মেক্সিকান ফুটবলে একটা যুগের সমাপ্তি হতে যাচ্ছে। কোপা আমেরিকার দলে মেক্সিকোর স্কোয়াডে গিয়ের্মো ওচোয়ার জায়গা না হওয়াতে। বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা এই গোলরক্ষককে ছাড়াই গতকাল ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে মেক্সিকো।
শুধু ওচোয়া নন, মেক্সিকোর কোচ হাইমো লোজানোর এই স্কোয়াডে জায়গা হয়নি দুই অভিজ্ঞ ফরোয়ার্ড রাউল হিমিনেজ এবং হারভিং লোজানোরও। দীর্ঘ ২০ বছর ধরে মেক্সিকোর গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরী ওচোয়া। আর বিশ্বকাপে খেলা মানেই পারফরম্যান্সে প্রতিটি টুর্নামেন্টে নিজেকে ছাড়িয়ে যাওয়ার গল্প। সর্বশেষ বিশ্বকাপেও রবার্ট লেভানডফস্কির পেনাল্টি ঠেকিয়ে নায়ক হয়েছিলেন ওচোয়া। মেক্সিকো আর ওচোয়া একে অপরের সমর্থক হয়ে যান।
২০০৬ বিশ্বকাপে নিজেকে চেনানো ওচোয়া সব মিলিয়ে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন। তবে কোনোবারই শ্রেষ্ঠত্বের ট্রফিটা স্পর্শ করার সুযোগ পাননি। ২০০৪ সালে জাতীয় দলের হয়ে ক্যারিয়ার শুরু করা ৩৯ বছর বয়সী গোলরক্ষক সব মিলিয়ে ১৫০ ম্যাচ খেলেছেন। অন্যদিকে ৩৩ বছরের হিমিনেজ খেলেছেন ১০৪ ম্যাচ। গোল করেছেন ৩৩টি। আর বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন তিনটি। অন্যদিকে ২টি বিশ্বকাপ খেলা লোজানো ৭০ ম্যাচ খেলে করেছেন ১৮ গোল।
তিন অভিজ্ঞ ফুটবলারকে বাদ দিয়ে তরুণ ফুটবলারের ওপর আস্থা রাখছেন কোচ লোজানো। প্রাথমিক স্কোয়াডে অনূর্ধ্ব-২৩ দলের ১০ জন ফুটবলারকে দলে নিয়েছেন তিনি। এই তালিকা থেকেই পরে ২৩ দলের স্কোয়াড ঘোষণা করবে মেক্সিকো। ২১ জুন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় ‘বি’ গ্রুপে আছে মেক্সিকো। তাদের গ্রুপ সঙ্গী—ইকুয়েডর, ভেনেজুয়েলা ও জ্যামাইকা। ২৩ জুন জ্যামাইকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা।
মেক্সিকোর কোপা আমেরিকার দল:
গোলকিপার: লুইস মালাগন, রাউল র্যানগেল, হুলিও গঞ্জালেস।
ডিফেন্ডার: হোর্হে সানচেজ, হোয়ান ভাসকুয়েজ, হোর্হে ওরোজোকো, ইসরায়েল রেয়েস, ব্রায়ান গার্সিয়া, সিজার মন্তেস, ভিক্টর গুজমান, অ্যালেক্সিস পেনা, জেরার্দো আরতেয়াগা, ব্রায়ান গঞ্জালেস।
মিডফিল্ডার: এডসন আলভারেজ, লুইস রোমো, রবার্তো আলভারদো, জর্ডান কারিল্লো, লুইস শাভেজ, আন্দ্রেস মন্তানো, এরিক সানচেজ, ওরবেলিন পিনেদা, ফার্নান্দো বেলত্রান, কার্লোস রদ্রিগেজ।
ফরোয়ার্ড: মার্সেলো ফ্লোরেস, গিলের্মো মার্তিনেজ, সিজার হুয়ের্তা, হুলিয়ান কুইনোনেস, সান্তিয়াগো হিমিনেজ, অ্যালেক্সিস ভেগা, ডিয়েগো লেইঞ্জ ও ইউরিয়েল আন্তুনা।
মেক্সিকান ফুটবলে একটা যুগের সমাপ্তি হতে যাচ্ছে। কোপা আমেরিকার দলে মেক্সিকোর স্কোয়াডে গিয়ের্মো ওচোয়ার জায়গা না হওয়াতে। বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা এই গোলরক্ষককে ছাড়াই গতকাল ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে মেক্সিকো।
শুধু ওচোয়া নন, মেক্সিকোর কোচ হাইমো লোজানোর এই স্কোয়াডে জায়গা হয়নি দুই অভিজ্ঞ ফরোয়ার্ড রাউল হিমিনেজ এবং হারভিং লোজানোরও। দীর্ঘ ২০ বছর ধরে মেক্সিকোর গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরী ওচোয়া। আর বিশ্বকাপে খেলা মানেই পারফরম্যান্সে প্রতিটি টুর্নামেন্টে নিজেকে ছাড়িয়ে যাওয়ার গল্প। সর্বশেষ বিশ্বকাপেও রবার্ট লেভানডফস্কির পেনাল্টি ঠেকিয়ে নায়ক হয়েছিলেন ওচোয়া। মেক্সিকো আর ওচোয়া একে অপরের সমর্থক হয়ে যান।
২০০৬ বিশ্বকাপে নিজেকে চেনানো ওচোয়া সব মিলিয়ে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন। তবে কোনোবারই শ্রেষ্ঠত্বের ট্রফিটা স্পর্শ করার সুযোগ পাননি। ২০০৪ সালে জাতীয় দলের হয়ে ক্যারিয়ার শুরু করা ৩৯ বছর বয়সী গোলরক্ষক সব মিলিয়ে ১৫০ ম্যাচ খেলেছেন। অন্যদিকে ৩৩ বছরের হিমিনেজ খেলেছেন ১০৪ ম্যাচ। গোল করেছেন ৩৩টি। আর বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন তিনটি। অন্যদিকে ২টি বিশ্বকাপ খেলা লোজানো ৭০ ম্যাচ খেলে করেছেন ১৮ গোল।
তিন অভিজ্ঞ ফুটবলারকে বাদ দিয়ে তরুণ ফুটবলারের ওপর আস্থা রাখছেন কোচ লোজানো। প্রাথমিক স্কোয়াডে অনূর্ধ্ব-২৩ দলের ১০ জন ফুটবলারকে দলে নিয়েছেন তিনি। এই তালিকা থেকেই পরে ২৩ দলের স্কোয়াড ঘোষণা করবে মেক্সিকো। ২১ জুন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় ‘বি’ গ্রুপে আছে মেক্সিকো। তাদের গ্রুপ সঙ্গী—ইকুয়েডর, ভেনেজুয়েলা ও জ্যামাইকা। ২৩ জুন জ্যামাইকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা।
মেক্সিকোর কোপা আমেরিকার দল:
গোলকিপার: লুইস মালাগন, রাউল র্যানগেল, হুলিও গঞ্জালেস।
ডিফেন্ডার: হোর্হে সানচেজ, হোয়ান ভাসকুয়েজ, হোর্হে ওরোজোকো, ইসরায়েল রেয়েস, ব্রায়ান গার্সিয়া, সিজার মন্তেস, ভিক্টর গুজমান, অ্যালেক্সিস পেনা, জেরার্দো আরতেয়াগা, ব্রায়ান গঞ্জালেস।
মিডফিল্ডার: এডসন আলভারেজ, লুইস রোমো, রবার্তো আলভারদো, জর্ডান কারিল্লো, লুইস শাভেজ, আন্দ্রেস মন্তানো, এরিক সানচেজ, ওরবেলিন পিনেদা, ফার্নান্দো বেলত্রান, কার্লোস রদ্রিগেজ।
ফরোয়ার্ড: মার্সেলো ফ্লোরেস, গিলের্মো মার্তিনেজ, সিজার হুয়ের্তা, হুলিয়ান কুইনোনেস, সান্তিয়াগো হিমিনেজ, অ্যালেক্সিস ভেগা, ডিয়েগো লেইঞ্জ ও ইউরিয়েল আন্তুনা।
আইপিএলে ঘরের মাঠে ছন্নছাড়া রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। বিপরীত চিত্র প্রতিপক্ষের মাঠে। ঘরের মাঠে ২ ম্যাচে বড় ব্যবধানে হারা বেঙ্গালুরু আজ পাঞ্জাব কিংসকে ৭ উইকেট হারিয়ে তুলে নিয়েছে পঞ্চম জয়। এমন জয়ের দিনে জোড়া রেকর্ডে নাম লিখিয়েছেন বিরাট কোহলি।
৩ ঘণ্টা আগেবাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে সফল কোচ সালাহ উদ্দীনকে এখন কথা বলতে হচ্ছে যথেষ্ট রক্ষণাত্মক সুরে। আজ রোববার দিনের খেলা শেষে দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা দলের সিনিয়র সহকারী কোচকে ঘুরেফিরে কথা বলতে হলো ব্যাটিং-ব্যর্থতা নিয়ে। একটা দল টেস্টে গত এক বছরে ১৮ ইনিংসের মধ্যে ৯ বারই ২০০ রানের নিচে অ
৫ ঘণ্টা আগেএএইচএফ কাপে বাংলাদেশের শুরুটা হয়েছিল দারুণ। প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দেয় পুষ্কর ক্ষিসা মিমোর দল। তবে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ইন্দোনেশিয়াকে হারাতে গিয়ে ঘাম ছুটে গেল। একপর্যায়ে মনে হচ্ছিল ড্রয়ের দিকেই এগোচ্ছে ম্যাচ। কিন্তু শেষ মিনিটে ফজলে রাব্বির গোলে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় নিয়ে...
৬ ঘণ্টা আগেবিশ্বকাপে দল সংখ্যা বাড়ানো আলোচনা উঠেছে আবারও। ২০২৬ বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ৪৮ দল। তবে ২০৩০ বিশ্বকাপে দল সংখ্যা বাড়িয়ে ৬৪ করার প্রস্তাব দিয়েছে লাতিন আমেরিকা ফুটবল কনফেডারেশন। প্রস্তাবটি বিশ্লেষণের পর্যায়ে রেখেছে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা। তবে বিশ্বকাপ ৬৪ দলের হলে আয়োজনে কোনো সমস্যা...
৭ ঘণ্টা আগে