ক্রীড়া ডেস্ক
ঢাকা: পুরো ম্যাচে ৬৬ শতাংশ বলের দখল রেখেও পর্তুগালের বিপক্ষে ম্যাচ ড্র করেছে স্পেন। ম্যাচে কমপক্ষে তিনটি সুযোগ কাজে লাগাতে পারেননি স্ট্রাইকার আলভারো মোরাতা। গ্যালারি থেকে তাই থেমে থেমে ভেসে এসেছে, ‘মোরাতা, তুমি এত খারাপ!’
করোনা বিরতির পর প্রথমবার দর্শক ফিরেছে স্পেনে। কাল আতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় ১৫০০০ দর্শকের উপস্থিতিতে ইউরোর প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল স্পেন-পর্তুগাল। তবে দর্শক ফেরাটা খুব একটা সুখকর হয়নি দুই দলের জন্য! ম্যাচ চলার সময় দর্শকের ‘দুয়ো’ শুনতে হয়েছে স্পেনের ঘরের ছেলে মোরাতাকে। দর্শকের ‘দুয়ো’ থেকে রক্ষা পাননি ক্রিস্টিয়ানো রোনালদোও।
ম্যাচের আগেও দলের সঙ্গে রোনালদো যখন অনুশীলন করছিলেন, তখনো সমর্থকদের রোষের শিকার হয়েছেন পর্তুগিজ তারকা। তবে দর্শকের ‘দুয়ো’ সবচেয়ে বেশি গেছে স্পেন স্ট্রাইকার মোরাতার ওপর দিয়ে। ম্যাচের ৫০তম মিনিটে স্পেনের হয়ে প্রথম সুযোগ পান মোরাতা। গোলরক্ষক বরাবর দুর্বল শট নিয়ে হতাশ করেন জুভেন্টাস স্ট্রাইকার। এর ৪ মিনিট পর ডি–বক্সের ভেতর থেকে নেওয়া শটটিও লক্ষ্যভ্রষ্ট।
গোলশূন্য ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আবারও গোলবার খুঁজে পেতে ব্যর্থ মোরাতা। বল ক্রসবারে লেগে ফিরে আসে। বারবার ব্যর্থ মোরাতার দিকে দুয়ো ছুড়ে দেন সমর্থকেরা। ম্যাচ শেষে অবশ্য কোচ লুইস এনরিকের সমর্থন পেয়েছেন, ‘এটা খুবই দুঃখজনক যে দর্শকেরা খেলোয়াড়দের লক্ষ্য করেছে। সে (মোরাতা) এটা নিয়ে খুব হতাশ হয়েছে। সে চেষ্টা করেছে, কিন্তু আজ ভাগ্য তার সহায় ছিল না। না হলে বলটা ওভাবে ক্রসবারে লেগে ফেরত আসে না।’
ম্যাচ শেষে ক্ষোভও ঝরেছে এনরিকের কণ্ঠে, আমরা সবাই মাঠে দর্শক ফেরার অপেক্ষায় ছিলাম। তবে ম্যাচের যা হয়েছে সেটা অপ্রত্যাশিত। জাতীয় দল যখন ইউরোর জন্য প্রস্তুত হচ্ছে, তখন আপনি (দর্শকেরা) এসব করছেন?
ঢাকা: পুরো ম্যাচে ৬৬ শতাংশ বলের দখল রেখেও পর্তুগালের বিপক্ষে ম্যাচ ড্র করেছে স্পেন। ম্যাচে কমপক্ষে তিনটি সুযোগ কাজে লাগাতে পারেননি স্ট্রাইকার আলভারো মোরাতা। গ্যালারি থেকে তাই থেমে থেমে ভেসে এসেছে, ‘মোরাতা, তুমি এত খারাপ!’
করোনা বিরতির পর প্রথমবার দর্শক ফিরেছে স্পেনে। কাল আতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় ১৫০০০ দর্শকের উপস্থিতিতে ইউরোর প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল স্পেন-পর্তুগাল। তবে দর্শক ফেরাটা খুব একটা সুখকর হয়নি দুই দলের জন্য! ম্যাচ চলার সময় দর্শকের ‘দুয়ো’ শুনতে হয়েছে স্পেনের ঘরের ছেলে মোরাতাকে। দর্শকের ‘দুয়ো’ থেকে রক্ষা পাননি ক্রিস্টিয়ানো রোনালদোও।
ম্যাচের আগেও দলের সঙ্গে রোনালদো যখন অনুশীলন করছিলেন, তখনো সমর্থকদের রোষের শিকার হয়েছেন পর্তুগিজ তারকা। তবে দর্শকের ‘দুয়ো’ সবচেয়ে বেশি গেছে স্পেন স্ট্রাইকার মোরাতার ওপর দিয়ে। ম্যাচের ৫০তম মিনিটে স্পেনের হয়ে প্রথম সুযোগ পান মোরাতা। গোলরক্ষক বরাবর দুর্বল শট নিয়ে হতাশ করেন জুভেন্টাস স্ট্রাইকার। এর ৪ মিনিট পর ডি–বক্সের ভেতর থেকে নেওয়া শটটিও লক্ষ্যভ্রষ্ট।
গোলশূন্য ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আবারও গোলবার খুঁজে পেতে ব্যর্থ মোরাতা। বল ক্রসবারে লেগে ফিরে আসে। বারবার ব্যর্থ মোরাতার দিকে দুয়ো ছুড়ে দেন সমর্থকেরা। ম্যাচ শেষে অবশ্য কোচ লুইস এনরিকের সমর্থন পেয়েছেন, ‘এটা খুবই দুঃখজনক যে দর্শকেরা খেলোয়াড়দের লক্ষ্য করেছে। সে (মোরাতা) এটা নিয়ে খুব হতাশ হয়েছে। সে চেষ্টা করেছে, কিন্তু আজ ভাগ্য তার সহায় ছিল না। না হলে বলটা ওভাবে ক্রসবারে লেগে ফেরত আসে না।’
ম্যাচ শেষে ক্ষোভও ঝরেছে এনরিকের কণ্ঠে, আমরা সবাই মাঠে দর্শক ফেরার অপেক্ষায় ছিলাম। তবে ম্যাচের যা হয়েছে সেটা অপ্রত্যাশিত। জাতীয় দল যখন ইউরোর জন্য প্রস্তুত হচ্ছে, তখন আপনি (দর্শকেরা) এসব করছেন?
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৪ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৮ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
২০ ঘণ্টা আগে