Ajker Patrika

বাংলাদেশের আন্দোলনকারীদের জন্য আর্জেন্টিনা তারকা এনজোর প্রার্থনা 

আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৭: ৫৩
বাংলাদেশের আন্দোলনকারীদের জন্য আর্জেন্টিনা তারকা এনজোর প্রার্থনা 

শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলন এখন যেন গণমানুষের আন্দোলনে রূপ নিয়েছে। বাংলাদেশের কঠিন সময়ের চিত্র নিয়মিত উঠে আসছে আন্তর্জাতিক গণমাধ্যমেও। ২০২২ ফিফা বিশ্বকাপে বাংলাদেশের মানুষের বিপুল সমর্থন পাওয়া আর্জেন্টাইন ফুটবলার এনজো ফার্নান্দেজ এসব খবর দেখে দুই সপ্তাহ আগে বাংলাদেশের ভুক্তভোগী মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছিলেন। আর্জেন্টাইন তারকা ফুটবলার এখনো আছেন আন্দোলনকারীদের পাশে। 

বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা মিডফিল্ডার এনজো বাংলাদেশের আক্রান্ত মানুষদের প্রার্থনা জানিয়ে ফেসবুকে আজ বাংলাদেশ সময় ৪টার দিকে লিখেছেন, ‘বাংলাদেশের সব ভক্তকে বলছি, আমি তোমাদের শুনতে পাচ্ছি, তোমাদের জন্য প্রার্থনা।’ পোস্টের সঙ্গে লাল-সবুজ পতাকার প্রেক্ষাপটে এক কিশোরের চোখ বাঁধা ছবিও পোস্ট করেন কাতার বিশ্বকাপের সেরা উদীয়মান খেলোয়াড়।

এক ঘণ্টার মধ্যে এক লাখের বেশি প্রতিক্রিয়া ছাড়িয়ে গেছে। গত ১৯ জুলাই ফার্নান্দেজ ফেসবুকে এক পোস্টে তিনি লেখেন, ‘বাংলাদেশে যেসব মানুষ ভোগান্তির মধ্যে আছেন, তাঁদের জন্য আমার প্রার্থনা ও সহমর্মিতা রইল।’ 

 এনজো ফার্নান্দেজ বাংলাদেশের ফুটবল তারকা জামাল ভূঁইয়া আজ নিজের এক পোস্টের মন্তব্যের ঘরে লিখেছেন, ‘আমার প্রিয় বাংলাদেশের ভক্ত-সমর্থকেরা, আমি আপনাদের দেখছি, অনুসরণ করছি। ভালো দিনের আশায় দোয়া করছি ইনশা আল্লাহ। বিভক্তির চেয়ে চলুন এক হই। আমার বাংলাদেশের মানুষদের আমি ভালোবাসি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত