ম্যানচেস্টার ইউনাইটেডের শুরুর একাদশে ক্রিশ্চিয়ানো রোনালদো আর নিয়মিত নন। তবে দল যখন একে একে ৬টি গোল হজম করে ধুঁকছে, তখন রোনালদোর মতো একজন বিশ্বসেরা ফুটবলারকে বেঞ্চে বসিয়ে রাখলে অনেক প্রশ্নই আসতে পারে। গতকাল ম্যানচেস্টার ডার্বিতে বিধ্বস্ত হওয়ার পর ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগকে ঠিকই এসব প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।
তবে সিআর–সেভেনকে মাঠ না নামানোয় যা–না আলোচনা হচ্ছে, এর চেয়ে বেশি কথা হচ্ছে টেন হ্যাগের ব্যাখ্যা নিয়ে।
ইউনাইটেড কোচ বলেন, ‘ক্রিশ্চিয়ানোকে নামাইনি তার প্রতি ও তার দুর্দান্ত ক্যারিয়ারের প্রতি সম্মান দেখিয়ে। আরেকটা সুবিধা নিতে চেয়েছি, অ্যানথনি মার্শালের মাঠে সময় কাটানোর প্রয়োজন ছিল। সে নেমে দুটি গোল করেছে।’
মার্শালের গোল ব্যবধান কমিয়েছে ঠিকই; কিন্তু তাতে দল হার এড়াতে পারেনি। তবে হারের জন্য ডাচ কোচ দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাসকে দায়ী করছেন, ‘ব্যাপারটি খুবই সাধারণ, আত্মবিশ্বাসের অভাবে এমনটা হয়েছে। কোন দল যখন মাঠে নিজেদের ওপর আত্মিবশ্বাস রাখে না, তখন তারা ম্যাচ জিততে পারে না। এটা খুবই অগ্রহণযোগ্য। আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। এর জন্য মূল্যও দিয়েছি। এমনটাই হয়েছে আজ।’
ম্যানচেস্টার ইউনাইটেডের শুরুর একাদশে ক্রিশ্চিয়ানো রোনালদো আর নিয়মিত নন। তবে দল যখন একে একে ৬টি গোল হজম করে ধুঁকছে, তখন রোনালদোর মতো একজন বিশ্বসেরা ফুটবলারকে বেঞ্চে বসিয়ে রাখলে অনেক প্রশ্নই আসতে পারে। গতকাল ম্যানচেস্টার ডার্বিতে বিধ্বস্ত হওয়ার পর ইউনাইটেড কোচ এরিক টেন হ্যাগকে ঠিকই এসব প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে।
তবে সিআর–সেভেনকে মাঠ না নামানোয় যা–না আলোচনা হচ্ছে, এর চেয়ে বেশি কথা হচ্ছে টেন হ্যাগের ব্যাখ্যা নিয়ে।
ইউনাইটেড কোচ বলেন, ‘ক্রিশ্চিয়ানোকে নামাইনি তার প্রতি ও তার দুর্দান্ত ক্যারিয়ারের প্রতি সম্মান দেখিয়ে। আরেকটা সুবিধা নিতে চেয়েছি, অ্যানথনি মার্শালের মাঠে সময় কাটানোর প্রয়োজন ছিল। সে নেমে দুটি গোল করেছে।’
মার্শালের গোল ব্যবধান কমিয়েছে ঠিকই; কিন্তু তাতে দল হার এড়াতে পারেনি। তবে হারের জন্য ডাচ কোচ দলের খেলোয়াড়দের আত্মবিশ্বাসকে দায়ী করছেন, ‘ব্যাপারটি খুবই সাধারণ, আত্মবিশ্বাসের অভাবে এমনটা হয়েছে। কোন দল যখন মাঠে নিজেদের ওপর আত্মিবশ্বাস রাখে না, তখন তারা ম্যাচ জিততে পারে না। এটা খুবই অগ্রহণযোগ্য। আমরা পরিকল্পনা অনুযায়ী খেলতে পারিনি। এর জন্য মূল্যও দিয়েছি। এমনটাই হয়েছে আজ।’
অচেনা দেশ, আসার আগে তাই পরিবার থেকেও পেয়েছিলেন সতর্কবার্তা। কিন্তু পা রাখার পর সবকিছুই যেন আপন মনে হচ্ছে সাঈদ খোদারাহমির। ইরানি এই কোচের হাত ধরে অচেনা ফুটসালকেও আপন করে নিতে চায় বাংলাদেশ।
৫ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে দীর্ঘ দিন কাজ করেছেন মিনহাজুল আবেদীন নান্নু। প্রশংসার চেয়ে সমালোচিতই বেশি হয়েছেন প্রধান নির্বাচক হিসেবে। নান্নু এখন কাজ করছেন বিসিবির হেড অব প্রোগ্রাম হিসেবে। এশিয়া কাপ, বিশ্বকাপে খেলার আগে তিনি বিসিবিকে কিছু পরামর্শ দিয়েছেন।
৭ ঘণ্টা আগেখেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
৯ ঘণ্টা আগেঘরের মাঠে দ্বিপক্ষীয় সিরিজে ভালো করলেও বাংলাদেশের বড় টুর্নামেন্টে হোঁচট খাওয়ার গল্পটা খুবই পরিচিত। নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, তানজিদ হাসান তামিমদের গত কয়েক বছর ধরে আইসিসি ইভেন্ট ও এশিয়া কাপে ভরাডুবি হচ্ছে নিয়মিত। মিনহাজুল আবেদীন নান্নু এখন ঘরের মাঠে ভালো উইকেটের দিকে জোর দিচ্ছেন।
৯ ঘণ্টা আগে