Ajker Patrika

আমাকে নয়, রোনালদোকে জিজ্ঞেস করুন: টেন হাগ

আপডেট : ০৪ নভেম্বর ২০২২, ১৩: ৫৭
আমাকে নয়, রোনালদোকে জিজ্ঞেস করুন: টেন হাগ

ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে বেশ চাপে রয়েছেন এরিক টেন হাগ। রোনালদোকে নিয়ে প্রায়ই গণমাধ্যমের মুখোমুখি হতে হয় তাঁকে। ইউনাইটেড কোচ এবার জানিয়ে দিয়েছেন এ ব্যাপারে তাঁকে (টেন হাগ) বিরক্ত না করতে।

এই মৌসুমের শুরু থেকেই আলোচনায় রয়েছেন রোনালদো। বাজে ফর্মের কারণে ম্যানচেস্টার ইউনাইটেডের একাদশে নিয়মিত সুযোগই মিলছে না। এমনকি স্কোয়াডে সুযোগ না পেয়ে ক্ষুব্ধ হয়ে মাঠও ছেড়েছেন পর্তুগিজ এই তারকা। শিষ্যের এমন কর্মকাণ্ডে শিরোনামে আসতে হচ্ছে টেন হাগকেও। ইউনাইটেড কোচ বলেন, ‘আপনি যদি তার (রোনালদোর) অনুভূতি নিয়ে কথা বলতে বলেন, তাকে জিজ্ঞাসা করুন। আমাকে নয়। সে সত্যিই একজন পেশাদার ফুটবলার। সে নেতা। সে এই দলের গুরুত্বপূর্ণ অংশ।’

কয়েক দিন আগে ক্লাব ফুটবল ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ৭০০ গোলের রেকর্ড গড়েছেন রোনালদো। ক্লাব ক্যারিয়ারে ৯৪৮ ম্যাচে তাঁর গোলসংখ্যা ৭০১। এখন পর্যন্ত চারটি ক্লাবের হয়ে খেলেছেন। সবচেয়ে বেশি গোল করেছেন রিয়াল মাদ্রিদের জার্সিতে। লস ব্লাংকোসদের হয়ে ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল। ইউনাইটেডের জার্সিতে ৩৪৫ ম্যাচে ১৪৫ গোল করেছেন। জুভেন্টাসের হয়ে ১৩৪ ম্যাচে করেছেন ১০১ গোল। সবচেয়ে কম গোল করেছেন স্পোর্টিং সিপির জার্সিতে। স্বদেশি ক্লাবের হয়ে ৩১ ম্যাচে ৫ গোল করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত