পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর অভ্যাস রিয়াল মাদ্রিদের অনেক পুরোনো। এস্তাদিও মেডিটারেনো স্টেডিয়ামে গতকাল দেখা গেছে একই ঘটনা। লা লিগা আলমেরিয়ার বিপক্ষে এবারের জয়ের নায়ক জুড বেলিংহাম।
আলমেরিয়া গতকাল এগিয়ে গিয়েছিল অল্প সময়েই। ৩ মিনিটে লুকাস রবার্তোনের গোলে অ্যাসিস্টে গোল করেন সার্জিও আরিবাস। এরপর ১৯ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান বেলিংহাম। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে। দ্বিতীয়ার্ধে রিয়াল এগিয়ে যায় অল্প সময়েই। ৬০ মিনিটে টনি ক্রুসের অ্যাসিস্টে গোল করেন বেলিংহাম, যা ছিল বেলিংহাম ও রিয়ালের দ্বিতীয় গোল। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় পায় রিয়াল, যেখানে ৭৩ মিনিটে দলের তৃতীয় গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। এই গোলে অ্যাসিস্ট করেছেন বেলিংহাম।
বরুসিয়া ডর্টমুন্ড থেকে এবারই রিয়ালে এসেছেন বেলিংহাম। পিছিয়ে পড়ে রিয়ালের জয় দেখলেন মাদ্রিদে এসেই। তবে তিনি এমন ঘটনা দেখে আসছেন অনেক আগে থেকেই। ইংল্যান্ডের এই মিডফিল্ডার ম্যাচ শেষে বলেন, ’ রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর ডিএনএ আসল। যখন আমি ছোট ছিলাম, তখন টিভিতে দেখে অভ্যস্ত। মনে হচ্ছিল যে তারা নিশ্চিতভাবেই পারবে না। শেষ পর্যন্ত তারা পারত। এখন আমি এখানে এসে তা দেখছি। কোনো ভয়ই নেই কারও মধ্যে। আমরা ঘুরে দাঁড়াব।’
রিয়ালের হয়ে বেলিংহাম খেলেছেন দুই ম্যাচ। করেছেন ৩ গোল ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে গতকাল রিয়ালের ৩ গোলেই অবদান রেখেছেন।
পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর অভ্যাস রিয়াল মাদ্রিদের অনেক পুরোনো। এস্তাদিও মেডিটারেনো স্টেডিয়ামে গতকাল দেখা গেছে একই ঘটনা। লা লিগা আলমেরিয়ার বিপক্ষে এবারের জয়ের নায়ক জুড বেলিংহাম।
আলমেরিয়া গতকাল এগিয়ে গিয়েছিল অল্প সময়েই। ৩ মিনিটে লুকাস রবার্তোনের গোলে অ্যাসিস্টে গোল করেন সার্জিও আরিবাস। এরপর ১৯ মিনিটে রিয়ালকে সমতায় ফেরান বেলিংহাম। প্রথমার্ধ শেষ হয় ১-০ গোলে। দ্বিতীয়ার্ধে রিয়াল এগিয়ে যায় অল্প সময়েই। ৬০ মিনিটে টনি ক্রুসের অ্যাসিস্টে গোল করেন বেলিংহাম, যা ছিল বেলিংহাম ও রিয়ালের দ্বিতীয় গোল। শেষ পর্যন্ত ৩-১ গোলের জয় পায় রিয়াল, যেখানে ৭৩ মিনিটে দলের তৃতীয় গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। এই গোলে অ্যাসিস্ট করেছেন বেলিংহাম।
বরুসিয়া ডর্টমুন্ড থেকে এবারই রিয়ালে এসেছেন বেলিংহাম। পিছিয়ে পড়ে রিয়ালের জয় দেখলেন মাদ্রিদে এসেই। তবে তিনি এমন ঘটনা দেখে আসছেন অনেক আগে থেকেই। ইংল্যান্ডের এই মিডফিল্ডার ম্যাচ শেষে বলেন, ’ রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর ডিএনএ আসল। যখন আমি ছোট ছিলাম, তখন টিভিতে দেখে অভ্যস্ত। মনে হচ্ছিল যে তারা নিশ্চিতভাবেই পারবে না। শেষ পর্যন্ত তারা পারত। এখন আমি এখানে এসে তা দেখছি। কোনো ভয়ই নেই কারও মধ্যে। আমরা ঘুরে দাঁড়াব।’
রিয়ালের হয়ে বেলিংহাম খেলেছেন দুই ম্যাচ। করেছেন ৩ গোল ও ১ গোলে অ্যাসিস্ট করেছেন, যার মধ্যে গতকাল রিয়ালের ৩ গোলেই অবদান রেখেছেন।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে আজ ভারত ও পাকিস্তানের ম্যাচ রয়েছে। পাকিস্তান খেলবে অস্ট্রেলিয়ার বিপক্ষে। বাংলাদেশ সময় বিকেল ৫টা ৩০ মিনিটে শুরু হবে পাকিস্তান-অস্ট্রেলিয়া ম্যাচ।
১ মিনিট আগেম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্ট ড্রয়ের পরও রেশটা থেকে গেছে। ম্যাচের শেষভাগে এসে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস যে ভারতীয় ক্রিকেটারদের সঙ্গে করমর্দন করতে চেয়েছিলেন, সেটা নিয়ে চলছে নানা কথাবার্তা। ইংল্যান্ডের কিংবদন্তি জিওফ্রে বয়কট এ ঘটনায় অভিযোগের আঙুল তুললেন স্টোকসদের দিকে।
২৬ মিনিট আগেবিশ্বকাপ, কোপা আমেরিকা, প্রীতি ম্যাচ—যে কোনো ম্যাচেই ব্রাজিল-আর্জেন্টিনা মুখোমুখি হলে সেটা ভিন্ন একটা মাত্রা পায়। ভক্ত-সমর্থকেরাও অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন এই দুই দলের ম্যাচ দেখতে। কিন্তু এবার সব কিছুতে পানি ঢেলে দিল কলম্বিয়া।
১ ঘণ্টা আগেখেলাধুলা তাঁর অস্থিমজ্জায়। বাবা একসময় ফুটবলার ছিলেন, এখন ফুটবল সংগঠক। ছোট বোন আফঈদা খন্দকার বাংলাদেশ নারী ফুটবল দলের অধিনায়ক। বাবা ও ছোট বোনকে দেখে ফুটবলার হওয়ার স্বপ্নই দেখেছিলেন আফরা খন্দকার। স্বপ্নটা ধূলিসাৎ হয়ে যায় দ্রুতই। তবে সেই আক্ষেপ পেছনে ফেলে আফরা এখন আলো ছড়াচ্ছেন বক্সিংয়ের রিং।
২ ঘণ্টা আগে