Ajker Patrika

আর্জেন্টিনা ছেড়ে কি তাহলে রিয়ালে যাচ্ছেন স্কালোনি

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৮ নভেম্বর ২০২৩, ১৬: ০০
Thumbnail image

লিওনেল স্কালোনি যে আগে ক্লাব ফুটবলের দায়িত্বে কখনো ছিলেন না, তা নয়। ৬-৭ বছর আগে সেভিয়ার অ্যাসিস্ট্যান্ট কোচের দায়িত্বে ছিলেন। এবার ক্লাব ফুটবলে স্থায়ী কোচ হওয়ার সম্ভাবনা রয়েছে স্কালোনির।

ক্লাব ফুটবলের কোচ হলে স্কালোনির রিয়াল মাদ্রিদের কোচ হওয়ার সম্ভাবনা রয়েছে। ডবল আমারিলার বরাত দিয়ে আর্জেন্টিনার সংবাদমাধ্যম মুন্দো আলবিসেলেস্তে জানিয়েছে, কোচ হিসেবে পেতে এরই মধ্যে স্কালোনির সঙ্গে প্রাথমিক আলোচনা সেরে রেখেছে রিয়াল মাদ্রিদ। অন্যদিকে আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছাড়তে পারেন কার্লো আনচেলত্তি-এমন গুঞ্জন শোনা যাচ্ছে গত কয়েক মাস ধরে। আনচেলত্তির পরিবর্তে স্কালোনিতে দেখা যেতে পারে রিয়ালের ডাগআউটে।

২০১৮ বিশ্বকাপে আর্জেন্টিনা গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর কোচের দায়িত্ব নিয়েছিলেন স্কালোনি। লিওনেল মেসি, এমিলিয়ানো মার্তিনেজ, আনহেল দি মারিয়াদের মতো তারকাদের এক সুতোয় গেঁথেছিলেন। তাঁর অধীনে আর্জেন্টিনা তিনটি মেজর শিরোপা জিতেছে আর্জেন্টিনা। ২০২১ কোপা আমেরিকা জিতে ২৮ বছরের শিরোপাখরা ঘুচিয়েছে আর্জেন্টিনা। তারপর ২০২২ ফিনালিসিমা জিতেছে আলবিসেলেস্তেরা। আর ২০২২ ফুটবল বিশ্বকাপ জিতে ৩৬ বছরের বিশ্বকাপ খরা ঘুচে গেল আর্জেন্টিনার। আর সর্বশেষ ব্রাজিলের বিপক্ষে সংঘাতপূর্ণ ম্যাচের পর স্কালোনি দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘আর্জেন্টিনার এমন এক কোচ প্রয়োজন যার সম্ভাব্য সব রকম প্রেরণা আছে এবং তিনি...আমার এখন বলটা থামিয়ে চিন্তা করতে হবে। এ সময়ে আমার অনেক কিছুই ভাবতে হবে। এই খেলোয়াড়েরা কোচিং স্টাফকে অনেক কিছু দিয়েছে। আমি কি করতে যাচ্ছি সেটা নিয়ে ভাবতে হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত