-২ গোলে হেরে কোণঠাসা মোহনবাগান। সেই ম্যাচের প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন তিরি। স্প্যানিশ ডিফেন্ডার উঠে যেতেই রক্ষণে বিশাল ফোকর তৈরি হয়েছিল মোহনবাগানের। সেই ফাঁক গলেই চারবার বল জালে জড়িয়েছে কেরালা। কেরালার মতো সুযোগটাকে কাজে লাগাতে পারলে জয়ের সুযোগ থাকছে বসুন্ধরার সামনেও।
শুধু তিরিই নন, চোটের কারণে বসুন্ধরার ম্যাচে মাঠে নামতে পারছেন একই দলের ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বুমোস। প্লে-অফে আবাহনীকে বেশ যন্ত্রণায় ফেলা এই ফুটবলারের না থাকাটা বসুন্ধরার জন্য বড় রকমের স্বস্তির কারণ হতে পারে। চোটে আগেই ছিটকে গেছেন মোহনবাগানের ভারতীয় ডিফেন্ডার সন্দেশ জিঙ্ঘান।
সব মিলিয়ে মোহনবাগানের দলে এখন চার বিদেশি ফুটবলার। উল্টোপিঠে গতকাল বসুন্ধরার স্কোয়াডে যোগ দিয়েছেন নাইজেরিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার চিনেদু ম্যাথিউ। প্রতিপক্ষের অস্বস্তিকে কাজে লাগাতে পারলেই পরের পর্বের ওঠার লড়াইয়ে এগিয়ে থাকবে বসুন্ধরা।
এএফসি কাপে বসুন্ধরা কিংসের শুরুটা হয়েছে দারুণ। মালদ্বীপের চ্যাম্পিয়ন মাজিয়া স্পোর্টসের বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশ চ্যাম্পিয়নরা আগামীকাল এটিকে মোহনবাগানের বিপক্ষে জয় পেলে ইন্টার জোনাল সেমিফাইনালের পথে এগিয়ে থাকবে এক ধাপ।
‘ডি’ গ্রুপ থেকে পরের পর্ব নিশ্চিত করতে মোহনবাগানের বিপক্ষে সল্টলেকে আগামীকালের ম্যাচটা খুবই গুরুত্বপূর্ণ বসুন্ধরার জন্য। আগের মৌসুমে এই মোহনবাগানের সঙ্গে ড্র করেই ইন্টার জোনাল সেমিফাইনালে খেলা হয়নি বসুন্ধরার। প্রতিশোধের ম্যাচের আগে প্রতিপক্ষ শিবির থেকে সুসংবাদ পাচ্ছে অস্কার ব্রুজোনের দল। চোটে পুরো মৌসুমের জন্য ছিটকে গেছেন স্প্যানিশ ডিফেন্ডার তিরি।
গ্রুপপর্বের প্রথম ম্যাচে স্বদেশি গোকুলম কেরালার ৪-২ গোলে হেরে কোণঠাসা মোহনবাগান। সেই ম্যাচের প্রথমার্ধে চোট পেয়ে মাঠ ছাড়েন তিরি। স্প্যানিশ ডিফেন্ডার উঠে যেতেই রক্ষণে বিশাল ফোকর তৈরি হয়েছিল মোহনবাগানের। সেই ফাঁক গলেই চারবার বল জালে জড়িয়েছে কেরালা। কেরালার মতো সুযোগটাকে কাজে লাগাতে পারলে জয়ের সুযোগ থাকছে বসুন্ধরার সামনেও।
শুধু তিরিই নন, চোটের কারণে বসুন্ধরার ম্যাচে মাঠে নামতে পারছেন একই দলের ফরাসি অ্যাটাকিং মিডফিল্ডার হুগো বুমোস। প্লে-অফে আবাহনীকে বেশ যন্ত্রণায় ফেলা এই ফুটবলারের না থাকাটা বসুন্ধরার জন্য বড় রকমের স্বস্তির কারণ হতে পারে। চোটে আগেই ছিটকে গেছেন মোহনবাগানের ভারতীয় ডিফেন্ডার সন্দেশ জিঙ্ঘান।
সব মিলিয়ে মোহনবাগানের দলে এখন চার বিদেশি ফুটবলার। উল্টোপিঠে গতকাল বসুন্ধরার স্কোয়াডে যোগ দিয়েছেন নাইজেরিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার চিনেদু ম্যাথিউ। প্রতিপক্ষের অস্বস্তিকে কাজে লাগাতে পারলেই পরের পর্বের ওঠার লড়াইয়ে এগিয়ে থাকবে বসুন্ধরা।
সিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
২ ঘণ্টা আগেএবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
৩ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
৩ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
৩ ঘণ্টা আগে