Ajker Patrika

বাজে সময় পেছনে ফেলে সামনে এগোতে বলছেন মেসি

ক্রীড়া ডেস্ক    
সময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। ছবি: এএফপি
সময়টা ভালো যাচ্ছে না লিওনেল মেসির। ছবি: এএফপি

জিততেই যেন ভুলে গেছে ইন্টার মায়ামি। নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে জয়ের পর টানা তিন ম্যাচে জয়ের দেখা পায়নি লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের মায়ামি। এমন পরিস্থিতিতে দলকে সামনে এগিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন মেসি।

মায়ামি সবশেষ তিন ম্যাচের মধ্যে হেরেছে দুটিতে। ড্র হয়েছে এক ম্যাচ। যেখানে গতকাল মধ্যরাতে চেজ স্টেডিয়ামে মেজর লিগ সকারে (এমএলএস) অরলান্ডো সিটির কাছে ৩-০ গোলে হেরেছে মায়ামি। এই ম্যাচে ৬৫ শতাংশ বল দখলে রেখে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৪ শট নিয়েছে মেসি-সুয়ারেজদের দল। কিন্তু কোনো গোলই তো করতে পারেনি মায়ামি।

অরলান্ডো সিটির কাছে বড় ব্যবধানে হারের পর অ্যাপল টিভির সঙ্গে মেসি কথা বলেছেন। মায়ামি যে কঠিন সময় পার করছে, সেটা স্বীকার করেছেন স্বয়ং মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘আমরা দল হিসেবে কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। কারণ, দল যখন জেতে, তখন সহজ হয়। কিন্তু এখন কঠিন সময় আসছে। এখন সবাইকে আরও বেশি একত্রিত হতে হবে।’

চেজ স্টেডিয়ামে ৪ মে এমএলএসে নিউইয়র্ক রেডবুলসকে ৪-১ ব্যবধানে হারিয়েছিল ইন্টার মায়ামি। এই জয়ের পর মায়ামি দিশা হারিয়েছে। পরের তিন ম্যাচে তারা করেছে ৪ গোল। বিপরীতে ১০ গোল হজম করেছে। আর মায়ামির সবশেষ তিন ম্যাচে মেসি করেছেন ১ গোল। অনেক সুযোগ নষ্ট করেছেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। সব ভুলে এখন সামনে এগোনোর পরিকল্পনা করছেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড বলেন, ‘আমাদের সামনে এগোতে হবে। সত্যিকারের দল হিসেবে সামনে এগোতে হবে। আমাদের যা প্রয়োজন, সেটা আছে। সামনে কী আছে সেটা নিয়ে ভাবতে হবে। পরের ম্যাচের জন্য প্রস্তুত হবে।’

৩-০ গোলের পরাজয়ে এমএলএসে ইন্টার মায়ামির অবস্থা খুব একটা ভালো নয়। ১৩ ম্যাচ খেলে জিতেছে ৬ ম্যাচ, ড্র করেছে ৪ ম্যাচ ও ৩ ম্যাচ হেরেছে। ২২ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান পয়েন্ট তালিকার ছয়ে। সবার ওপরে থাকা ফিলাডেলফিয়ার পয়েন্ট ২৯। তারা খেলেছে ১৪ ম্যাচ। ন্যাশভিল, অরলান্ডো সিটি দুই দলের পয়েন্ট ২৪। দুটি দলই ১৪টি করে ম্যাচ খেলেছে। তবে গোল ব্যবধানের কারণে ন্যাশভিল ও অরলান্ডোর অবস্থান চার ও পাঁচ নম্বরে। ইন্টার মায়ামির পরের ম্যাচ এমএলএসে ফিলাডেলফিয়ার বিপক্ষে। সুবারু পার্কে রোববার বাংলাদেশ সময় সাড়ে পাঁচটায় শুরু হবে মায়ামি-ফিলাডেলফিয়া ম্যাচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

ওয়ারেন্ট অব প্রিসিডেন্স: রাষ্ট্রীয় অনুষ্ঠানে আসন নেই সাবেক প্রধানমন্ত্রীর

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

নুসরাত ফারিয়ার গ্রেপ্তার বিব্রতকর: উপদেষ্টা ফারুকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত