Ajker Patrika

ক্লাব বিক্রি করতে পারবেন না চেলসির রুশ মালিক 

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

কদিন আগে চেলসিকে বিক্রির ঘোষণা দেন ক্লাবটির মালিক রোমান আব্রামোভিচ। তবে চাইলেই এখন বিক্রি করতে পারবেন না রুশ ধনকুবের। চেলসিসহ যুক্তরাজ্যে থাকা আব্রামোভিচের সম্পদের লেনদেন স্থগিত ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। আজ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে যুক্তরাজ্য সরকার। 

শুধু সম্পত্তি লেনদেন না করেই পার পাচ্ছেন না আব্রামোভিচ। একই সঙ্গে তাঁর ওপর ভ্রমণ-নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। গত সপ্তাতে চেলসি বিক্রির ঘোষণা দিয়েছিলেন আব্রামোভিচ। বিক্রির আগে প্রথমে ক্লাবের দায়িত্ব ছাড়েন তিনি। 

চেলসির ইউরোপের অন্যতম সেরা ক্লাব হয়ে ওঠা আব্রামোভিচের হাত ধরেই। তাঁর সময়ে ইংলিশ ক্লাবটির ট্রফি শোকেস ভারী হয়েছে। ঘন ঘন কোচ ছাঁটাইয়ের বদনাম থাকলেও শিরোপা জেতার ভাগ্যও ভালোই এই রুশ ধনকুবেরের। গত মৌসুমে থমাস টুখেলকে কোচ করে এনে পাঁচ মাসের কম সময়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল চেলসি। 

আব্রামোভিচের সময়ে চেলসি নামের সঙ্গে এমন আরও অনেক সাফল্যেই যোগ হয়েছে। ২০০৩ সালে চেলসির মালিকানা কিনেছিলেন তিনি। এবার সেটি বিক্রি করতে চেয়েও নিষেধাজ্ঞায় পড়লেন আব্রামোভিচ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত