Ajker Patrika

সেই চেলসিকে হারিয়ে লিভারপুলের ডাবল

আপডেট : ১৫ মে ২০২২, ১১: ০৩
সেই চেলসিকে হারিয়ে লিভারপুলের ডাবল

কারাবাও কাপের ফাইনালের পুনরাবৃত্তিই যেন হলো এফএ কাপ ফাইনালে। সেই চেলসিকেই টাইব্রেকারে ৬-৫ গোলে হারিয়ে শিরোপা জিতল লিভারপুল। এটি মৌসুমে লিভারপুলের দ্বিতীয় শিরোপা। এই শিরোপায় এখনো কোয়াড্রপল জেতার আশা বাঁচিয়ে রাখল ‘অল রেড’রা। প্রিমিয়ার লিগ জেতা কঠিন হলেও চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে তারা। 

ওয়েম্বলিতে এদিন শুরু থেকেই লিভারপুলের দাপট ছিল। আক্রমণ ও বল দখলে এগিয়ে ছিল তারাই। তবে সুযোগ হাতছাড়া করে গোলবঞ্চিত হয়েছে ইয়ুর্গেন ক্লপের দল। প্রথমার্ধে লিভারপুল বড় ধাক্কা খায় মোহামেদ সালাহ চোটে পড়ে মাঠ ছাড়লে। 

বিরতির পর শুরুতে লড়াই ছিল সমান সমান। তবে সুযোগ তৈরিতে এবারও এগিয়ে ছিল লিভারপুল। কখনো প্রতিপক্ষ আবার কখনো গোলপোস্টে আটকেছে লিভারপুলের প্রচেষ্টা। এভাবেই শেষ হয় নির্ধারিত সময় ও অতিরিক্ত সময়। 

১২০ মিনিটে দুই দল গোল করতে ব্যর্থ হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। চেলসির হয়ে অধিনায়ক এজপিলিকুয়েতা আর ম্যাসন মাউন্ট পেনাল্টি মিস করেb। লিভারপুলের হয়ে সাদিও মানে মিস করলেও আর কেউ লক্ষ্যচ্যুত হননি। শেষ শটে গোল করে লিভারপুলকে ডাবল জয়ের আনন্দে ভাসান সিমিকাস। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত