নিজস্ব প্রতিবেদক
ঢাকা: বিদেশি খেলোয়াড়দের কাছে প্রায়ই অভিযোগটা শোনা যায়, বাংলাদেশের মাঠে খেলা কঠিন! ন্যাড়া মাঠে আশঙ্কা থাকে চোটে পড়ার। এ কারণে দেশের বাইরে টার্ফ কিংবা নরম ঘাসের মাঠে গতিময় ফুটবল খেলতে গেলেই খাবি খান বাংলাদেশের ফুটবলাররা।
মাঠ নিয়ে এত অভিযোগের পরও বাফুফের ব্যস্ততা অধিকাংশ সময় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে ঘিরেই। প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বেও ঘটেনি এর ব্যত্যয়। ঈদুল ফিতরের আগে যে সূচি প্রকাশ করেছে ফেডারেশন, তাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের চাপ আরও বেড়েছে!
‘যদি, হয়তো’ রেখে বিপিএল ফুটবলের দ্বিতীয় পর্বের সূচিতে ঈদের আগে হবে ২৩ ম্যাচ। ঈদ বিরতিতে যাওয়ার আগে ৩০ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত প্রায় প্রতিদিনই খেলা হবে। সব খেলাই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এক দিনেই হবে অন্তত তিনটি করে ম্যাচ!
গত বছর ২৬ মার্চ থেকে শুরু লকডাউনে অপ্রত্যাশিত লম্বা ছুটি মিলেছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। লকডাউন উঠে যাওয়ার পর সেপ্টেম্বর থেকে শুরু। গত ১০ এপ্রিল বাংলাদেশ গেমসের সমাপনী পর্যন্ত প্রায় বিরামহীনভাবে কোনো না কোনো টুর্নামেন্টে চলেছে এই মাঠে।
কাল থেকে শুরু প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের প্রথম দিনে বিকেল ৪টায় উত্তর বারিধারার বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ পুলিশ খেলবে আবাহনীর বিপক্ষে। রাত ৯টায় আছে ব্রাদার্স-শেখ রাসেল ম্যাচ। ঈদের আগপর্যন্ত এই সূচিতেই চলবে লিগ। ২০২০-২১ মৌসুম শেষ হবে ১০ আগস্ট। ঈদের আগের সূচিতে ভজকট পাকাতে পারে মালদ্বীপের ক্লাব ঈগলসের সঙ্গে আবাহনীর ম্যাচটি। ৫, ৬ কিংবা ৭ মে এএফসি কাপে প্রাক্-বাছাই পর্বের ম্যাচটি ঢাকাতেই আয়োজন করতে চায় আকাশি-নীলরা।
ঢাকা: বিদেশি খেলোয়াড়দের কাছে প্রায়ই অভিযোগটা শোনা যায়, বাংলাদেশের মাঠে খেলা কঠিন! ন্যাড়া মাঠে আশঙ্কা থাকে চোটে পড়ার। এ কারণে দেশের বাইরে টার্ফ কিংবা নরম ঘাসের মাঠে গতিময় ফুটবল খেলতে গেলেই খাবি খান বাংলাদেশের ফুটবলাররা।
মাঠ নিয়ে এত অভিযোগের পরও বাফুফের ব্যস্ততা অধিকাংশ সময় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামকে ঘিরেই। প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বেও ঘটেনি এর ব্যত্যয়। ঈদুল ফিতরের আগে যে সূচি প্রকাশ করেছে ফেডারেশন, তাতে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের চাপ আরও বেড়েছে!
‘যদি, হয়তো’ রেখে বিপিএল ফুটবলের দ্বিতীয় পর্বের সূচিতে ঈদের আগে হবে ২৩ ম্যাচ। ঈদ বিরতিতে যাওয়ার আগে ৩০ এপ্রিল থেকে ১১ মে পর্যন্ত প্রায় প্রতিদিনই খেলা হবে। সব খেলাই হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এক দিনেই হবে অন্তত তিনটি করে ম্যাচ!
গত বছর ২৬ মার্চ থেকে শুরু লকডাউনে অপ্রত্যাশিত লম্বা ছুটি মিলেছিল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের। লকডাউন উঠে যাওয়ার পর সেপ্টেম্বর থেকে শুরু। গত ১০ এপ্রিল বাংলাদেশ গেমসের সমাপনী পর্যন্ত প্রায় বিরামহীনভাবে কোনো না কোনো টুর্নামেন্টে চলেছে এই মাঠে।
কাল থেকে শুরু প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের প্রথম দিনে বিকেল ৪টায় উত্তর বারিধারার বিপক্ষে খেলবে বসুন্ধরা কিংস। সন্ধ্যা ৭টায় বাংলাদেশ পুলিশ খেলবে আবাহনীর বিপক্ষে। রাত ৯টায় আছে ব্রাদার্স-শেখ রাসেল ম্যাচ। ঈদের আগপর্যন্ত এই সূচিতেই চলবে লিগ। ২০২০-২১ মৌসুম শেষ হবে ১০ আগস্ট। ঈদের আগের সূচিতে ভজকট পাকাতে পারে মালদ্বীপের ক্লাব ঈগলসের সঙ্গে আবাহনীর ম্যাচটি। ৫, ৬ কিংবা ৭ মে এএফসি কাপে প্রাক্-বাছাই পর্বের ম্যাচটি ঢাকাতেই আয়োজন করতে চায় আকাশি-নীলরা।
রাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
১০ মিনিট আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
২২ মিনিট আগেচলতি বিপিএলে ফিক্সিং ইস্যু নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকু) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই ইস্যুতে তীব্র অসন্তোষের...
১ ঘণ্টা আগেসিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
৩ ঘণ্টা আগে