বান্ধবীকে নির্যাতনের অভিযোগে বিচার চলছে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার রায়ান গিগসের বিরুদ্ধে। আদালতের শুনানিতে সামনে এসেছে গিগসের বিরুদ্ধে চমকে যাওয়ার মতো একাধিক অভিযোগ। গিগসের বান্ধবী কেট গ্রেভিলে গোয়েন্দাদের জানিয়েছেন, তাঁকে হোটেল থেকে নগ্ন অবস্থায় ছুড়ে ফেলেছিলেন ওয়েলস তারকা। শুধু এটুকুই নয়, গিগস ল্যাপটপ দিয়ে মাথায় আঘাত করেছেন বলেও জানিয়েছেন গ্রেভিলে।
ম্যানচেস্টার ক্রাউন কোর্টে গতকাল মঙ্গলবার আদালতের শুনানিতে গিগসের বিরুদ্ধে গ্রেভিলের অভিযোগগুলো তুলে ধরা হয়েছে। গ্রেভিলের দাবি, গিগস তাঁর ভালো বন্ধু থেকে নোংরা ও ঘৃণ্য মানুষে পরিণত হয়েছিলেন। পাশাপাশি গিগসের বিরুদ্ধে ‘নির্যাতন’ ও ‘প্রতারণা’সহ একাধিক অভিযোগের কথাও বলা হয়েছে।
এর আগে সোমবার প্রসিকিউটর পিটার রাইট কিউসি আদালতে বলেছিলেন, ২০২০ সালের নভেম্বরে একটি ঘটনায় নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গ্রেভিলেকে মাথা দিয়ে আঘাত করেন। এতে গ্রেভিলের ঠোঁট ফুলে যায় এবং ক্ষতের সৃষ্টি হয়।
মঙ্গলবার গোয়েন্দাদের দেওয়া সাক্ষাৎকারে গ্রেভিলে আরও যোগ করে বলেন, ‘একবার হঠাৎ করে সে এসে আমার কাঁধ চেপে ধরে মাথা দিয়ে মুখে আঘাত করে।’ এরপর অন্য একটি ঘটনায় গিগস নগ্ন অবস্থায় তাঁকে ও তাঁর জিনিসপত্র হোটেলের বাইরে ছুড়ে ফেলেন বলেও অভিযোগ করেন গ্রেভিলে।
এসব ঘটনার বাইরে ১০৫ মিনিটের সাক্ষাৎকারে গ্রেভিলে অভিযোগ করে বলেছেন, গিগস সারাক্ষণ যৌন সম্পর্ক দাবি করতেন এবং একই সময়ে আরও আটজন নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন। এমনকি গ্রেভিলের বোন এমা গ্রেভিলেকেও হেনস্তা করার অভিযোগ উঠেছে গিগসের বিরুদ্ধে।
উল্লেখ্য, ম্যান ইউনাইটেডে খেলার সময় থেকেই গ্রেভিলের সঙ্গে সম্পর্কে জড়ান গিগস। ২০১৭ সাল থেকে দুজনের সম্পর্কে অবনতির শুরু হয় এবং ২০২০ সালের শেষ দিকে গিগসের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন গ্রেভিলে।
বান্ধবীকে নির্যাতনের অভিযোগে বিচার চলছে ম্যানচেস্টার ইউনাইটেডের কিংবদন্তি ফুটবলার রায়ান গিগসের বিরুদ্ধে। আদালতের শুনানিতে সামনে এসেছে গিগসের বিরুদ্ধে চমকে যাওয়ার মতো একাধিক অভিযোগ। গিগসের বান্ধবী কেট গ্রেভিলে গোয়েন্দাদের জানিয়েছেন, তাঁকে হোটেল থেকে নগ্ন অবস্থায় ছুড়ে ফেলেছিলেন ওয়েলস তারকা। শুধু এটুকুই নয়, গিগস ল্যাপটপ দিয়ে মাথায় আঘাত করেছেন বলেও জানিয়েছেন গ্রেভিলে।
ম্যানচেস্টার ক্রাউন কোর্টে গতকাল মঙ্গলবার আদালতের শুনানিতে গিগসের বিরুদ্ধে গ্রেভিলের অভিযোগগুলো তুলে ধরা হয়েছে। গ্রেভিলের দাবি, গিগস তাঁর ভালো বন্ধু থেকে নোংরা ও ঘৃণ্য মানুষে পরিণত হয়েছিলেন। পাশাপাশি গিগসের বিরুদ্ধে ‘নির্যাতন’ ও ‘প্রতারণা’সহ একাধিক অভিযোগের কথাও বলা হয়েছে।
এর আগে সোমবার প্রসিকিউটর পিটার রাইট কিউসি আদালতে বলেছিলেন, ২০২০ সালের নভেম্বরে একটি ঘটনায় নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং গ্রেভিলেকে মাথা দিয়ে আঘাত করেন। এতে গ্রেভিলের ঠোঁট ফুলে যায় এবং ক্ষতের সৃষ্টি হয়।
মঙ্গলবার গোয়েন্দাদের দেওয়া সাক্ষাৎকারে গ্রেভিলে আরও যোগ করে বলেন, ‘একবার হঠাৎ করে সে এসে আমার কাঁধ চেপে ধরে মাথা দিয়ে মুখে আঘাত করে।’ এরপর অন্য একটি ঘটনায় গিগস নগ্ন অবস্থায় তাঁকে ও তাঁর জিনিসপত্র হোটেলের বাইরে ছুড়ে ফেলেন বলেও অভিযোগ করেন গ্রেভিলে।
এসব ঘটনার বাইরে ১০৫ মিনিটের সাক্ষাৎকারে গ্রেভিলে অভিযোগ করে বলেছেন, গিগস সারাক্ষণ যৌন সম্পর্ক দাবি করতেন এবং একই সময়ে আরও আটজন নারীর সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন। এমনকি গ্রেভিলের বোন এমা গ্রেভিলেকেও হেনস্তা করার অভিযোগ উঠেছে গিগসের বিরুদ্ধে।
উল্লেখ্য, ম্যান ইউনাইটেডে খেলার সময় থেকেই গ্রেভিলের সঙ্গে সম্পর্কে জড়ান গিগস। ২০১৭ সাল থেকে দুজনের সম্পর্কে অবনতির শুরু হয় এবং ২০২০ সালের শেষ দিকে গিগসের বিরুদ্ধে মারধরের অভিযোগ করেন গ্রেভিলে।
অচেনা দেশ, আসার আগে তাই পরিবার থেকেও পেয়েছিলেন সতর্কবার্তা। কিন্তু পা রাখার পর সবকিছুই যেন আপন মনে হচ্ছে সাঈদ খোদারাহমির। ইরানি এই কোচের হাত ধরে অচেনা ফুটসালকেও আপন করে নিতে চায় বাংলাদেশ।
৮ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
৯ ঘণ্টা আগেখেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
১২ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
১২ ঘণ্টা আগে