Ajker Patrika

‘নেইমার ছাড়া পিএসজি আরও বেশি ভারসাম্যপূর্ণ’

‘নেইমার ছাড়া পিএসজি আরও বেশি ভারসাম্যপূর্ণ’

নেইমারকে ২০১৭ সালে রেকর্ড দামে দলে ভিড়িয়ে চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বপ্ন দেখছিল পিএসজি। কিন্তু ফরাসি ক্লাবের সেই স্বপ্ন এখনো আলোর মুখ দেখেনি। এবারের মৌসুমেও জিততে পারবে কি না তা নিয়ে রয়েছে ঘোর সন্দেহ।

কেননা শেষ ষোলোর প্রথম লেগে বায়ার্ন মিউনিখের বিপক্ষে নিজেদের মাঠেই ১-০ গোলে হেরেছে পিএসজি। কোয়ার্টার ফাইনালে সুযোগ পেতে আজ রাতে যখন নেইমারের মতো তারকাকে প্রয়োজন তখন তাঁকে পাশে পাচ্ছে না ফরাসি চ্যাম্পিয়নরা। চোট ব্রাজিলিয়ান তারকার মৌসুম শেষ করে দিয়েছে।

তবে নেইমার ছাড়া দল আরও ভারসাম্যপূর্ণ বলে জানিয়েছেন ক্রিস্তোফ গালতিয়ের। বায়ার্নের সঙ্গে তাঁর দল প্রতিদ্বন্দ্বিতায় নামার আগে এমনটিই জানিয়েছেন পিএসজি কোচ। তিনি বলেছেন, ‘নেইমারের না থাকা নিয়ে একধরনের বিতর্ক তৈরি হয়েছে তা দেখেছি। এটি পরিষ্কারভাবেই দলের জন্য ক্ষতি। এরপরও দল আরও বেশি ভারসাম্যপূর্ণ কি না? হ্যাঁ। এটা ভালো কি না? এ ক্ষেত্রে আমি বলব তার থাকাটা গোল করার জন্য ভালো।’

নেইমারকে দিয়ে পিএসজির স্বপ্ন পূরণ না হওয়ায় প্রায়ই ব্রাজিলিয়ান তারকাকে বিক্রির গুঞ্জন উঠে। এবার গালতিয়েরের এমন মন্তব্যে ক্লাবের সঙ্গে তাঁর গুঞ্জনটা আরও জোরালো হয়ে উঠতে পারে। অন্য বার সুস্থ হয়ে ফিরলেও এবারের চোট যেন প্যারিসের ক্লাবের সঙ্গে তাঁর সম্পর্ক ছিন্ন করতে যাচ্ছে।

নেইমারের ভবিষ্যৎ জানতে অপেক্ষা করতে হলেও এবারের মৌসুমে দুর্দান্ত ছন্দে ছিলেন বার্সেলোনার সাবেক ফরোয়ার্ড। এবারের মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৯ ম্যাচ খেলেছেন পিএসজি তারকা। ১৮ গোলের বিপরীতে ১৭ টিতে অ্যাসিস্ট করেছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

পারভেজ হত্যায় অংশ নেয় ছাত্র, অছাত্র ও কিশোর গ্যাং সদস্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত