রেকর্ডটি গড়তে ১ গোল প্রয়োজন ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। আর গোলটি অবশ্যই হেডে হতে হবে। হেডে তো দূরের কথা, গতকালের আগে আল নসরের হয়ে সব মিলিয়ে ছয় ম্যাচ খেলেও কোনো গোল করতে পারেননি তিনি। অবশেষে সেই অপেক্ষার পালা শেষ হয়েছে তিউনিসিয়ার ক্লাব মোনাস্তিরের বিপক্ষে।
গোলের খরা কাটানোর গোলটিও ছিল আবার হেডে। এতে করে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে রেকর্ডও গড়লেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে হেডে সর্বোচ্চ গোল। গতকাল ১৪৫তম গোল করেছেন তিনি। এই তালিকায় তিনি অদ্বিতীয়। এত দিন জার্ড মুলারের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন পর্তুগিজ তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে হেডে ১৪৪ গোল করেছিলেন ১৯৭৪ বিশ্বকাপজয়ী জার্মান কিংবদন্তি।
গতকাল মুলারকে পেছনে ফেলার গোলটি ৭৪ মিনিটে করেছেন রোনালদো। ডান প্রান্ত থেকে সতীর্থ সুলতান আল ঘানামের ক্রসে হেডে গোল করতে একদম ভুল করেননি পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী। সাবেক রিয়াল মাদ্রিদ তারকার গোলের আগে প্রথম গোল এনে দিয়েছিলেন তালিসকা। ৪২ মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পরে আল নাসর আরও তিনটি গোল করে। এর মধ্যে অবশ্য তারা একটি আত্মঘাতী গোল হজম করে। আত্মঘাতী গোলটি করেন আলি লাজামি। আর দলের হয়ে বাকি ২ গোল করেন আল-আমরি ও আবদুল আজিজ। এতে করে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে মোনাস্তিরের বিপক্ষে ৪–১ গোলের জয় পায় আল নাসর।
এই জয়ে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে প্রথম জয় পেয়েছে আল নাসর। ‘সি’ গ্রুপে ২ ম্যাচ ৪ পয়েন্টে শীর্ষে আছে তারা। অন্যদিকে আল শাবাবেরও সমান ম্যাচে ৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানে তারা রোনালদোর দলের পরে আছে। নিজেদের মুখোমুখি হওয়া ম্যাচে গোলশূন্য ড্র করেছে দল দুটি।
রেকর্ডটি গড়তে ১ গোল প্রয়োজন ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। আর গোলটি অবশ্যই হেডে হতে হবে। হেডে তো দূরের কথা, গতকালের আগে আল নসরের হয়ে সব মিলিয়ে ছয় ম্যাচ খেলেও কোনো গোল করতে পারেননি তিনি। অবশেষে সেই অপেক্ষার পালা শেষ হয়েছে তিউনিসিয়ার ক্লাব মোনাস্তিরের বিপক্ষে।
গোলের খরা কাটানোর গোলটিও ছিল আবার হেডে। এতে করে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে রেকর্ডও গড়লেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে হেডে সর্বোচ্চ গোল। গতকাল ১৪৫তম গোল করেছেন তিনি। এই তালিকায় তিনি অদ্বিতীয়। এত দিন জার্ড মুলারের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন পর্তুগিজ তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে হেডে ১৪৪ গোল করেছিলেন ১৯৭৪ বিশ্বকাপজয়ী জার্মান কিংবদন্তি।
গতকাল মুলারকে পেছনে ফেলার গোলটি ৭৪ মিনিটে করেছেন রোনালদো। ডান প্রান্ত থেকে সতীর্থ সুলতান আল ঘানামের ক্রসে হেডে গোল করতে একদম ভুল করেননি পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী। সাবেক রিয়াল মাদ্রিদ তারকার গোলের আগে প্রথম গোল এনে দিয়েছিলেন তালিসকা। ৪২ মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পরে আল নাসর আরও তিনটি গোল করে। এর মধ্যে অবশ্য তারা একটি আত্মঘাতী গোল হজম করে। আত্মঘাতী গোলটি করেন আলি লাজামি। আর দলের হয়ে বাকি ২ গোল করেন আল-আমরি ও আবদুল আজিজ। এতে করে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে মোনাস্তিরের বিপক্ষে ৪–১ গোলের জয় পায় আল নাসর।
এই জয়ে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে প্রথম জয় পেয়েছে আল নাসর। ‘সি’ গ্রুপে ২ ম্যাচ ৪ পয়েন্টে শীর্ষে আছে তারা। অন্যদিকে আল শাবাবেরও সমান ম্যাচে ৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানে তারা রোনালদোর দলের পরে আছে। নিজেদের মুখোমুখি হওয়া ম্যাচে গোলশূন্য ড্র করেছে দল দুটি।
হামজা চৌধুরীর অভিষেক হয়েছে, সমিত সোমও দুয়ারে কড়া নাড়ছেন। এবার আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার কিউবা মিচেল। জুনে বাংলাদেশের জার্সিতে তাঁকে খেলানোর চেষ্টা করছে বাফুফে। কিউবাও খেলার জন্য সম্মতি দিয়েছেন।
২৮ মিনিট আগেবাংলাদেশ ক্রিকেটে বড় কোনো সুখবর নেই অনেক দিন হলো। এমনকি জিম্বাবুয়ের বিপক্ষে চলমান সিলেট টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স বলার মতো হয়নি এখনো। এই যখন অবস্থা বাংলাদেশ ক্রিকেটের, তখন সামাজিক মাধ্যমে বোমা ফাটিয়েছেন নুরুল হাসান সোহান।
১ ঘণ্টা আগেসিলেটে আজ বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের দ্বিতীয় দিনের খেলা চলছে। বাংলাদেশের চেয়ে লিড নেওয়ার প্রায় কাছাকাছি চলে এসেছে জিম্বাবুয়ে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪১ ওভারে ৪ উইকেটে ১৪৩ রান করেছে সফরকারীরা। এর আগে বাংলাদেশ প্রথম ইনিংসে ১৯১ রানে অলআউট হয়েছিল। বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্টের পাশাপাশি আইপিএল...
২ ঘণ্টা আগেটেস্ট শুরুর আগে নাহিদ রানাকে নিয়ে নাজমুল হোসেন শান্ত ও শন উইলিয়ামসের মধ্যে কথার লড়াই জমে উঠেছিল। উইলিয়ামস জানিয়েছিলেন, নাহিদ রানার চেয়েও বেশি গতির বোলিং মেশিন জিম্বাবুয়ের আছে। এরপর শান্ত জবাব দিয়েছিলেন এই বলে যে খেললেই জিম্বাবুয়ে বুঝবে তাঁর (নাহিদ রানার) গতি কী জিনিস।
২ ঘণ্টা আগে