চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সর্বোচ্চ গোল ও উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য বিশেষ পুরস্কার দেবে উয়েফা। তার জন্য গতকাল মোনাকোর গ্রিমালদি ফোরামে হাসিমুখে হাজির হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথমবারের মতো হতে যাওয়া ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগ ড্র অনুষ্ঠানে ভক্ত-সমর্থকদের সঙ্গেও সেলফিবন্দী হতে দেখা গেল তাঁকে।
ড্রয়ের জন্য দলগুলোকে ৯টি করে ভাগ করে রাখা হয়েছিল চারটি পটে। সেখান থেকে একে একে নাম তুলে নেন রোনালদোর সঙ্গে অনুষ্ঠানে আসা কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ৪ দল বাড়ায় এবার অবশ্য ভিন্ন আঙ্গিকে হবে চ্যাম্পিয়নস লিগের লড়াই। নির্দিষ্ট কোনো গ্রুপে ভাগ না করে হোম-অ্যাওয়ে পদ্ধতিতে খেলবে দলগুলো।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, লেভারকুজেন, লিল, বোলোনার সঙ্গে হোমে খেলবে লিভারপুল। অ্যাওয়ে ম্যাচ খেলবে লাইপজিগ, মিলান, আইন্দোফোন ও জিরোনোর সঙ্গে। গ্রুপ পর্বে প্রত্যেকটা দল খেলবে ৮টি করে ম্যাচ। আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি হোমে খেলবে ইন্টার মিলান, ব্রুগে, ফেইনুর্দ ও স্পার্তা প্রাগের বিপক্ষে। অ্যাওয়ে ম্যাচ খেলবে পিএসজি, জুভেন্তাস, লিসবন ও ব্রাতিসলাভার সঙ্গে।
আর্সেনাল হোমে খেলবে পিএসজি, শাখতার, জাগরেভ, মোনাকোর সঙ্গে। অ্যাওয়েতে খেলবে ইন্টার, আতালান্তা, লিসবন ও জিরোনার সঙ্গে।
চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সর্বোচ্চ গোল ও উল্লেখযোগ্য কৃতিত্বের জন্য বিশেষ পুরস্কার দেবে উয়েফা। তার জন্য গতকাল মোনাকোর গ্রিমালদি ফোরামে হাসিমুখে হাজির হলেন ক্রিস্টিয়ানো রোনালদো। প্রথমবারের মতো হতে যাওয়া ৩৬ দলের চ্যাম্পিয়নস লিগ ড্র অনুষ্ঠানে ভক্ত-সমর্থকদের সঙ্গেও সেলফিবন্দী হতে দেখা গেল তাঁকে।
ড্রয়ের জন্য দলগুলোকে ৯টি করে ভাগ করে রাখা হয়েছিল চারটি পটে। সেখান থেকে একে একে নাম তুলে নেন রোনালদোর সঙ্গে অনুষ্ঠানে আসা কিংবদন্তি গোলরক্ষক জিয়ানলুইজি বুফন। ৪ দল বাড়ায় এবার অবশ্য ভিন্ন আঙ্গিকে হবে চ্যাম্পিয়নস লিগের লড়াই। নির্দিষ্ট কোনো গ্রুপে ভাগ না করে হোম-অ্যাওয়ে পদ্ধতিতে খেলবে দলগুলো।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ, লেভারকুজেন, লিল, বোলোনার সঙ্গে হোমে খেলবে লিভারপুল। অ্যাওয়ে ম্যাচ খেলবে লাইপজিগ, মিলান, আইন্দোফোন ও জিরোনোর সঙ্গে। গ্রুপ পর্বে প্রত্যেকটা দল খেলবে ৮টি করে ম্যাচ। আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি হোমে খেলবে ইন্টার মিলান, ব্রুগে, ফেইনুর্দ ও স্পার্তা প্রাগের বিপক্ষে। অ্যাওয়ে ম্যাচ খেলবে পিএসজি, জুভেন্তাস, লিসবন ও ব্রাতিসলাভার সঙ্গে।
আর্সেনাল হোমে খেলবে পিএসজি, শাখতার, জাগরেভ, মোনাকোর সঙ্গে। অ্যাওয়েতে খেলবে ইন্টার, আতালান্তা, লিসবন ও জিরোনার সঙ্গে।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে