ক্রিস্টিয়ানো রোনালদোর প্রেমিকা হিসেবে বিশ্বব্যাপী দারুণ পরিচিতি পেয়েছেন জর্জিনা রদ্রিগেজ। এর বাইরে তাঁর আরেকটা পরিচিতি রয়েছে—একজন পেশাদার মডেল। তবে একটা সময় এসবের কিছুই ছিল না জর্জিনার।
ব্রিস্টলের অতি সাধারণ এক মেয়ে ছিলেন জর্জিনা। শিশুদের দেখাশোনার জন্য একসময় আয়ার কাজ করতেন তিনি। এর সঙ্গে নিজের ক্যারিয়ার গড়তে ইংরেজি ও নাচ শেখার ক্লাস করতেন জর্জিনা। জীবনটা সচ্ছল ছিল না সে সময়। অনলাইন প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের একটি সিরিজে জর্জিনার জীবনের গল্প উঠে এসেছে।
আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে জন্ম নেওয়া জর্জিনা বাবার সঙ্গে ছোটবেলায় স্পেনে চলে আসেন। ২০০৩ সালে নয় বছর বয়সে কোকেন পাচার মামলায় জেলে যান জর্জিনার বাবা। কঠিন এই সময়টায় মা মারিয়া হার্নান্দেজ এবং বোন ইভানার সঙ্গে বেশ কষ্টে কেটেছে রোনালদোর এই বর্তমান প্রেমিকার। তবে হাল না ছেড়ে কাজের সঙ্গে মডেলিং চালিয়ে যান জর্জিনা।
জর্জিনার উত্থানের শুরুটাও হয়েছিল এই মডেলিং দিয়ে। তারপর তো জড়িয়ে গেলেন পর্তুগিজ যুবরাজ রোনালদোর জীবনের সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ ফেললেই আজকাল দুজনের ঘনিষ্ঠতার ছবি দেখতে পাওয়া যায়।
জর্জিনার জীবনকাহিনি নিয়ে নেটফ্লিক্স স্পেনের পরিচালক আলভারো দিয়াজ বলেছেন, ‘জর্জিনা একজন প্রেরণাদায়ক নারী। তিনি ছিলেন সাধারণ এক তরুণী। আচমকাই তার জীবন বদলে যায়। একদিন কাজ সেরে বাড়ি ফেরার পথে জর্জিনা তার ভালোবাসার মানুষের দেখা পায়। এ রকম স্বপ্ন কে বা না দেখে?’
এ বছরের ক্রিসমাসের আগেই সিরিজটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নাটকীয়ভাবে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ায় গল্পের পট বদলে যায়। এবার আরও বিস্তারিত গল্পে জানা যাবে রোনালদো-জর্জিনার জীবন সম্পর্কে।
ক্রিস্টিয়ানো রোনালদোর প্রেমিকা হিসেবে বিশ্বব্যাপী দারুণ পরিচিতি পেয়েছেন জর্জিনা রদ্রিগেজ। এর বাইরে তাঁর আরেকটা পরিচিতি রয়েছে—একজন পেশাদার মডেল। তবে একটা সময় এসবের কিছুই ছিল না জর্জিনার।
ব্রিস্টলের অতি সাধারণ এক মেয়ে ছিলেন জর্জিনা। শিশুদের দেখাশোনার জন্য একসময় আয়ার কাজ করতেন তিনি। এর সঙ্গে নিজের ক্যারিয়ার গড়তে ইংরেজি ও নাচ শেখার ক্লাস করতেন জর্জিনা। জীবনটা সচ্ছল ছিল না সে সময়। অনলাইন প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের একটি সিরিজে জর্জিনার জীবনের গল্প উঠে এসেছে।
আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্সে জন্ম নেওয়া জর্জিনা বাবার সঙ্গে ছোটবেলায় স্পেনে চলে আসেন। ২০০৩ সালে নয় বছর বয়সে কোকেন পাচার মামলায় জেলে যান জর্জিনার বাবা। কঠিন এই সময়টায় মা মারিয়া হার্নান্দেজ এবং বোন ইভানার সঙ্গে বেশ কষ্টে কেটেছে রোনালদোর এই বর্তমান প্রেমিকার। তবে হাল না ছেড়ে কাজের সঙ্গে মডেলিং চালিয়ে যান জর্জিনা।
জর্জিনার উত্থানের শুরুটাও হয়েছিল এই মডেলিং দিয়ে। তারপর তো জড়িয়ে গেলেন পর্তুগিজ যুবরাজ রোনালদোর জীবনের সঙ্গে। সামাজিক যোগাযোগ মাধ্যমে চোখ ফেললেই আজকাল দুজনের ঘনিষ্ঠতার ছবি দেখতে পাওয়া যায়।
জর্জিনার জীবনকাহিনি নিয়ে নেটফ্লিক্স স্পেনের পরিচালক আলভারো দিয়াজ বলেছেন, ‘জর্জিনা একজন প্রেরণাদায়ক নারী। তিনি ছিলেন সাধারণ এক তরুণী। আচমকাই তার জীবন বদলে যায়। একদিন কাজ সেরে বাড়ি ফেরার পথে জর্জিনা তার ভালোবাসার মানুষের দেখা পায়। এ রকম স্বপ্ন কে বা না দেখে?’
এ বছরের ক্রিসমাসের আগেই সিরিজটি মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু নাটকীয়ভাবে রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ায় গল্পের পট বদলে যায়। এবার আরও বিস্তারিত গল্পে জানা যাবে রোনালদো-জর্জিনার জীবন সম্পর্কে।
সিলেটে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের চতুর্থ দিনের খেলা চলছে। চতুর্থ দিনের খেলা শুরু হয়েছে এক ঘণ্টা পর। জিম্বাবুয়ের আক্রমণাত্মক বোলিংয়ে মুহূর্তেই ৪ উইকেটে ১৯৪ রান থেকে ৭ উইকেটে ২১৩ রানে পরিণত হয় বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ ৭৬.৩ ওভারে ৭ উইকেটে ২৪৩ রান করেছে।
২৯ মিনিট আগে২৭ কোটি রুপিতে ঋষভ পন্তকে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস কেনার পর হইচই পড়ে যায়। কারণ, পন্তকে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ দামি ক্রিকেটার বানিয়েছে এই লক্ষ্ণৌ। এমনকি তাঁকে অধিনায়কও বানিয়েছে এই ফ্র্যাঞ্চাইজি। তবে সেই দামের প্রতিদান কতটুকু দিতে পারছেন পন্ত, সেই প্রশ্নটা উঠছে বারবার।
১ ঘণ্টা আগেসিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ে ম্যাচে বৃষ্টি এখন বাগড়া দিচ্ছে নিয়মিত। টেস্টে গতকাল তৃতীয় দিনে খেলা হয়েছে অর্ধেকের মতো (৪৪ ওভার)। চতুর্থ দিনের খেলা আজ শুরু হয়েছে এক ঘণ্টা দেরিতে। খেলা শুরু হতে না হতেই উইকেট বিলিয়ে দিয়েছেন নাজমুল হোসেন শান্ত।
২ ঘণ্টা আগেটুর্নামেন্টের শেষভাগে এসে পড়েছে লা লিগা। একটু এদিক সেদিক হলেই ফস্কে যেতে পারে। এস্তাদি অলিম্পিক লুইস স্টেডিয়ামে গত রাতে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। কাতালানরা তাতে চ্যাম্পিয়ন হওয়ার আরও কাছে পৌঁছে গেছে। ১–০ গোলে জয়ের পর বার্সেলোনার পয়েন্ট ৩৩ ম্যাচে ৭৬। দুইয়ে থাকা চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের...
২ ঘণ্টা আগে