কয়েক মৌসুম ধরেই শোনা যাচ্ছিল টটেনহাম ছাড়ছেন হ্যারি কেইন। তবে মাঝে সেই গুঞ্জন সত্যি না হলেও এবার ইংলিশ স্ট্রাইকারের ক্লাব ছাড়ার সম্ভাবনা প্রবল। বায়ার্ন মিউনিখ তাঁকে কিনতে খুবই আগ্রহী। সঙ্গে নিজেও জার্মান ক্লাবে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
ইতিমধ্যে কেইনকে দলে ভেড়াতে নিলামের টাকার অঙ্ক বাড়িয়েছে বায়ার্ন। জানা গেছে, বাংলাদেশি মুদ্রায় ৯৯৫ কোটি টাকার প্রস্তাব ইতিমধ্যে দিয়েছে বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা। আজ আবার জার্মান ক্লাব জানিয়েছে তাঁকে এই দলবদলে দলে ভেড়াতে তারা খুবই আশাবাদী। বিষয়টি খোদ নিশ্চিত করেছেন ক্লাবটির সাম্মানিক সভাপতি উলি হোনেস।
দলবদল নিয়ে টটেনহামের সভাপতি ড্যানিয়েল লেভির সঙ্গে বায়ার্নের আলোচনা হয়েছে। সঙ্গে কেইনের পরামর্শকও নাকি হোনেসকে জানিয়েছে তাঁর ক্লাব ছাড়ার কথা। সব বিষয়কে একসূত্রে গেঁথে স্পোর্ট ওয়ানকে বায়ার্ন সভাপতি বলেছেন, ‘আমাদের সঙ্গে সব আলোচনায় কেইন জানিয়েছে সে তার সিদ্ধান্তে (ক্লাব ছাড়ার) অটল আছে। যদি অন্য কিছু না ঘটে তাহলে আমরা তাকে পাব।’
বায়ার্নের হয়ে খেলার জন্যই কেইন আগামী মৌসুম টটেনহামে থাকবেন না সেটা নাকি নিশ্চিত করেছেন। এ বিষয়ে হোনেস বলেছেন, ‘সে ইউরোপের ক্লাবে খেলতে চায়। সৌভাগ্যক্রমে আমাদের হয়ে খেলার জন্যই টটেনহামে আগামী মৌসুম থাকতে চায় না। তার সামনে সুযোগ রয়েছে ইউরোপের আরেকটি শীর্ষ ক্লাবে খেলার। তার পরামর্শকরাও এ বিষয়ে সন্তুষ্টির কথা জানিয়েছে।’
শেষ পর্যন্ত বায়ার্নের সঙ্গে কেইনের চুক্তি হবে কিনা সেটা সময়ই বলে দেবে। এ জন্য অবশ্য সকলে অপেক্ষা করতে হবে। তবে স্পার্সদের সঙ্গে এখন চুক্তির মেয়াদ থাকায় তাঁকে কেন্দ্র করেই দল সাজাচ্ছেন নতুন কোচ অ্যানজে পস্তেকোগ্লু। দলের প্রি–সেশনে ২৯ বছর বয়সী স্ট্রাইকারকে স্কোয়াডে রেখেছেন তিনি।
কয়েক মৌসুম ধরেই শোনা যাচ্ছিল টটেনহাম ছাড়ছেন হ্যারি কেইন। তবে মাঝে সেই গুঞ্জন সত্যি না হলেও এবার ইংলিশ স্ট্রাইকারের ক্লাব ছাড়ার সম্ভাবনা প্রবল। বায়ার্ন মিউনিখ তাঁকে কিনতে খুবই আগ্রহী। সঙ্গে নিজেও জার্মান ক্লাবে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
ইতিমধ্যে কেইনকে দলে ভেড়াতে নিলামের টাকার অঙ্ক বাড়িয়েছে বায়ার্ন। জানা গেছে, বাংলাদেশি মুদ্রায় ৯৯৫ কোটি টাকার প্রস্তাব ইতিমধ্যে দিয়েছে বুন্দেসলিগার বর্তমান চ্যাম্পিয়নরা। আজ আবার জার্মান ক্লাব জানিয়েছে তাঁকে এই দলবদলে দলে ভেড়াতে তারা খুবই আশাবাদী। বিষয়টি খোদ নিশ্চিত করেছেন ক্লাবটির সাম্মানিক সভাপতি উলি হোনেস।
দলবদল নিয়ে টটেনহামের সভাপতি ড্যানিয়েল লেভির সঙ্গে বায়ার্নের আলোচনা হয়েছে। সঙ্গে কেইনের পরামর্শকও নাকি হোনেসকে জানিয়েছে তাঁর ক্লাব ছাড়ার কথা। সব বিষয়কে একসূত্রে গেঁথে স্পোর্ট ওয়ানকে বায়ার্ন সভাপতি বলেছেন, ‘আমাদের সঙ্গে সব আলোচনায় কেইন জানিয়েছে সে তার সিদ্ধান্তে (ক্লাব ছাড়ার) অটল আছে। যদি অন্য কিছু না ঘটে তাহলে আমরা তাকে পাব।’
বায়ার্নের হয়ে খেলার জন্যই কেইন আগামী মৌসুম টটেনহামে থাকবেন না সেটা নাকি নিশ্চিত করেছেন। এ বিষয়ে হোনেস বলেছেন, ‘সে ইউরোপের ক্লাবে খেলতে চায়। সৌভাগ্যক্রমে আমাদের হয়ে খেলার জন্যই টটেনহামে আগামী মৌসুম থাকতে চায় না। তার সামনে সুযোগ রয়েছে ইউরোপের আরেকটি শীর্ষ ক্লাবে খেলার। তার পরামর্শকরাও এ বিষয়ে সন্তুষ্টির কথা জানিয়েছে।’
শেষ পর্যন্ত বায়ার্নের সঙ্গে কেইনের চুক্তি হবে কিনা সেটা সময়ই বলে দেবে। এ জন্য অবশ্য সকলে অপেক্ষা করতে হবে। তবে স্পার্সদের সঙ্গে এখন চুক্তির মেয়াদ থাকায় তাঁকে কেন্দ্র করেই দল সাজাচ্ছেন নতুন কোচ অ্যানজে পস্তেকোগ্লু। দলের প্রি–সেশনে ২৯ বছর বয়সী স্ট্রাইকারকে স্কোয়াডে রেখেছেন তিনি।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে