ঢাকা: পুরো ম্যাচে ৬৬ শতাংশ বলের দখল রেখেও পর্তুগালের বিপক্ষে ম্যাচ ড্র করেছে স্পেন। ম্যাচে কমপক্ষে তিনটি সুযোগ কাজে লাগাতে পারেননি স্ট্রাইকার আলভারো মোরাতা। গ্যালারি থেকে তাই থেমে থেমে ভেসে এসেছে, ‘মোরাতা, তুমি এত খারাপ!’
করোনা বিরতির পর প্রথমবার দর্শক ফিরেছে স্পেনে। কাল আতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় ১৫০০০ দর্শকের উপস্থিতিতে ইউরোর প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল স্পেন-পর্তুগাল। তবে দর্শক ফেরাটা খুব একটা সুখকর হয়নি দুই দলের জন্য! ম্যাচ চলার সময় দর্শকের ‘দুয়ো’ শুনতে হয়েছে স্পেনের ঘরের ছেলে মোরাতাকে। দর্শকের ‘দুয়ো’ থেকে রক্ষা পাননি ক্রিস্টিয়ানো রোনালদোও।
ম্যাচের আগেও দলের সঙ্গে রোনালদো যখন অনুশীলন করছিলেন, তখনো সমর্থকদের রোষের শিকার হয়েছেন পর্তুগিজ তারকা। তবে দর্শকের ‘দুয়ো’ সবচেয়ে বেশি গেছে স্পেন স্ট্রাইকার মোরাতার ওপর দিয়ে। ম্যাচের ৫০তম মিনিটে স্পেনের হয়ে প্রথম সুযোগ পান মোরাতা। গোলরক্ষক বরাবর দুর্বল শট নিয়ে হতাশ করেন জুভেন্টাস স্ট্রাইকার। এর ৪ মিনিট পর ডি–বক্সের ভেতর থেকে নেওয়া শটটিও লক্ষ্যভ্রষ্ট।
গোলশূন্য ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আবারও গোলবার খুঁজে পেতে ব্যর্থ মোরাতা। বল ক্রসবারে লেগে ফিরে আসে। বারবার ব্যর্থ মোরাতার দিকে দুয়ো ছুড়ে দেন সমর্থকেরা। ম্যাচ শেষে অবশ্য কোচ লুইস এনরিকের সমর্থন পেয়েছেন, ‘এটা খুবই দুঃখজনক যে দর্শকেরা খেলোয়াড়দের লক্ষ্য করেছে। সে (মোরাতা) এটা নিয়ে খুব হতাশ হয়েছে। সে চেষ্টা করেছে, কিন্তু আজ ভাগ্য তার সহায় ছিল না। না হলে বলটা ওভাবে ক্রসবারে লেগে ফেরত আসে না।’
ম্যাচ শেষে ক্ষোভও ঝরেছে এনরিকের কণ্ঠে, আমরা সবাই মাঠে দর্শক ফেরার অপেক্ষায় ছিলাম। তবে ম্যাচের যা হয়েছে সেটা অপ্রত্যাশিত। জাতীয় দল যখন ইউরোর জন্য প্রস্তুত হচ্ছে, তখন আপনি (দর্শকেরা) এসব করছেন?
ঢাকা: পুরো ম্যাচে ৬৬ শতাংশ বলের দখল রেখেও পর্তুগালের বিপক্ষে ম্যাচ ড্র করেছে স্পেন। ম্যাচে কমপক্ষে তিনটি সুযোগ কাজে লাগাতে পারেননি স্ট্রাইকার আলভারো মোরাতা। গ্যালারি থেকে তাই থেমে থেমে ভেসে এসেছে, ‘মোরাতা, তুমি এত খারাপ!’
করোনা বিরতির পর প্রথমবার দর্শক ফিরেছে স্পেনে। কাল আতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোয় ১৫০০০ দর্শকের উপস্থিতিতে ইউরোর প্রীতি ম্যাচ খেলতে নেমেছিল স্পেন-পর্তুগাল। তবে দর্শক ফেরাটা খুব একটা সুখকর হয়নি দুই দলের জন্য! ম্যাচ চলার সময় দর্শকের ‘দুয়ো’ শুনতে হয়েছে স্পেনের ঘরের ছেলে মোরাতাকে। দর্শকের ‘দুয়ো’ থেকে রক্ষা পাননি ক্রিস্টিয়ানো রোনালদোও।
ম্যাচের আগেও দলের সঙ্গে রোনালদো যখন অনুশীলন করছিলেন, তখনো সমর্থকদের রোষের শিকার হয়েছেন পর্তুগিজ তারকা। তবে দর্শকের ‘দুয়ো’ সবচেয়ে বেশি গেছে স্পেন স্ট্রাইকার মোরাতার ওপর দিয়ে। ম্যাচের ৫০তম মিনিটে স্পেনের হয়ে প্রথম সুযোগ পান মোরাতা। গোলরক্ষক বরাবর দুর্বল শট নিয়ে হতাশ করেন জুভেন্টাস স্ট্রাইকার। এর ৪ মিনিট পর ডি–বক্সের ভেতর থেকে নেওয়া শটটিও লক্ষ্যভ্রষ্ট।
গোলশূন্য ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। আবারও গোলবার খুঁজে পেতে ব্যর্থ মোরাতা। বল ক্রসবারে লেগে ফিরে আসে। বারবার ব্যর্থ মোরাতার দিকে দুয়ো ছুড়ে দেন সমর্থকেরা। ম্যাচ শেষে অবশ্য কোচ লুইস এনরিকের সমর্থন পেয়েছেন, ‘এটা খুবই দুঃখজনক যে দর্শকেরা খেলোয়াড়দের লক্ষ্য করেছে। সে (মোরাতা) এটা নিয়ে খুব হতাশ হয়েছে। সে চেষ্টা করেছে, কিন্তু আজ ভাগ্য তার সহায় ছিল না। না হলে বলটা ওভাবে ক্রসবারে লেগে ফেরত আসে না।’
ম্যাচ শেষে ক্ষোভও ঝরেছে এনরিকের কণ্ঠে, আমরা সবাই মাঠে দর্শক ফেরার অপেক্ষায় ছিলাম। তবে ম্যাচের যা হয়েছে সেটা অপ্রত্যাশিত। জাতীয় দল যখন ইউরোর জন্য প্রস্তুত হচ্ছে, তখন আপনি (দর্শকেরা) এসব করছেন?
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে