Ajker Patrika

করোনায় এলোমেলো রিয়াল মাদ্রিদ 

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১২: ২৭
করোনায় এলোমেলো রিয়াল মাদ্রিদ 

নতুন ধরন ওমিক্রন শনাক্তের পর ইউরোপে ফের হু হু করে বাড়ছে করোনায় আক্রান্তের সংখ্যা। দুই দিন আগে ম্যানচেস্টার ইউনাইটেডের একাধিক ফুটবলার ও সাপোর্ট স্টাফ করোনায় আক্রান্ত হয়েছিলেন। পরে ব্রেন্টফোর্ডের সঙ্গে তাদের ম্যাচ স্থগিত করা হয়। তবে এখন পর্যন্ত ইউরোপিয়ান ফুটবলে করোনার সবচেয়ে বড় ভুক্তভোগী বোধ হয় হতে চলেছে রিয়াল মাদ্রিদ। 

পরশুই স্প্যানিশ পরাশক্তিদের দুই তারকা লুকা মদরিচ ও মার্সেলোর আক্রান্তের খবর জানা গিয়েছিল। মদরিচ ও মার্সেলোর করোনা পজেটিভ আসার পর দলের অন্যান্য খেলোয়াড় ও কোচিং স্টাফদের করোনা পরীক্ষা করা হয়েছিল। 

করোনা পরীক্ষায় মদরিচ-মার্সেলোর পর গ্যারেথ বেল, মার্কো আসেনসিও, আন্দ্রি লুনিন ও রদ্রিগো গোয়েসের শরীরে মিলেছে ভাইরাসটির অস্তিত্ব। বাদ যাননি প্রধান কোচ কার্লো আনচেলত্তির ছেলে এবং দলের সহকারী কোচ ডেভিড আনচেলত্তিও। সব মিলিয়ে ৭ সদস্যের আক্রান্তের খবরে গতকাল অনুশীলন বাতিল করেছে রিয়াল।

রিয়ালের ৪ ফুটবলারের করোনা আক্রান্তের খবরে মাদ্রিদের স্ব্যাস্থমন্ত্রী স্প্যানিশ সংবাদমাধ্যমে বলেছেন, ‘যেহেতু তাঁরা করোনার টিকা নিয়েছেন, করোনা নেগেটিভ এলেই তাঁরা খেলতে পারবেন, কোয়ারেন্টিনে থাকতে হবে না।’ একই সঙ্গে লা লিগার প্রোটোকল অনুযায়ী রিয়াল চাইলে কাদিজের বিপক্ষে তাদের ম্যাচ স্থগিতের অনুরোধ করতে পারে, যদি তাদের দলে ন্যূনতম একজন গোলরক্ষকসহ ১৩ জন খেলোয়াড়ও না হয়। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত