রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ লেগেছে ইউরোপীয় ফুটবলেও। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রাশিয়ার বিরুদ্ধে জানানো হচ্ছে প্রতিবাদ। ব্রিটেন তো রাজনৈতিক ও কূটনৈতিকভাবে রুশ আগ্রাসনের বিরোধিতা করছে।
অবস্থা বেগতিক দেখে কদিন আগেই ইংলিশ ক্লাব চেলসির দায়িত্ব ছেড়েছেন রোমান আব্রামোভিচ। এবার বিশ্বকাপ জয়ী দলটিকে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন তিনি।
চেলসির ভক্ত-সমর্থক, কর্মী, সহযোগী ও পৃষ্ঠপোষকদের উদ্দেশে ৫৫ বছর বয়সী রুশ ধনকুবের বলেছেন, ‘ক্লাবের (চেলসির) স্বার্থে সব সময় মন থেকে সেরাটা দিয়েছি। আমি ক্লাব বিক্রির সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।’
২০০৩ সাল থেকে চেলসির মালিকের চেয়ারে আব্রামোভিচ। শোনা যায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছের মানুষ তিনি। পুতিনের এত বছর ধরে ক্ষমতায় টিকে থাকা এবং তাঁর হাত শক্তিশালী করার পেছনে বিভিন্নভাবে অবদান রেখেছেন এই ধনকুবের।
১৯ বছর আগে ১৯০ মিলিয়ন ডলারে লন্ডনের ক্লাবটি কিনেছিলেন আব্রামোভিচ। সেই ক্লাবই এখন ৩ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের। আব্রামোভিচের মালিকানায় সম্ভাব্য সব শিরোপা জিতেছে চেলসি।
সংখ্যাটাও ঈর্ষণীয়—২১টি। দুই দশকেরও কম সময়ে এতগুলো শিরোপা ইংল্যান্ডের আর কোনো ক্লাব জেতেনি। একমাত্র অপ্রাপ্তি হয়ে ছিল ক্লাব বিশ্বকাপ। গত মাসে ফাইনালে ব্রাজিলের ক্লাব পালমেইরাসকে হারিয়ে তাঁর সেই দুঃখ বিনাশ করেছেন রোমেলু লুকাকু-কাই হাভার্টজরা।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ লেগেছে ইউরোপীয় ফুটবলেও। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রাশিয়ার বিরুদ্ধে জানানো হচ্ছে প্রতিবাদ। ব্রিটেন তো রাজনৈতিক ও কূটনৈতিকভাবে রুশ আগ্রাসনের বিরোধিতা করছে।
অবস্থা বেগতিক দেখে কদিন আগেই ইংলিশ ক্লাব চেলসির দায়িত্ব ছেড়েছেন রোমান আব্রামোভিচ। এবার বিশ্বকাপ জয়ী দলটিকে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন তিনি।
চেলসির ভক্ত-সমর্থক, কর্মী, সহযোগী ও পৃষ্ঠপোষকদের উদ্দেশে ৫৫ বছর বয়সী রুশ ধনকুবের বলেছেন, ‘ক্লাবের (চেলসির) স্বার্থে সব সময় মন থেকে সেরাটা দিয়েছি। আমি ক্লাব বিক্রির সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।’
২০০৩ সাল থেকে চেলসির মালিকের চেয়ারে আব্রামোভিচ। শোনা যায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছের মানুষ তিনি। পুতিনের এত বছর ধরে ক্ষমতায় টিকে থাকা এবং তাঁর হাত শক্তিশালী করার পেছনে বিভিন্নভাবে অবদান রেখেছেন এই ধনকুবের।
১৯ বছর আগে ১৯০ মিলিয়ন ডলারে লন্ডনের ক্লাবটি কিনেছিলেন আব্রামোভিচ। সেই ক্লাবই এখন ৩ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের। আব্রামোভিচের মালিকানায় সম্ভাব্য সব শিরোপা জিতেছে চেলসি।
সংখ্যাটাও ঈর্ষণীয়—২১টি। দুই দশকেরও কম সময়ে এতগুলো শিরোপা ইংল্যান্ডের আর কোনো ক্লাব জেতেনি। একমাত্র অপ্রাপ্তি হয়ে ছিল ক্লাব বিশ্বকাপ। গত মাসে ফাইনালে ব্রাজিলের ক্লাব পালমেইরাসকে হারিয়ে তাঁর সেই দুঃখ বিনাশ করেছেন রোমেলু লুকাকু-কাই হাভার্টজরা।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৪ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
৫ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৬ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
৭ ঘণ্টা আগে