Ajker Patrika

এই এমবাপ্পে সেই এমবাপ্পে নয়, বললেন পেরেজ

এই এমবাপ্পে সেই এমবাপ্পে নয়, বললেন পেরেজ

রিয়াল মাদ্রিদের হয়ে কিলিয়ান এমবাপ্পের খেলার স্বপ্ন বহু দিনের। স্বপ্নটা প্রায় পূরণও হয়ে গিয়েছিল এবার। কিন্তু প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) আকাশচুম্বী দাম হাঁকিয়ে বসায় দলবদলের শেষ মুহূর্তে তাঁর আশা ছেড়ে দিয়েছিল রিয়াল। শেষপর্যন্ত রিয়াল মাদ্রিদে যাওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসে আগামী ৩ বছরের জন্য চুক্তি নবায়ন করে পিএসজিতেই থেকে যান এমবাপ্পে।

এমবাপ্পের পিএসজিতে থেকে যাওয়া নিয়ে এবার মুখ খুলেছেন রিয়াল মাদ্রিদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ। রিয়াল সভাপতি মনে করেন এমবাপ্পে আর আগের মতে নেই, বদলে গেছেন, ‘এমবাপ্পের স্বপ্ন ছিল রিয়ালের হয়ে খেলা। আমরা গত বছরের আগস্টেই তাকে আনতে চেয়েছিলাম, কিন্তু তারা (পিএসজি) ছাড়েনি। সে বারবার বলতেছিল যে, সে রিয়ালের হয়ে খেলতে চায়। কিন্তু ১৫ দিন আগে সে সিদ্ধান্ত বদলে ফেলে।’

পেরেজ জানিয়েছেন, তিনি যে এমবাপ্পেকে তাঁর ক্লাবে আনতে চেয়েছি এটা সেই এমবাপ্পে নয়। কিছুটা ক্ষোভ ও অভিমান নিয়ে পেরেজ বলেন, ‘এটা অন্য এক এমবাপ্পে যে তার স্বপ্নকে বদলে ফেলেছে। রিয়ালের ইতিহাসে কোনো খেলোয়াড়ই বাকিদের চেয়ে ঊর্ধ্বে নয়। মাদ্রিদে কেউ ক্লাবের চেয়ে বড় নয়। বর্তমানের এমবাপ্পে আর রিয়ালে আসতে চাওয়া এমবাপ্পে এক নয়। তাই আমি চাই সে পিএসজিতেই থাকুক। আমি চাই সেই স্বপ্নবাজ এমবাপ্পেকে। তিন বছরের মধ্যে সেটি কী করে অসম্ভব?’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত