সিদ্ধান্ত এখনো পাকাপাকি হয়নি। তবে ম্যানচেস্টার ইউনাইটেড সাফ জানিয়ে দিয়েছে, তারা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়বে না। আর পর্তুগিজ উইঙ্গারেরও অন্য ঠিকানায় যাওয়ার সম্ভাবনা প্রায় ক্ষীণ।
কারণ ইতিমধ্যে আতলাতিকো মাদ্রিদ ৩৭ বছর বয়সী তারকাকে দলে নেওয়ার দৌড়ে ক্ষান্ত দিয়েছে। লা লিগার ক্লাবটির প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছে, রোনালদোকে দলে নেওয়া তাদের পক্ষে কার্যত অসম্ভব। এদিকে তাঁর বায়ার্ন মিউনিখ বা চেলসিতে যাওয়ার যে গুঞ্জন, তাও প্রায় থেমে গেছে।
রেড ডেভিলদের নতুন কোচ এরিক টেন হাগের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় গাড়ি চালিয়ে ইউনাইটেডের অনুশীলন মাঠ ক্যারিংটেনে যান রোনালদো। সঙ্গে ছিলেন তাঁর এজেন্ট হোর্হে মেন্দেস। এর আো ঘণ্টা পর পৌঁছান রেড ডেভিলদের সাবেক কোচ স্যার আলেক্স ফার্গুসন।
২০০৩ সালে এই কিংবদন্তি কোচের অধীনে ১৮ বছর বয়সে ইউনাইটেডের সঙ্গে চুক্তি করেছিলেন রোনালদো। স্কটিশ কোচের প্রভাবে জুভেন্টাস ছেড়ে গত মৌসুমে ওল্ড ট্রাফোর্ডে ফিরেছিলেন পর্তুগিজ তারকা। এবারও স্যার ফার্গুসনকে ইউনাইটেড কর্তৃপক্ষ আলোচনায় যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন, তাঁর প্রিয় শিষ্যকে বুঝিয়ে-সুজিয়ে যদি ওল্ড ট্রাফোর্ডে রেখে দিতে পারেন।
কার্যত আলোচনায় সফল বলা চলে ইউনাইটেডকে। তারা জানিয়েছে, সিআর সেভেন বিক্রির জন্য নয়। রোনালদো থাকতে রাজি হয়েছেন কি না, জানা না গেলেও সিআর সেভেনকে ছাড়বে না জানিয়েছে ম্যানইউ।
ওল্ড ট্রাফোর্ড ছাড়তে চাওয়ার কথা জানানোর পর এবারই প্রথম কোচ টেন হাগের সঙ্গে সাক্ষাৎ করেন রোনালদো। প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচ খেলতে ইউনাইটেড থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় যে ১৭ দিনের সফরে গিয়েছিল, সেই সফরে যাননি রিয়াল মাদ্রিদের সাবেক তারকা।
আলোচনায় এজেন্ট মেন্দেস রোনালদোর পক্ষ নিয়ে কথা বলেছেন। তবে কোথায় যাবেন পর্তুগিজ উইঙ্গার? বায়ার্ন ও চেলসি ইতিমধ্যে ‘না’ জানিয়ে দিয়েছে। তাঁর ঠিকানা বদলানোর অপশনও কমে আসে যখন আতলেতিকোর প্রেসিডেন্ট এনরিখ সেরেজো রোনালদোকে দলে নিতে চাওয়ার বিষয়টি গুজব বলে উড়িয় দেন।
এক স্প্যানিশ রেডিওকে তিনি বলেন, ‘আমি জানি না, ক্রিস্টিয়ানো রোনাদালদোর আতলেতিকো মাদ্রিদে আসতে চাওয়ার বিষয়টি নিয়ে কে গল্প ফেঁদেছে। এটা সত্য নয়। তাঁর আতলেতিকো মাদ্রিদে আসা কার্যত অসম্ভব।’
