Ajker Patrika

ফিরতি লেগে ভালো কিছু করতে চান পটার

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ১২: ৪৮
Thumbnail image

দুঃসময় পিছু ছাড়ছে না চেলসির। ক্লাব ফুটবলের সব প্রতিযোগিতায় হতাশাই সঙ্গী হচ্ছে ব্লুজদের। লিগ কাপ থেকে বিদায় নিয়েছে আগেই। প্রিমিয়ার লিগের শিরোপার দৌড়ে তো নেই-ই, উল্টো আগামী মৌসুমে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে সুযোগ পাওয়ার সম্ভাবনাও কম। কেননা, এই মুহূর্তে ৩১ পয়েন্ট নিয়ে ১০ নম্বরে আছে তারা।

অন্যান্য প্রতিযোগিতা থেকে ছিটকে যাওয়ায় চেলসির একমাত্র আশার জায়গা ছিল এবারের চ্যাম্পিয়নস লিগ। কিন্তু সেখানেও তারা আশাহত হচ্ছে। গতকাল শেষ ষোলোর ম্যাচে ডর্টমুন্ডের মাঠে ১-০ গোলে হেরেছে প্রিমিয়ার লিগর দলটি। পুরো ম্যাচে বল পজিশন ও গোলবারের শট নেওয়ায় এগিয়ে থাকলেও গোলদাতা পাচ্ছে না তারা। উল্টো ৬৩ মিনিটে করিম আদেইয়েমির গোলে পরাজয় মেনে নিতে হয়েছে তাদের।

তবে ম্যাচে হারলেও শিষ্যদের সমর্থন দিচ্ছেন কোচ গ্রাহাম পটার। আরও ভালো কিছু করতে হবে বলেও জানিয়েছেন তিনি। ৪৭ বছর বয়সী কোচ বলেছেন, ‘আমাদের আরও ভালো কিছু করতে হবে। প্রতিপক্ষের গোলবারে ভালোই আক্রমণ করেছিলাম এবং পারফরম্যান্স ভালো ছিল। কিন্তু এভাবে গোল খাওয়াটা হতাশার। তবে খেলোয়াড়রা সৎ ছিল।’

শিষ্যদের নিয়ে পটার আরও বলেছেন, ‘তারা জানে আরও ভালো করতে পারবে। এর জন্য অবশ্যই তাদের সহায়তা করতে হবে আমাদের। আমাদের ইতিবাচক পারফরম্যান্সে মনোযোগ দিতে হবে। কারণ এসবই আমাদের পরবর্তী ধাপে নিয়ে যাবে। আশা করি আমরা উন্নতি করব এবং তিন সপ্তাহ পর আমরা স্ট্যামফোর্ড ব্রিজে তা দেখাব।’ আগামী ৭ মার্চ ডর্টমুন্ডের বিপক্ষে নিজেদের মাঠে ফিরতি লেগ খেলবে চেলসি।

রাতের অন্য ম্যাচে ক্লাব ব্রুগাকে ২-০ গোলে হারিয়েছে বেনফিকা। প্রতিপক্ষের মাঠে এমন জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ আটে যাওয়ার পথটা অনেকটাই মসৃণ করে রাখল পর্তুগিজের ক্লাবটি। কেননা  ফিরতি লেগে ৭ মার্চ নিজেদের মাঠেই খেলবে পর্তুগালের লিগের শীর্ষে থাকা দল। গতকাল ৫১ মিনিটে দলকে পেনাল্টিতে প্রথম লিড এনে দেন জোয়াও মারিও। আর ম্যাচ শেষ হওয়ার দুই মিনিট আগে ৮৮ মিনিটে দলের শেষ গোল করেন দাভিদ নেরেস।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত