ফ্রেঞ্চ কাপে গতকাল শাতোরুকে ৩-১ গোলে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বড় ব্যবধানে জিতলেও জয়টা সহজে পায়নি পিএসজি। পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের মনে করেন, প্রতিপক্ষকে তাঁরা হালকাভাবে নিয়েছিলেন।
গাস্তন পেতিত স্টেডিয়ামে গতকাল শাতোরুর বিপক্ষে এগিয়ে গিয়েছিল পিএসজি। ১৩ মিনিটে হুগো একিতিকের গোলে এগিয়ে যায় প্যারিসিয়ানরা। এরপর ৩৭ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকেরা। শাতোরুর হয়ে সমতাসূচক গোলটি করেন নাতানিয়েল এনতোলা। দীর্ঘক্ষণ ১-১ সমতায় ছিল ম্যাচ। শেষের দিকে জোড়া গোলে জয় নিশ্চিত করে পিএসজি। ৭৮ মিনিটে গোল করেন কার্লোস সোলার এবং ৯০ মিনিটের অতিরিক্ত সময়ে হুয়ান বার্নাত গোল করেন। গালতিয়ের মনে করেন, প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়াতেই জেতা কঠিন হয়েছে। পিএসজি কোচ বলেন, ‘আমরা কি মনে করেছিলাম সবকিছু সহজে হয়ে যাবে? সম্ভবত তাই।’
গতকাল লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে-—এই তিন তারকা ফুটবলার ছাড়াই খেলেছিল পিএসজি। এই ‘ত্রয়ী’র অনুপস্থিতিতে তরুণ ফুটবলাররা দারুণ খেলেছে বলে মনে করেন গালতিয়ের। পিএসজি কোচ বলেন, ‘আমি তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট। তারা খুব গুরুত্বসহকারে ম্যাচ খেলেছিল। অনেক খেলোয়াড়ের অনুপস্থিতিতে আমি একটা দুর্দান্ত ম্যাচ আশা করেছিলাম। দেখা যাক অ্যাঞ্জার্সের বিপক্ষে ম্যাচে (বুধবার) কে সুস্থ হয়ে ওঠে।’
ফ্রেঞ্চ কাপে গতকাল শাতোরুকে ৩-১ গোলে হারিয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। বড় ব্যবধানে জিতলেও জয়টা সহজে পায়নি পিএসজি। পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের মনে করেন, প্রতিপক্ষকে তাঁরা হালকাভাবে নিয়েছিলেন।
গাস্তন পেতিত স্টেডিয়ামে গতকাল শাতোরুর বিপক্ষে এগিয়ে গিয়েছিল পিএসজি। ১৩ মিনিটে হুগো একিতিকের গোলে এগিয়ে যায় প্যারিসিয়ানরা। এরপর ৩৭ মিনিটে সমতায় ফেরে স্বাগতিকেরা। শাতোরুর হয়ে সমতাসূচক গোলটি করেন নাতানিয়েল এনতোলা। দীর্ঘক্ষণ ১-১ সমতায় ছিল ম্যাচ। শেষের দিকে জোড়া গোলে জয় নিশ্চিত করে পিএসজি। ৭৮ মিনিটে গোল করেন কার্লোস সোলার এবং ৯০ মিনিটের অতিরিক্ত সময়ে হুয়ান বার্নাত গোল করেন। গালতিয়ের মনে করেন, প্রতিপক্ষকে হালকাভাবে নেওয়াতেই জেতা কঠিন হয়েছে। পিএসজি কোচ বলেন, ‘আমরা কি মনে করেছিলাম সবকিছু সহজে হয়ে যাবে? সম্ভবত তাই।’
গতকাল লিওনেল মেসি, নেইমার, কিলিয়ান এমবাপ্পে-—এই তিন তারকা ফুটবলার ছাড়াই খেলেছিল পিএসজি। এই ‘ত্রয়ী’র অনুপস্থিতিতে তরুণ ফুটবলাররা দারুণ খেলেছে বলে মনে করেন গালতিয়ের। পিএসজি কোচ বলেন, ‘আমি তরুণ খেলোয়াড়দের পারফরম্যান্সে সন্তুষ্ট। তারা খুব গুরুত্বসহকারে ম্যাচ খেলেছিল। অনেক খেলোয়াড়ের অনুপস্থিতিতে আমি একটা দুর্দান্ত ম্যাচ আশা করেছিলাম। দেখা যাক অ্যাঞ্জার্সের বিপক্ষে ম্যাচে (বুধবার) কে সুস্থ হয়ে ওঠে।’
নিগার সুলতানা জ্যোতির বলটা যখন বাতাসে ভেসে ছিল, মনে হচ্ছিল সেটা ছক্কা হয়ে যাবে। কিন্তু না। লংঅফে নিলাক্ষী সিলভা ক্যাচ ধরতেই শেষ বাংলাদেশের সেমিফাইনালে টিকে থাকার স্বপ্ন। জ্যোতির লড়াকু ৭৭ রানের ইনিংসের পরও বাংলাদেশ ম্যাচটা হেরে গেছে ৭ রানে।
২ মিনিট আগেহারারেতে প্রথম দিনটা আফগানিস্তানের কাছে ভুলে যাওয়ার মতোই। ব্যাটিং, বোলিংয়ে জিম্বাবুয়ের ওপর বিন্দুমাত্র চাপ প্রয়োগ করতে পারেনি আফগানরা। ম্যাচের প্রথম দিন থেকেই চোখে সর্ষেফুল দেখছে আফগানিস্তান।
৪০ মিনিট আগেএকটু অন্যরকম ঘটনা ঘটলেই হলো। সুনীল গাভাস্কার চুপ করে বসে থাকার পাত্র নন। কোনো কিছুর তোয়াক্কা না করে চাঁচাছোলা মন্তব্য করে বসেন ভারতীয় এই কিংবদন্তি। পার্থে ভারত-অস্ট্রেলিয়া প্রথম ওয়ানডে শেষেও ক্রিকেটের এক পদ্ধতিগত ব্যাপার নিয়েই প্রশ্ন তুলেছেন গাভাস্কার।
১ ঘণ্টা আগেবাংলাদেশ ফুটবল লিগে শুরুতে হোঁচট খেয়েছিল বসুন্ধরা কিংস। পিডব্লিউডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে ড্র করে ২-২ ব্যবধানে। দ্বিতীয় রাউন্ডে এসে ঘুরে দাঁড়িয়েছে তারা। ফর্টিস এফসিকে ঘরের মাঠে হারিয়েছে ২-১ ব্যবধানে। এই ম্যাচ দিয়ে ঘরোয়া ফুটবলে অভিষেক হয়েছে কিউবা মিচেলের।
২ ঘণ্টা আগে