একটু আশা, একটু হতাশা—ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে গত রাতটা ছিল এমনই। গোলের সহজ সুযোগ যেমন হাতছাড়া করেছেন, তেমনি গোলও করেছেন। শেষ পর্যন্ত পর্তুগিজ ফরোয়ার্ডের গোল মিসটাই যে আল নাসরের জন্য বিশাল আক্ষেপের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এএফসি চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের ম্যাচে আগেই আল আইন ১-০ গোলে এগিয়ে ছিল আল নাসরের বিপক্ষে। আল আওয়াল স্টেডিয়ামে গত রাতে দল দুটির মধ্যকার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটা ছিল গোলবন্যার। দ্বিতীয় লেগের ম্যাচে আল নাসর ৪-৩ গোলে আল আইনকে হারিয়েছিল ঠিকই। তবে দুই লেগ মিলে ৪-৪ সমতা আসায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ঘণ্টা বেজে যায় রোনালদোদের।
২৮ থেকে ৪৫ মিনিট—১৭ মিনিট ব্যবধানে জোড়া গোল করে আল আইনকে এগিয়ে নেন সুফিয়ান রাহিমি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৫ মিনিটের গোলে ব্যবধান কমান আল নাসর ফরোয়ার্ড আব্দুলরহমান ঘারিব।
দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই ম্যাচের সমতা এসেছে। ৫২ মিনিটে আত্মঘাতী গোল করেন আল আইনের গোলরক্ষক খালেদ ইসা। ম্যাচে তখন ২-২ গোলে সমতা থাকলেও দুই লেগ মিলে আল আইন ৩-২ গোলে এগিয়ে। এই সময়ে সমতায় ফিরতে মরিয়া আল নাসর এরপর হানা দেয় আল আইনের রক্ষণভাগে। প্রথমে আল আইন গোলরক্ষক প্রতিহত করলেও ফিরতি আক্রমণে গোলের সুযোগ পান রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডের সামনে তখন গোলরক্ষক ছাড়া কেউ ছিলেন না। তবে ৩ গজ দূর থেকে গোলের এমন সহজ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি রোনালদো। গ্যালারিতে থাকা আল নাসরের ভক্ত-সমর্থকদের তখন মাথায় হাত।
৭২ মিনিটে আল নাসরের তৃতীয় গোল করেন অ্যালেক্স তেলেস । ৯০ মিনিটে ম্যাচের ফল যখন দুই লেগ মিলে ৩-৩, তখন খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৩ মিনিটে আল আইনকে এগিয়ে নেন সুলতান আল শামসি। আল নাসরের হাত থেকে যখন ম্যাচ ফসকে যাওয়ার মতো অবস্থা, তখন ম্যাচে ফেরান রোনালদো। ১১৮ মিনিটে সমতাসূচক গোল করেন পর্তুগিজ ফরোয়ার্ড।
দুই লেগ মিলে ৪-৪ গোলে সমতা হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে হেসেখেলে ৩-১ গোলে জিতে সেমিফাইনালে ওঠে আল আইন। আল নাসরের একমাত্র গোল টাইব্রেকার থেকে করেন রোনালদো। রোনালদোর সতীর্থ মারসেলো ব্রোজোভিচ, তেলেস, ওতাভিও গোলের চেষ্টা করলেও কাজে লাগাতে পারেননি।
একটু আশা, একটু হতাশা—ক্রিস্টিয়ানো রোনালদোর কাছে গত রাতটা ছিল এমনই। গোলের সহজ সুযোগ যেমন হাতছাড়া করেছেন, তেমনি গোলও করেছেন। শেষ পর্যন্ত পর্তুগিজ ফরোয়ার্ডের গোল মিসটাই যে আল নাসরের জন্য বিশাল আক্ষেপের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এএফসি চ্যাম্পিয়নস লিগে কোয়ার্টার ফাইনালের ম্যাচে আগেই আল আইন ১-০ গোলে এগিয়ে ছিল আল নাসরের বিপক্ষে। আল আওয়াল স্টেডিয়ামে গত রাতে দল দুটির মধ্যকার কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটা ছিল গোলবন্যার। দ্বিতীয় লেগের ম্যাচে আল নাসর ৪-৩ গোলে আল আইনকে হারিয়েছিল ঠিকই। তবে দুই লেগ মিলে ৪-৪ সমতা আসায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ঘণ্টা বেজে যায় রোনালদোদের।
২৮ থেকে ৪৫ মিনিট—১৭ মিনিট ব্যবধানে জোড়া গোল করে আল আইনকে এগিয়ে নেন সুফিয়ান রাহিমি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ৫ মিনিটের গোলে ব্যবধান কমান আল নাসর ফরোয়ার্ড আব্দুলরহমান ঘারিব।
দ্বিতীয়ার্ধে খুব দ্রুতই ম্যাচের সমতা এসেছে। ৫২ মিনিটে আত্মঘাতী গোল করেন আল আইনের গোলরক্ষক খালেদ ইসা। ম্যাচে তখন ২-২ গোলে সমতা থাকলেও দুই লেগ মিলে আল আইন ৩-২ গোলে এগিয়ে। এই সময়ে সমতায় ফিরতে মরিয়া আল নাসর এরপর হানা দেয় আল আইনের রক্ষণভাগে। প্রথমে আল আইন গোলরক্ষক প্রতিহত করলেও ফিরতি আক্রমণে গোলের সুযোগ পান রোনালদো। পর্তুগিজ ফরোয়ার্ডের সামনে তখন গোলরক্ষক ছাড়া কেউ ছিলেন না। তবে ৩ গজ দূর থেকে গোলের এমন সহজ সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেননি রোনালদো। গ্যালারিতে থাকা আল নাসরের ভক্ত-সমর্থকদের তখন মাথায় হাত।
৭২ মিনিটে আল নাসরের তৃতীয় গোল করেন অ্যালেক্স তেলেস । ৯০ মিনিটে ম্যাচের ফল যখন দুই লেগ মিলে ৩-৩, তখন খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৩ মিনিটে আল আইনকে এগিয়ে নেন সুলতান আল শামসি। আল নাসরের হাত থেকে যখন ম্যাচ ফসকে যাওয়ার মতো অবস্থা, তখন ম্যাচে ফেরান রোনালদো। ১১৮ মিনিটে সমতাসূচক গোল করেন পর্তুগিজ ফরোয়ার্ড।
দুই লেগ মিলে ৪-৪ গোলে সমতা হলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে হেসেখেলে ৩-১ গোলে জিতে সেমিফাইনালে ওঠে আল আইন। আল নাসরের একমাত্র গোল টাইব্রেকার থেকে করেন রোনালদো। রোনালদোর সতীর্থ মারসেলো ব্রোজোভিচ, তেলেস, ওতাভিও গোলের চেষ্টা করলেও কাজে লাগাতে পারেননি।
সাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে । ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
৫ মিনিট আগেভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সদর দপ্তরে চুরির ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। আইপিএলের বেশ কিছু জার্সি চুরি হয়েছে বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেকলকাতা নাইট রাইডার্সের প্রধান কোচের দায়িত্ব ছাড়লেন চন্দ্রকান্ত পণ্ডিত। আজ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে কেকেআর। কলকাতা তাঁর অধীনে ২০২৪ আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। সবশেষ মৌসুমে অবশ্য ভালো যায়নি দলটির। ৮ নম্বরে থেকে মৌসুম শেষ করে তারা।
৩ ঘণ্টা আগেএশিয়ান কাপে প্রথমবার খেলার সুযোগ পেয়ে কঠিন গ্রুপে পড়েছে বাংলাদেশ। নবাগত দলটিকে সামলাতে হবে চীন, উত্তর কোরিয়া ও উজবেকিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষকে। তবে ভয় পাচ্ছেন না বাংলাদেশ কোচ পিটার বাটলার। বরং দেখছেন শেখার মঞ্চ হিসেবে।
৩ ঘণ্টা আগে