কদিন আগে চেলসিকে বিক্রির ঘোষণা দেন ক্লাবটির মালিক রোমান আব্রামোভিচ। তবে চাইলেই এখন বিক্রি করতে পারবেন না রুশ ধনকুবের। চেলসিসহ যুক্তরাজ্যে থাকা আব্রামোভিচের সম্পদের লেনদেন স্থগিত ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। আজ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে যুক্তরাজ্য সরকার।
শুধু সম্পত্তি লেনদেন না করেই পার পাচ্ছেন না আব্রামোভিচ। একই সঙ্গে তাঁর ওপর ভ্রমণ-নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। গত সপ্তাতে চেলসি বিক্রির ঘোষণা দিয়েছিলেন আব্রামোভিচ। বিক্রির আগে প্রথমে ক্লাবের দায়িত্ব ছাড়েন তিনি।
চেলসির ইউরোপের অন্যতম সেরা ক্লাব হয়ে ওঠা আব্রামোভিচের হাত ধরেই। তাঁর সময়ে ইংলিশ ক্লাবটির ট্রফি শোকেস ভারী হয়েছে। ঘন ঘন কোচ ছাঁটাইয়ের বদনাম থাকলেও শিরোপা জেতার ভাগ্যও ভালোই এই রুশ ধনকুবেরের। গত মৌসুমে থমাস টুখেলকে কোচ করে এনে পাঁচ মাসের কম সময়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল চেলসি।
আব্রামোভিচের সময়ে চেলসি নামের সঙ্গে এমন আরও অনেক সাফল্যেই যোগ হয়েছে। ২০০৩ সালে চেলসির মালিকানা কিনেছিলেন তিনি। এবার সেটি বিক্রি করতে চেয়েও নিষেধাজ্ঞায় পড়লেন আব্রামোভিচ।
কদিন আগে চেলসিকে বিক্রির ঘোষণা দেন ক্লাবটির মালিক রোমান আব্রামোভিচ। তবে চাইলেই এখন বিক্রি করতে পারবেন না রুশ ধনকুবের। চেলসিসহ যুক্তরাজ্যে থাকা আব্রামোভিচের সম্পদের লেনদেন স্থগিত ঘোষণা করেছে যুক্তরাজ্য সরকার। আজ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে যুক্তরাজ্য সরকার।
শুধু সম্পত্তি লেনদেন না করেই পার পাচ্ছেন না আব্রামোভিচ। একই সঙ্গে তাঁর ওপর ভ্রমণ-নিষেধাজ্ঞাও দেওয়া হয়েছে। গত সপ্তাতে চেলসি বিক্রির ঘোষণা দিয়েছিলেন আব্রামোভিচ। বিক্রির আগে প্রথমে ক্লাবের দায়িত্ব ছাড়েন তিনি।
চেলসির ইউরোপের অন্যতম সেরা ক্লাব হয়ে ওঠা আব্রামোভিচের হাত ধরেই। তাঁর সময়ে ইংলিশ ক্লাবটির ট্রফি শোকেস ভারী হয়েছে। ঘন ঘন কোচ ছাঁটাইয়ের বদনাম থাকলেও শিরোপা জেতার ভাগ্যও ভালোই এই রুশ ধনকুবেরের। গত মৌসুমে থমাস টুখেলকে কোচ করে এনে পাঁচ মাসের কম সময়ে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল চেলসি।
আব্রামোভিচের সময়ে চেলসি নামের সঙ্গে এমন আরও অনেক সাফল্যেই যোগ হয়েছে। ২০০৩ সালে চেলসির মালিকানা কিনেছিলেন তিনি। এবার সেটি বিক্রি করতে চেয়েও নিষেধাজ্ঞায় পড়লেন আব্রামোভিচ।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৪ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
৫ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৬ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
৭ ঘণ্টা আগে