Ajker Patrika

জানুয়ারিতেই তবে পিএসজি ছাড়ছেন এমবাপ্পে!

আপডেট : ১১ অক্টোবর ২০২২, ২২: ২৭
জানুয়ারিতেই তবে পিএসজি ছাড়ছেন এমবাপ্পে!

প্রতি দলবদলের মৌসুমেই এমবাপ্পের ক্লাব ছাড়ার গুঞ্জন উঠে। গত মৌসুমেও রিয়াল মাদ্রিদ এমবাপ্পের জন্য ১৮০ মিলিয়ন পর্যন্ত প্রস্তাব করেছিল। কিন্তু পিএসজি তাঁকে ছাড়তে রাজি হয়নি। বিনিময়ে বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া ফুটবলার হিসেবে চুক্তি সই করেন জুলাইতেই। কিন্তু তারপরও গুঞ্জন থেমে নেই। স্প্যানিশ দৈনিক মার্কা’র সাংবাদিক মারিও কর্তেগানা দাবি করছেন, ক্লাবের সঙ্গে কিলিয়ান এমবাপ্পের সম্পর্ক ভেঙে গেছে। বিশ্বকাপের পরই ক্লাব ছাড়তে চান এই তারকা।

প্যারিস সেন্ট জার্মেই কর্তৃপক্ষও জানে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের হয়ে খেলাই এমবাপ্পের স্বপ্ন। গুঞ্জন উঠেছে পিএসজির সঙ্গে করা নতুন চুক্তিতে রিয়াল চাইলে ছেড়ে দিতে হবে এমন শর্তও জুড়ে দিয়েছেন।

এমবাপ্পের প্রসঙ্গ ও সুপার লিগ নিয়ে ইতিমধ্যে দুই সভাপতির সম্পর্কের অবনতি হওয়ায় এই দলবদল পরিস্থিতি খুব একটা সহজ হবে না আশঙ্কা করছে বিভিন্ন সংবাদমাধ্যম।

রিয়াল মাদ্রিদ না লিভারপুল? 
দলবদলের গুঞ্জন শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই প্রশ্ন উঠছে, রিয়াল মাদ্রিদেই যাবেন এমবাপ্পে না অন্য কোথাও? প্রিমিয়ার লিগে খেলার স্বপ্নও আছে এমবাপ্পের। সে কথা চিন্তা করেই গুঞ্জনের ডালপালা মেলছে লিভারপুলে যোগ দেওয়ার প্রসঙ্গেও। তবে কোনো পক্ষ থেকেই এখনো তেমন কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। আসলেই এমবাপ্পে কোন ক্লাবে যোগ দিতে চায় তা জানতে অপেক্ষা করতে হবে বিশ্বকাপ শেষ পর্যন্তই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত