রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ লেগেছে ইউরোপীয় ফুটবলেও। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রাশিয়ার বিরুদ্ধে জানানো হচ্ছে প্রতিবাদ। ব্রিটেন তো রাজনৈতিক ও কূটনৈতিকভাবে রুশ আগ্রাসনের বিরোধিতা করছে।
অবস্থা বেগতিক দেখে কদিন আগেই ইংলিশ ক্লাব চেলসির দায়িত্ব ছেড়েছেন রোমান আব্রামোভিচ। এবার বিশ্বকাপ জয়ী দলটিকে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন তিনি।
চেলসির ভক্ত-সমর্থক, কর্মী, সহযোগী ও পৃষ্ঠপোষকদের উদ্দেশে ৫৫ বছর বয়সী রুশ ধনকুবের বলেছেন, ‘ক্লাবের (চেলসির) স্বার্থে সব সময় মন থেকে সেরাটা দিয়েছি। আমি ক্লাব বিক্রির সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।’
২০০৩ সাল থেকে চেলসির মালিকের চেয়ারে আব্রামোভিচ। শোনা যায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছের মানুষ তিনি। পুতিনের এত বছর ধরে ক্ষমতায় টিকে থাকা এবং তাঁর হাত শক্তিশালী করার পেছনে বিভিন্নভাবে অবদান রেখেছেন এই ধনকুবের।
১৯ বছর আগে ১৯০ মিলিয়ন ডলারে লন্ডনের ক্লাবটি কিনেছিলেন আব্রামোভিচ। সেই ক্লাবই এখন ৩ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের। আব্রামোভিচের মালিকানায় সম্ভাব্য সব শিরোপা জিতেছে চেলসি।
সংখ্যাটাও ঈর্ষণীয়—২১টি। দুই দশকেরও কম সময়ে এতগুলো শিরোপা ইংল্যান্ডের আর কোনো ক্লাব জেতেনি। একমাত্র অপ্রাপ্তি হয়ে ছিল ক্লাব বিশ্বকাপ। গত মাসে ফাইনালে ব্রাজিলের ক্লাব পালমেইরাসকে হারিয়ে তাঁর সেই দুঃখ বিনাশ করেছেন রোমেলু লুকাকু-কাই হাভার্টজরা।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আঁচ লেগেছে ইউরোপীয় ফুটবলেও। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে রাশিয়ার বিরুদ্ধে জানানো হচ্ছে প্রতিবাদ। ব্রিটেন তো রাজনৈতিক ও কূটনৈতিকভাবে রুশ আগ্রাসনের বিরোধিতা করছে।
অবস্থা বেগতিক দেখে কদিন আগেই ইংলিশ ক্লাব চেলসির দায়িত্ব ছেড়েছেন রোমান আব্রামোভিচ। এবার বিশ্বকাপ জয়ী দলটিকে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন তিনি।
চেলসির ভক্ত-সমর্থক, কর্মী, সহযোগী ও পৃষ্ঠপোষকদের উদ্দেশে ৫৫ বছর বয়সী রুশ ধনকুবের বলেছেন, ‘ক্লাবের (চেলসির) স্বার্থে সব সময় মন থেকে সেরাটা দিয়েছি। আমি ক্লাব বিক্রির সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।’
২০০৩ সাল থেকে চেলসির মালিকের চেয়ারে আব্রামোভিচ। শোনা যায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছের মানুষ তিনি। পুতিনের এত বছর ধরে ক্ষমতায় টিকে থাকা এবং তাঁর হাত শক্তিশালী করার পেছনে বিভিন্নভাবে অবদান রেখেছেন এই ধনকুবের।
১৯ বছর আগে ১৯০ মিলিয়ন ডলারে লন্ডনের ক্লাবটি কিনেছিলেন আব্রামোভিচ। সেই ক্লাবই এখন ৩ বিলিয়ন ডলারেরও বেশি মূল্যের। আব্রামোভিচের মালিকানায় সম্ভাব্য সব শিরোপা জিতেছে চেলসি।
সংখ্যাটাও ঈর্ষণীয়—২১টি। দুই দশকেরও কম সময়ে এতগুলো শিরোপা ইংল্যান্ডের আর কোনো ক্লাব জেতেনি। একমাত্র অপ্রাপ্তি হয়ে ছিল ক্লাব বিশ্বকাপ। গত মাসে ফাইনালে ব্রাজিলের ক্লাব পালমেইরাসকে হারিয়ে তাঁর সেই দুঃখ বিনাশ করেছেন রোমেলু লুকাকু-কাই হাভার্টজরা।
শামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন শুরু। অন্যদিকে আহমেদ দানিয়াল হতাশায় ব্যাটটা রাখলেন নিজের হেলমেটের ওপর। সিরিজে সমতায় ফেরার এত কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।
২৯ মিনিট আগেমিরপুরের উইকেট নিয়ে ধোঁয়াশা তো নতুন কিছু নয়। ব্যাটারদের ‘বধ্যভূমি’ নামে পরিচিত এই স্টেডিয়ামের উইকেট হঠাৎ করেই ব্যাটিংবান্ধব হয়ে ওঠে। যদিও বেশির ভাগ ক্ষেত্রেই বোলাররা ছড়ি ঘোরান এই মাঠে। এবারের বাংলাদেশ-পাকিস্তান সিরিজেও দেখা যাচ্ছে তেমন কিছুই।
১ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ডের রেকর্ডটা ভারতের জন্য মোটেও সুখকর নয়। এখানে ৯টি টেস্ট খেলেছে ভারত। জিততে পারেনি একটিতেও। ৪ টিতে হার। ৫টি টেস্ট হয়েছে ড্র। ৩ ম্যাচ শেষে পাঁচ টেস্টের সিরিজে ভারত যখন ১-২ ব্যবধানে পিছিয়ে, তখন চতুর্থ টেস্টটি তারা খেলতে যাচ্ছে ম্যানচেস্টারের এই ভেন্যুতেই।
১ ঘণ্টা আগেজ্যামাইকার পতাকায় মোড়ানো স্মারক ব্যাট-বল রাখা আন্দ্রে রাসেলের সামনে। ডাগআউট থেকে সিঁড়ি বেয়ে নেমে এসে মাঝখান দিয়ে হেঁটে যাচ্ছেন তিনি। এই তারকা অলরাউন্ডারের দুই পাশে দাঁড়িয়ে ওয়েস্ট ইন্ডিজ ও অস্ট্রেলিয়া ক্রিকেট দল। উপলক্ষটা যে রাসেলের বিদায়, সেটা আর না বললেও চলছে।
২ ঘণ্টা আগে