Ajker Patrika

ওয়েলসকে হারানোয় কারাবন্দিদের মুক্তি দিল ইরান

ওয়েলসকে হারানোয় কারাবন্দিদের মুক্তি দিল ইরান

ফুটবল বিশ্বকাপে নিজেদের দল ভালো কিছু করলে সেই আনন্দ ছড়িয়ে পড়ে পুরো দেশজুড়ে। যেখানে গত শুক্রবার ওয়েলসকে ২-০ গোলে হারিয়েছিল ইরান। সেই খুশিতেই আজ ৭০০ এর বেশি কারাবন্দিকে মুক্তি দিল ইরান। 

বন্দিদের মুক্তি দেওয়ার ব্যাপার আজ নিশ্চিত করেছে ইরানের বিচারবিভাগীয় ওয়েবসাইট মিজান অনলাইন। তারা বলেছে, ‘দেশের বিভিন্ন এলাকা থেকে আটক ৭০৯ বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে ইরান ২-০ গোলে ওয়েলসকে হারানোয়। বন্দিদের মধ্যে বেশ কয়েকজন সাম্প্রতিক সময়ে গ্রেফতার হয়েছিলেন। গ্রেফতারকৃতরা দুই মাসেরও বেশি সময় চলা আন্দোলনে শামিল ছিলেন।’ চলতি বছরের ১৬ সেপ্টেম্বর পুলিশি হেফাজতে মাসা আমিনির মৃত্যুর পর ইরানে আন্দোলন জোরদার হয়। সেই থেকে আন্দোলন এখনো চলছে। 

খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে ২১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ শুরু করে ইরান। সেই ম্যাচেই ৬-২ গোলে হেরে যায় ইরান। এরপর গত শুক্রবার আহমেদ বিন আলি স্টেডিয়ামে ওয়েলসের বিপক্ষে শেষ মুহূর্তের রোমাঞ্চে ২-০ গোলে জয় পায় ইরান। আগামীকাল আল থুমামা স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে ইরান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

৩ আগস্ট বিমানবন্দরে বাধা পান তাপস, হাসিনাকে অনুরোধ করেন অফিসারের সঙ্গে কথা বলতে- অডিও ফাঁস

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত