Ajker Patrika

কর্ণাটকের হিজাব বিতর্কে ভাইরাল পগবার শেয়ার করা ভিডিও

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ০৬
কর্ণাটকের হিজাব বিতর্কে ভাইরাল পগবার শেয়ার করা ভিডিও

ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের হিজাব বিতর্কের ঢেউ দেশের সীমা অতিক্রম করে আগেই বিদেশে ছড়িয়ে পড়েছে। এবার পল পগবা এই বিতর্কে ঢুকে পড়লেন। ম্যানচেস্টার ইউনাইটেডের ফরাসি তারকা পগবা এবার তার ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। যা এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিও পোস্ট করে পগবা লিখেছেন, ‘হিন্দুত্ববাদীরা ভারতের কলেজে হিজাব পরা মুসলিম মেয়েদের হয়রানি করছে।’

পগবার আগে হিজাব বিতর্ক নিয়ে মুখ খুলেছেন নোবেলজয়ী মালালা ইউসুফজাই। তিনি বলেছেন, ‘হিজাব পরে মেয়েদের স্কুলে যেতে নিষেধ করার বিষয়টি ভয়াবহ।’ সেইসঙ্গে মুসলিম নারীদের যাতে কোণঠাসা করা না হয়, ভারতীয় নেতাদের কাছে মালালার আবেদন, ‘মুসলিম নারীদের কোণঠাসা করার চেষ্টা এ বার বন্ধ করুন আপনারা।’

গত কদিন ধরে হিজাব বিতর্কে সরগরম কর্ণাটক। একটি কলেজে হিজাব পরে পড়ুয়াদের প্রবেশ করতে না দেওয়ায় বিতর্কের সূত্রপাত। সেই ইস্যুই পৌঁছেছে আদালতে। মঙ্গলবার কর্নাটকে হিজাব পরা এক মুসলিম ছাত্রীর উগ্র হিন্দুদের হাতে হেনস্তা হওয়ার ভিডিওটি টুইটারে পোস্ট করার পর বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যায়,  মুসকান খান তার কলেজে আসা মাত্র স্কার্ফ পরা একদল ছেলে তাকে ঘিরে ধরেছে। তবে তিনি দমে না গিয়ে নিজের অবস্থান প্রকাশ করেন। তিনি জানান, ওই উগ্র ছেলেগুলোর বেশির ভাগই বহিরাগত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত