রেকর্ডটি গড়তে ১ গোল প্রয়োজন ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। আর গোলটি অবশ্যই হেডে হতে হবে। হেডে তো দূরের কথা, গতকালের আগে আল নসরের হয়ে সব মিলিয়ে ছয় ম্যাচ খেলেও কোনো গোল করতে পারেননি তিনি। অবশেষে সেই অপেক্ষার পালা শেষ হয়েছে তিউনিসিয়ার ক্লাব মোনাস্তিরের বিপক্ষে।
গোলের খরা কাটানোর গোলটিও ছিল আবার হেডে। এতে করে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে রেকর্ডও গড়লেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে হেডে সর্বোচ্চ গোল। গতকাল ১৪৫তম গোল করেছেন তিনি। এই তালিকায় তিনি অদ্বিতীয়। এত দিন জার্ড মুলারের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন পর্তুগিজ তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে হেডে ১৪৪ গোল করেছিলেন ১৯৭৪ বিশ্বকাপজয়ী জার্মান কিংবদন্তি।
গতকাল মুলারকে পেছনে ফেলার গোলটি ৭৪ মিনিটে করেছেন রোনালদো। ডান প্রান্ত থেকে সতীর্থ সুলতান আল ঘানামের ক্রসে হেডে গোল করতে একদম ভুল করেননি পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী। সাবেক রিয়াল মাদ্রিদ তারকার গোলের আগে প্রথম গোল এনে দিয়েছিলেন তালিসকা। ৪২ মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পরে আল নাসর আরও তিনটি গোল করে। এর মধ্যে অবশ্য তারা একটি আত্মঘাতী গোল হজম করে। আত্মঘাতী গোলটি করেন আলি লাজামি। আর দলের হয়ে বাকি ২ গোল করেন আল-আমরি ও আবদুল আজিজ। এতে করে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে মোনাস্তিরের বিপক্ষে ৪–১ গোলের জয় পায় আল নাসর।
এই জয়ে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে প্রথম জয় পেয়েছে আল নাসর। ‘সি’ গ্রুপে ২ ম্যাচ ৪ পয়েন্টে শীর্ষে আছে তারা। অন্যদিকে আল শাবাবেরও সমান ম্যাচে ৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানে তারা রোনালদোর দলের পরে আছে। নিজেদের মুখোমুখি হওয়া ম্যাচে গোলশূন্য ড্র করেছে দল দুটি।
রেকর্ডটি গড়তে ১ গোল প্রয়োজন ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। আর গোলটি অবশ্যই হেডে হতে হবে। হেডে তো দূরের কথা, গতকালের আগে আল নসরের হয়ে সব মিলিয়ে ছয় ম্যাচ খেলেও কোনো গোল করতে পারেননি তিনি। অবশেষে সেই অপেক্ষার পালা শেষ হয়েছে তিউনিসিয়ার ক্লাব মোনাস্তিরের বিপক্ষে।
গোলের খরা কাটানোর গোলটিও ছিল আবার হেডে। এতে করে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে রেকর্ডও গড়লেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে হেডে সর্বোচ্চ গোল। গতকাল ১৪৫তম গোল করেছেন তিনি। এই তালিকায় তিনি অদ্বিতীয়। এত দিন জার্ড মুলারের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন পর্তুগিজ তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে হেডে ১৪৪ গোল করেছিলেন ১৯৭৪ বিশ্বকাপজয়ী জার্মান কিংবদন্তি।
গতকাল মুলারকে পেছনে ফেলার গোলটি ৭৪ মিনিটে করেছেন রোনালদো। ডান প্রান্ত থেকে সতীর্থ সুলতান আল ঘানামের ক্রসে হেডে গোল করতে একদম ভুল করেননি পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী। সাবেক রিয়াল মাদ্রিদ তারকার গোলের আগে প্রথম গোল এনে দিয়েছিলেন তালিসকা। ৪২ মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পরে আল নাসর আরও তিনটি গোল করে। এর মধ্যে অবশ্য তারা একটি আত্মঘাতী গোল হজম করে। আত্মঘাতী গোলটি করেন আলি লাজামি। আর দলের হয়ে বাকি ২ গোল করেন আল-আমরি ও আবদুল আজিজ। এতে করে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে মোনাস্তিরের বিপক্ষে ৪–১ গোলের জয় পায় আল নাসর।
এই জয়ে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে প্রথম জয় পেয়েছে আল নাসর। ‘সি’ গ্রুপে ২ ম্যাচ ৪ পয়েন্টে শীর্ষে আছে তারা। অন্যদিকে আল শাবাবেরও সমান ম্যাচে ৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানে তারা রোনালদোর দলের পরে আছে। নিজেদের মুখোমুখি হওয়া ম্যাচে গোলশূন্য ড্র করেছে দল দুটি।
এক শ দিনের বেশি সময় কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। মাঠের বাইরের এই দীর্ঘ বিরতিতে বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি নিয়ে দেখা দিয়েছে সংশয়। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হতে যাচ্ছে নারীদের ওয়ানডে বিশ্বকাপ। টুর্নামেন্টে বাংলাদেশের যাত্রা শুরু হবে...
১৭ মিনিট আগেযা চোখের সামনে ঘটতে দেখবেন, সেটা নিয়ে চুপ করে থাকার মতো মানুষ নন সুনীল গাভাস্কার। অপ্রত্যাশিত কিছু ঘটলে সেই ব্যাপারে কড়া মন্তব্য করতে দ্বিধাবোধ করেন না তিনি। ওভালে ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম টেস্টের মাঝপথে ক্রিস ওকস যে ছিটকে গেলেন, তাতে তাঁরই দায় দেখছেন গাভাস্কার।
১১ ঘণ্টা আগে২০২৫ বিপিএল শুরুর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) তৎকালীন সভাপতি ফারুক আহমেদ নতুন বিপিএল আয়োজনের অঙ্গীকার করেছিলেন। তবে সেই বিপিএল নিয়ে হয়েছে তুমুল সমালোচনা। মাঠের বাইরের ঘটনায় অনেক বেশি আলোচিত-সমালোচিত হয়েছে সেই বিপিএল।
১২ ঘণ্টা আগেএইচপি ও বাংলাদেশ ‘এ’ দল চট্টগ্রামে দুই দিনে দুটি টি-টোয়েন্টি প্রস্তুতি ম্যাচ খেলতে চেয়েছিল। তবে বৈরী আবহাওয়ায় সেই পরিকল্পনা ভেস্তে যায়। প্রথম দিনে মাঠ প্রস্তুত করা নিয়ে সমস্যা থাকলেও দ্বিতীয় দিনের ম্যাচটি পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে।
১৩ ঘণ্টা আগে