ক্রীড়া ডেস্ক
পেপ গার্দিওলা কোচ হওয়ার পর ম্যানচেস্টার সিটির ঘরে এসেছে একের পর এক শিরোপা। ক্লাবের অর্জনের পাশাপাশি তাঁর নিজের অর্জনের ঝুলিতেও একের পর যোগ হচ্ছে সাফল্য, হাতে উঠছে পুরস্কার। এবার লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (এলএমএ) বর্ষসেরা কোচ হয়েছেন গার্দিওলা।
এলএমএ’র এ বছরের বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন গার্দিওলা, আর্সেনালের মিকেল আর্তেতা, ব্রাইটনের রবার্তো দে জার্বি, নিউক্যাসলের এডি হাও, বার্নলির ভিনসেন্ট কোম্পানি, প্লাইমাউথের স্টিভেন শুমাখার। সবাইকে ছাড়িয়ে বর্ষসেরা কোচের এই পুরস্কার জিতেছেন গার্দিওলা। এই নিয়ে তৃতীয়বার এলএমএ’র বর্ষসেরা কোচ হয়েছেন এই স্প্যানিশ কোচ। গার্দিওলার অধীনে সর্বশেষ ছয় মৌসুমের মধ্যে পাঁচবার প্রিমিয়ার লিগ জিতেছে সিটিজেনরা।
আর্তেতার আর্সেনালও এই মৌসুমে দুর্দান্ত খেলেছে। ২০২২-২৩ মৌসুমের ৯৪ শতাংশ সময় প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ছিল গানারররা। কিন্তু শেষদিকে একের পর এক হোঁচটে শিরোপা স্বপ্ন বিসর্জন দিতে হয় তাদের। আর দুর্দান্ত গতিতে ছুটে চলে অবিশ্বাস্যভাবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে সিটি। ২০ বছর পর প্রিমিয়ার লিগ জয়ের সম্ভাবনা জাগিয়েও শিরোপা জেতা হলো না আর্সেনালের।
অন্যদিকে চেলসির কোচ এমা হেইজ ওমেন্স সুপার লিগ পুরস্কার জিতেছেন। হেইজের অধীনে টানা চারবার ওমেন্স সুপার লিগের শিরোপা জিতেছে চেলসি। ব্লুজরা টানা তিনবার এফএ কাপ জিতেছে। ম্যানচেস্টার ইউনাইটেড দুবারই হয়েছে রানার্সআপ। ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল চেলসি নারী দল ও দ্বিতীয় স্থানে থাকা ম্যান ইউনাইটের পয়েন্ট ছিল ৫৬।
পেপ গার্দিওলা কোচ হওয়ার পর ম্যানচেস্টার সিটির ঘরে এসেছে একের পর এক শিরোপা। ক্লাবের অর্জনের পাশাপাশি তাঁর নিজের অর্জনের ঝুলিতেও একের পর যোগ হচ্ছে সাফল্য, হাতে উঠছে পুরস্কার। এবার লিগ ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (এলএমএ) বর্ষসেরা কোচ হয়েছেন গার্দিওলা।
এলএমএ’র এ বছরের বর্ষসেরা কোচের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন গার্দিওলা, আর্সেনালের মিকেল আর্তেতা, ব্রাইটনের রবার্তো দে জার্বি, নিউক্যাসলের এডি হাও, বার্নলির ভিনসেন্ট কোম্পানি, প্লাইমাউথের স্টিভেন শুমাখার। সবাইকে ছাড়িয়ে বর্ষসেরা কোচের এই পুরস্কার জিতেছেন গার্দিওলা। এই নিয়ে তৃতীয়বার এলএমএ’র বর্ষসেরা কোচ হয়েছেন এই স্প্যানিশ কোচ। গার্দিওলার অধীনে সর্বশেষ ছয় মৌসুমের মধ্যে পাঁচবার প্রিমিয়ার লিগ জিতেছে সিটিজেনরা।
আর্তেতার আর্সেনালও এই মৌসুমে দুর্দান্ত খেলেছে। ২০২২-২৩ মৌসুমের ৯৪ শতাংশ সময় প্রিমিয়ার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে ছিল গানারররা। কিন্তু শেষদিকে একের পর এক হোঁচটে শিরোপা স্বপ্ন বিসর্জন দিতে হয় তাদের। আর দুর্দান্ত গতিতে ছুটে চলে অবিশ্বাস্যভাবে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন হয়েছে সিটি। ২০ বছর পর প্রিমিয়ার লিগ জয়ের সম্ভাবনা জাগিয়েও শিরোপা জেতা হলো না আর্সেনালের।
অন্যদিকে চেলসির কোচ এমা হেইজ ওমেন্স সুপার লিগ পুরস্কার জিতেছেন। হেইজের অধীনে টানা চারবার ওমেন্স সুপার লিগের শিরোপা জিতেছে চেলসি। ব্লুজরা টানা তিনবার এফএ কাপ জিতেছে। ম্যানচেস্টার ইউনাইটেড দুবারই হয়েছে রানার্সআপ। ৫৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল চেলসি নারী দল ও দ্বিতীয় স্থানে থাকা ম্যান ইউনাইটের পয়েন্ট ছিল ৫৬।
সংযুক্ত আরব আমিরাত বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলে আজ দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। দুই ম্যাচেই তাদের কপালে জুটেছে ৩-১ ব্যবধানের হার। এমনিতেই বন্ধ রয়েছে ক্যাম্প, আবার শুরু হবে ঈদের পর। তাই আফঈদা খন্দকারদের আগামীকাল থেকে প্রায় একমাসের ছুটিতে পাঠিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
৮ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফি একদমই ভালো যায়নি বাংলাদেশ দলের। দেশে ফিরে ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়েছেন ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগ (ডিপিএল) নিয়ে। ২০২৫ সালের দুই মাস শেষ, তবে এখনো কেন্দ্রীয় চুক্তি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম জানিয়েছেন, ঘোষণা না হলেও আজ
১১ ঘণ্টা আগেবিসিবি সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর পূর্বাচলে নির্মনাধীন শেখ হাসিনা স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের কথা বলেছিলেন ফারুক আহমেদ। এবার স্টেডিয়ামের নাম বদলে রাখা হলো ন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড (এনসিজি)। সোমবার বিসিবির বোর্ডসভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান ইফতেখার
১১ ঘণ্টা আগেঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ২০২৪-২৫ মৌসুমের শুরুর দিনটা তামিমময়। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক তামিম ইকবাল। আবার তাঁর প্রতিপক্ষ গুলশান ক্রিকেট ক্লাবেরও পৃষ্ঠপোষক। শেষ পর্যন্ত জিতে গেলেন পৃষ্ঠপোষক তামিম।
১৩ ঘণ্টা আগে