সিদ্ধান্ত এখনো পাকাপাকি হয়নি। তবে ম্যানচেস্টার ইউনাইটেড সাফ জানিয়ে দিয়েছে, তারা ক্রিস্টিয়ানো রোনালদোকে ছাড়বে না। আর পর্তুগিজ উইঙ্গারেরও অন্য ঠিকানায় যাওয়ার সম্ভাবনা প্রায় ক্ষীণ।
কারণ ইতিমধ্যে আতলাতিকো মাদ্রিদ ৩৭ বছর বয়সী তারকাকে দলে নেওয়ার দৌড়ে ক্ষান্ত দিয়েছে। লা লিগার ক্লাবটির প্রেসিডেন্ট জানিয়ে দিয়েছে, রোনালদোকে দলে নেওয়া তাদের পক্ষে কার্যত অসম্ভব। এদিকে তাঁর বায়ার্ন মিউনিখ বা চেলসিতে যাওয়ার যে গুঞ্জন, তাও প্রায় থেমে গেছে।
রেড ডেভিলদের নতুন কোচ এরিক টেন হাগের সঙ্গে নিজের ভবিষ্যৎ নিয়ে কথা বলতে গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায় গাড়ি চালিয়ে ইউনাইটেডের অনুশীলন মাঠ ক্যারিংটেনে যান রোনালদো। সঙ্গে ছিলেন তাঁর এজেন্ট হোর্হে মেন্দেস। এর আো ঘণ্টা পর পৌঁছান রেড ডেভিলদের সাবেক কোচ স্যার আলেক্স ফার্গুসন।
২০০৩ সালে এই কিংবদন্তি কোচের অধীনে ১৮ বছর বয়সে ইউনাইটেডের সঙ্গে চুক্তি করেছিলেন রোনালদো। স্কটিশ কোচের প্রভাবে জুভেন্টাস ছেড়ে গত মৌসুমে ওল্ড ট্রাফোর্ডে ফিরেছিলেন পর্তুগিজ তারকা। এবারও স্যার ফার্গুসনকে ইউনাইটেড কর্তৃপক্ষ আলোচনায় যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছিলেন, তাঁর প্রিয় শিষ্যকে বুঝিয়ে-সুজিয়ে যদি ওল্ড ট্রাফোর্ডে রেখে দিতে পারেন।
কার্যত আলোচনায় সফল বলা চলে ইউনাইটেডকে। তারা জানিয়েছে, সিআর সেভেন বিক্রির জন্য নয়। রোনালদো থাকতে রাজি হয়েছেন কি না, জানা না গেলেও সিআর সেভেনকে ছাড়বে না জানিয়েছে ম্যানইউ।
ওল্ড ট্রাফোর্ড ছাড়তে চাওয়ার কথা জানানোর পর এবারই প্রথম কোচ টেন হাগের সঙ্গে সাক্ষাৎ করেন রোনালদো। প্রাক-মৌসুমের প্রস্তুতি ম্যাচ খেলতে ইউনাইটেড থাইল্যান্ড ও অস্ট্রেলিয়ায় যে ১৭ দিনের সফরে গিয়েছিল, সেই সফরে যাননি রিয়াল মাদ্রিদের সাবেক তারকা।
আলোচনায় এজেন্ট মেন্দেস রোনালদোর পক্ষ নিয়ে কথা বলেছেন। তবে কোথায় যাবেন পর্তুগিজ উইঙ্গার? বায়ার্ন ও চেলসি ইতিমধ্যে ‘না’ জানিয়ে দিয়েছে। তাঁর ঠিকানা বদলানোর অপশনও কমে আসে যখন আতলেতিকোর প্রেসিডেন্ট এনরিখ সেরেজো রোনালদোকে দলে নিতে চাওয়ার বিষয়টি গুজব বলে উড়িয় দেন।
এক স্প্যানিশ রেডিওকে তিনি বলেন, ‘আমি জানি না, ক্রিস্টিয়ানো রোনাদালদোর আতলেতিকো মাদ্রিদে আসতে চাওয়ার বিষয়টি নিয়ে কে গল্প ফেঁদেছে। এটা সত্য নয়। তাঁর আতলেতিকো মাদ্রিদে আসা কার্যত অসম্ভব।’
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৩ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৯ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১০ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১১ ঘণ্টা আগে