Ajker Patrika

ব্রাজিলের ভারপ্রাপ্ত কোচের চাকরিও শেষ ছয় মাসে 

আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১২: ০৮
ব্রাজিলের ভারপ্রাপ্ত কোচের চাকরিও শেষ ছয় মাসে 

কোচদের চাকরি যেন পৃথিবীর সবচেয়ে অনিশ্চয়তার চাকরি। আজ আছে, কাল নেই—ব্যাপারটা এরকমই অনেকটা। ‘মিউজিক্যাল চেয়ারের’ চাকরি হারানোয় প্রায় প্রতিদিনই কারো না কারো নাম শোনা যায়। সেই তালিকায় এবার যুক্ত হলেন ফার্নান্দো দিনিজ। ব্রাজিলের কোচের পদ থেকে বরখাস্ত হয়েছেন দিনিজ। 

গত বছরের ৫ জুলাই ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে এক বছরের চুক্তিতে নিয়োগ পান দিনিজ। ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ) তখন ভেবেছিল যে কার্লো আনচেলত্তিকে ব্রাজিলের কোচের পদে পরে নিয়োগ দেওয়া হবে। সেই আনচেলত্তি রিয়াল মাদ্রিদের সঙ্গে ২০২৬ পর্যন্ত কদিন আগে চুক্তি করেছেন। এদিকে সিবিএফ প্রধানের পদে এদনালদো রদ্রিগেজের ফেরার অনুমতির পরই বদলে যায় দৃশ্যপট। এক বিবৃতিতে সিবিএফ গতকাল দিনিজের ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করেছে। দিনিজকে রদ্রিগেজ জানিয়েছেন যে তিনি (রদ্রিগেজ) একজন স্থায়ী কোচ খোঁজার প্রক্রিয়া চালিয়ে যেতে চান। এক বিবৃতিতে সিবিএফ এমনটাই জানিয়েছে। সিবিএফ আরও বলেছে, ‘তাঁর কাজ, আত্মনিবেদন, কর্মপরায়ণতা, ব্রাজিলকে গড়ে তোলার চ্যালেঞ্জ—সবকিছুর জন্য সিবিএফ ফার্নান্দো দিনিজকে ধন্যবাদ জানাচ্ছে।’ 

দিনিজের পরিবর্তে ব্রাজিলের স্থায়ী প্রধান কোচ হওয়ার দৌড়ে এগিয়ে আছেন দোরিভাল জুনিয়র। সাও পাওলোর সভাপতি হুলিও কাসারেসের সঙ্গে এরই মধ্যে রদ্রিগেজ কথাবার্তা বলেছেন বলে ইএসপিএন ব্রাজিলকে সূত্র বলেছে। অন্যদিকে দোরিভালের সঙ্গে চুক্তি শেষ করতে সাও পাওলো রাজি। এক্ষেত্রে ক্লাবটি ব্রাজিল ফুটবল ফেডারেশনের কাছে ৯ লাখ ২০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ১০ কোটি ৯ লাখ টাকা। তবে দিনিজ ব্রাজিলের অন্তর্বর্তীকালীন কোচ থাকা অবস্থায় ফ্লুমিনেন্সের প্রধান কোচের দায়িত্ব পালন করেন। ফ্লুমিনেন্সকে গত বছর কোপা লিবার্তোদোরেস জিতিয়েছেন। 

২০২২-এর কাতার বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালেই থেমে যায় ব্রাজিলের পথচলা। এর পরই ব্রাজিলের কোচের পদ থেকে পদত্যাগ করেন তিতে। এরপর থেকে মাঠের পারফরম্যান্সে সময়টা ভালো যাচ্ছে না ব্রাজিলের। পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা এরপর খেলেছে ৯ ম্যাচ। জিতেছে ৩ ম্যাচ, হেরেছে ৫ ম্যাচ ও ১ ম্যাচ ড্র হয়েছে। ২০২৬ বিশ্বকাপ সামনে রেখে দক্ষিণ আমেরিকার বাছাইপর্বের পয়েন্ট তালিকায়ও অবস্থা ভালো নয় ব্রাজিলের। ১০ দলের মধ্যে রয়েছে ৬ নম্বরে। ৬ ম্যাচে ২ জয়, ১ ড্র ও ৩ পরাজয়ে সেলেসাওদের পয়েন্ট এখন ৭।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত