Ajker Patrika

যে রেকর্ডে অদ্বিতীয় রোনালদো

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০১ আগস্ট ২০২৩, ১৩: ৪৮
Thumbnail image

রেকর্ডটি গড়তে ১ গোল প্রয়োজন ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর। আর গোলটি অবশ্যই হেডে হতে হবে। হেডে তো দূরের কথা, গতকালের আগে আল নসরের হয়ে সব মিলিয়ে ছয় ম্যাচ খেলেও কোনো গোল করতে পারেননি তিনি। অবশেষে সেই অপেক্ষার পালা শেষ হয়েছে তিউনিসিয়ার ক্লাব মোনাস্তিরের বিপক্ষে। 

গোলের খরা কাটানোর গোলটিও ছিল আবার হেডে। এতে করে দুইয়ে দুইয়ে চার মিলিয়ে রেকর্ডও গড়লেন রোনালদো। সব প্রতিযোগিতা মিলিয়ে হেডে সর্বোচ্চ গোল। গতকাল ১৪৫তম গোল করেছেন তিনি। এই তালিকায় তিনি অদ্বিতীয়। এত দিন জার্ড মুলারের সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিলেন পর্তুগিজ তারকা। সব প্রতিযোগিতা মিলিয়ে হেডে ১৪৪ গোল করেছিলেন ১৯৭৪ বিশ্বকাপজয়ী জার্মান কিংবদন্তি। 

গতকাল মুলারকে পেছনে ফেলার গোলটি ৭৪ মিনিটে করেছেন রোনালদো। ডান প্রান্ত থেকে সতীর্থ সুলতান আল ঘানামের ক্রসে হেডে গোল করতে একদম ভুল করেননি পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী। সাবেক রিয়াল মাদ্রিদ তারকার গোলের আগে প্রথম গোল এনে দিয়েছিলেন তালিসকা। ৪২ মিনিটে গোল করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। পরে আল নাসর আরও তিনটি গোল করে। এর মধ্যে অবশ্য তারা একটি আত্মঘাতী গোল হজম করে। আত্মঘাতী গোলটি করেন আলি লাজামি। আর দলের হয়ে বাকি ২ গোল করেন আল-আমরি ও আবদুল আজিজ। এতে করে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে মোনাস্তিরের বিপক্ষে ৪–১ গোলের জয় পায় আল নাসর। 

এই জয়ে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপে প্রথম জয় পেয়েছে আল নাসর। ‘সি’ গ্রুপে ২ ম্যাচ ৪ পয়েন্টে শীর্ষে আছে তারা। অন্যদিকে আল শাবাবেরও সমান ম্যাচে ৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানে তারা রোনালদোর দলের পরে আছে। নিজেদের মুখোমুখি হওয়া ম্যাচে গোলশূন্য ড্র করেছে দল দুটি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত