ক্রীড়া ডেস্ক
প্রায় দুই দশক ধরে ফুটবলে রাজত্ব করছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ক্যারিয়ারের সেরা ফর্ম ফেলে এখন অবশ্য গোধূলি লগ্নে। তবুও তাঁদের নিয়ে আলোচনা-সমালোচনার শেষে নেই। প্রায়ই দুজনের শ্রেষ্ঠত্বে কে এগিয়ে তা নিয়ে হার হামেশাই বিতর্ক চলে।
দুই মহাতারকার বিতর্কে সাবেক-বর্তমান অনেকেই পক্ষে-বিপক্ষে মত দিয়েছেন। বাদ গেলেন না আর্লিং হালান্ডও। তবে নরওয়েজীয় স্ট্রাইকারের পক্ষ নেওয়ার বিষয়টা একটু অন্য রকম। মেসির পরিবর্তে রোনালদোকে বেছে নিয়েছেন ম্যানচেস্টার সিটি তারকা।
ফাইভ নামে এক ইউটিউব চ্যানেল হালান্ডের কাছে জানতে চেয়েছিল মেসির বাঁ পা নাকি রোনালদোর ডান পা পছন্দ। এর জবাবে সিটি তারকা বলেছেন, ‘এটার উত্তর দেওয়া খুব কঠিন। তবে আমার যেহেতু দুর্দান্ত এক বাঁ পা রয়েছে তাই রোনালদোর ডান পা বেছে নেব।’
এমন ক্ষেত্রে হালান্ডের উত্তরটাই ঠিক। কেননা আমরা সকলে চাই, যা আমাদের কাছে নাই সেটাই পেতে। মেসির মতো হালান্ডও বাঁ পায়ের খেলোয়াড় হওয়ায় তাই ডান পায়ের অভাব অনুভব করছেন তিনি। অবশ্য এক পায়েই যা করছেন তাতেই রেকর্ডের পাতা উল্টে পাল্টে যাচ্ছে। দুই পায়ে সমান হলে তো প্রতিপক্ষের ডিফেন্ডারদের অবস্থা আরও কাহিল হবে।
রোনালদো-মেসির বিদায়ের পর কিলিয়ান এমবাপ্পের সঙ্গে হালান্ডকে আগামীর তারকা বলা হচ্ছে। দুই তারকার অবর্তমানে ক্রীড়ামোদীদের স্মরণীয় মুহূর্ত এনে দেওয়ার সঠিক পথেও রয়েছেন তিনি। এ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া ২২ বছর বয়সী তারকা সব মিলিয়ে ৫১ ম্যাচে ৫২ গোল করেছেন। সঙ্গে ৯ গোলে সহায়তাও করেছেন সিটি স্ট্রাইকার।
প্রায় দুই দশক ধরে ফুটবলে রাজত্ব করছেন ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। ক্যারিয়ারের সেরা ফর্ম ফেলে এখন অবশ্য গোধূলি লগ্নে। তবুও তাঁদের নিয়ে আলোচনা-সমালোচনার শেষে নেই। প্রায়ই দুজনের শ্রেষ্ঠত্বে কে এগিয়ে তা নিয়ে হার হামেশাই বিতর্ক চলে।
দুই মহাতারকার বিতর্কে সাবেক-বর্তমান অনেকেই পক্ষে-বিপক্ষে মত দিয়েছেন। বাদ গেলেন না আর্লিং হালান্ডও। তবে নরওয়েজীয় স্ট্রাইকারের পক্ষ নেওয়ার বিষয়টা একটু অন্য রকম। মেসির পরিবর্তে রোনালদোকে বেছে নিয়েছেন ম্যানচেস্টার সিটি তারকা।
ফাইভ নামে এক ইউটিউব চ্যানেল হালান্ডের কাছে জানতে চেয়েছিল মেসির বাঁ পা নাকি রোনালদোর ডান পা পছন্দ। এর জবাবে সিটি তারকা বলেছেন, ‘এটার উত্তর দেওয়া খুব কঠিন। তবে আমার যেহেতু দুর্দান্ত এক বাঁ পা রয়েছে তাই রোনালদোর ডান পা বেছে নেব।’
এমন ক্ষেত্রে হালান্ডের উত্তরটাই ঠিক। কেননা আমরা সকলে চাই, যা আমাদের কাছে নাই সেটাই পেতে। মেসির মতো হালান্ডও বাঁ পায়ের খেলোয়াড় হওয়ায় তাই ডান পায়ের অভাব অনুভব করছেন তিনি। অবশ্য এক পায়েই যা করছেন তাতেই রেকর্ডের পাতা উল্টে পাল্টে যাচ্ছে। দুই পায়ে সমান হলে তো প্রতিপক্ষের ডিফেন্ডারদের অবস্থা আরও কাহিল হবে।
রোনালদো-মেসির বিদায়ের পর কিলিয়ান এমবাপ্পের সঙ্গে হালান্ডকে আগামীর তারকা বলা হচ্ছে। দুই তারকার অবর্তমানে ক্রীড়ামোদীদের স্মরণীয় মুহূর্ত এনে দেওয়ার সঠিক পথেও রয়েছেন তিনি। এ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের সর্বোচ্চ গোলের রেকর্ড গড়া ২২ বছর বয়সী তারকা সব মিলিয়ে ৫১ ম্যাচে ৫২ গোল করেছেন। সঙ্গে ৯ গোলে সহায়তাও করেছেন সিটি স্ট্রাইকার।
বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের লাইনআপ। প্রথম কোয়ালিফায়ারে লিগ টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে লিগ টেবিলের দুয়ে থাকা চিটাগং কিংস। আর লিগ টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স খেলবে এলিমিনেটরে। আগামীকালই দিনে এলিমিনেটর ও রাতে প্রথম কোয়াল
৩ ঘণ্টা আগেশেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
৪ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৯ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৯ ঘণ্টা আগে