ক্রীড়া ডেস্ক
জয়ের সংজ্ঞাটা একরকম ভুলেই গিয়েছিল ইন্টার মায়ামি। হারতে হারতে তারা পূরণ করে ফেলল হ্যাটট্রিকও। টানা তিন হারের পর অবশেষে আজ জয়ের দেখা পেল মায়ামি। আর লিওনেল মেসিও পেয়েছেন গোলের দেখা।
প্রতিযোগিতামূলক ফুটবলে যে মেসি গোলের বন্যা বইয়ে দিয়েছেন, তাঁরও গত কয়েক ম্যাচ ধরে মিলছিল না গোলের দেখা। গোল করার সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। টানা চার ম্যাচ গোলহীন থাকার পর সেই মেসির গোলখরা কাটল। তাঁর গোলের দিনে ৪-১ গোলের জয় পেয়েছে মায়ামি।
চেজ স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ সময় মধ্যরাতে মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে খেলেছে ইন্টার মায়ামি। ৯ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন ফাফা পিকাল্ট। তাঁকে অ্যাসিস্ট করেন লুইস সুয়ারেজ। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দলটির ডিফেন্ডার মার্সেলো ভেইগান্ট। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখে দেওয়া হয়েছে গোলটি। আর ৩৯ মিনিটে সুয়ারেজ নিজেই গোল করেন।
প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে ব্যবধান কমায় নিউইয়র্ক রেডবুলস। ৪৩ মিনিটে গোল করেন রেডবুলস ফরোয়ার্ড এরিক ম্যাক্সিম ছুপো-মোটিং। প্রথমার্ধ মায়ামি শেষ করে ৩-১ গোলে এগিয়ে থেকে। আর ৬৭ মিনিটে গোলের দেখা পান মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড বক্সের বাইরে থেকে তালেসকো সেগোভিয়ার সঙ্গে কয়েকবার বল আদান–প্রদান করেন। শেষ পর্যন্ত বাঁ পায়ের শটে লক্ষ্য ভেদ করেন মেসি।
৪-১ গোলের জয়ে ১০ ম্যাচে ২১ পয়েন্ট হলো ইন্টার মায়ামির। মেসি-সুয়ারেজদের দল জিতেছে ৬ ম্যাচ, ৩ ম্যাচ ড্র করেছে এবং হেরেছে ১ ম্যাচ। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তারা অবস্থান করছে চার নম্বরে। ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে কলম্বাস ক্রু। তারা খেলেছে ১১ ম্যাচ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে ফিলাডেলফিয়া।
জয়ের সংজ্ঞাটা একরকম ভুলেই গিয়েছিল ইন্টার মায়ামি। হারতে হারতে তারা পূরণ করে ফেলল হ্যাটট্রিকও। টানা তিন হারের পর অবশেষে আজ জয়ের দেখা পেল মায়ামি। আর লিওনেল মেসিও পেয়েছেন গোলের দেখা।
প্রতিযোগিতামূলক ফুটবলে যে মেসি গোলের বন্যা বইয়ে দিয়েছেন, তাঁরও গত কয়েক ম্যাচ ধরে মিলছিল না গোলের দেখা। গোল করার সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেননি আর্জেন্টাইন ফরোয়ার্ড। টানা চার ম্যাচ গোলহীন থাকার পর সেই মেসির গোলখরা কাটল। তাঁর গোলের দিনে ৪-১ গোলের জয় পেয়েছে মায়ামি।
চেজ স্টেডিয়ামে গতকাল বাংলাদেশ সময় মধ্যরাতে মেজর লিগ সকারে (এমএলএস) নিউইয়র্ক রেডবুলসের বিপক্ষে খেলেছে ইন্টার মায়ামি। ৯ মিনিটে মায়ামিকে এগিয়ে দেন ফাফা পিকাল্ট। তাঁকে অ্যাসিস্ট করেন লুইস সুয়ারেজ। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন দলটির ডিফেন্ডার মার্সেলো ভেইগান্ট। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখে দেওয়া হয়েছে গোলটি। আর ৩৯ মিনিটে সুয়ারেজ নিজেই গোল করেন।
প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগমুহূর্তে ব্যবধান কমায় নিউইয়র্ক রেডবুলস। ৪৩ মিনিটে গোল করেন রেডবুলস ফরোয়ার্ড এরিক ম্যাক্সিম ছুপো-মোটিং। প্রথমার্ধ মায়ামি শেষ করে ৩-১ গোলে এগিয়ে থেকে। আর ৬৭ মিনিটে গোলের দেখা পান মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ড বক্সের বাইরে থেকে তালেসকো সেগোভিয়ার সঙ্গে কয়েকবার বল আদান–প্রদান করেন। শেষ পর্যন্ত বাঁ পায়ের শটে লক্ষ্য ভেদ করেন মেসি।
৪-১ গোলের জয়ে ১০ ম্যাচে ২১ পয়েন্ট হলো ইন্টার মায়ামির। মেসি-সুয়ারেজদের দল জিতেছে ৬ ম্যাচ, ৩ ম্যাচ ড্র করেছে এবং হেরেছে ১ ম্যাচ। এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকায় তারা অবস্থান করছে চার নম্বরে। ২৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে কলম্বাস ক্রু। তারা খেলেছে ১১ ম্যাচ। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে ফিলাডেলফিয়া।
মেজর লিগ সকারে (এমএলএস) আগের টানা পাঁচ ম্যাচে জোড়া গোল করেছিলেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিও জিতেছিল সেই পাঁচ ম্যাচ। ছন্দে থাকা মেসি এবার পারলেন না কিছু করতে। মায়ামিও হারল বড় ব্যবধানে।
৩০ মিনিট আগেদ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে ঘুরে দাঁড়ানোর পর অধিনায়ক লিটন দাস বলেছিলেন, নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল তাঁর! আত্মবিশ্বাস ছিল দলকে নিয়েও। তাঁর নেতৃত্বেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
১১ ঘণ্টা আগেকলম্বোয় বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ হলে ঘুরেফিরে আসে ২০১৮ নিদাহাস ট্রফির স্মৃতি। সেবার লঙ্কানদের বিপক্ষে দুবারের লড়াইয়ে দুবারই জিতেছিল বাংলাদেশ। সাত বছর পর সেই প্রেমাদাসায় রচিত হলো ইতিহাস। ৮ উইকেটে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
১২ ঘণ্টা আগেলর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে ‘লো-স্কোরিং থ্রিলারে’ ভারত হারলেও রবীন্দ্র জাদেজার ব্যাটিংয়ের প্রশংসা করেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা। মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাদের নিয়ে প্রাণপণে লড়ে গেছেন জাদেজা। তবে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমলের মতে জাদেজার আরেকটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল।
১৩ ঘণ্টা আগে