সাম্প্রতিক সময়ে কেবল কাসেমিরোই ম্যানচেস্টার ইউনাইটেডে আসেননি, গত মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে ওল্ড ট্রাফোর্ড যোগ দেন আরেক রিয়াল মাদ্রিদ তারকা রাফায়েল ভারানে। ম্যানইউতে ফরাসি ডিফেন্ডার ফের তাঁর সাবেক সতীর্থকে পেয়ে আনন্দিত। সেই সঙ্গে জানালেন, কেন রিয়াল ছেড়ে কাসেমিরো প্রিমিয়ার লিগ জায়ান্ট রেড ডেভিল শিবিরে যোগ দিলেন তার পেছনের কারণ।
পিএ-কে ভারানে বলেন, ‘খুবই উচ্ছ্বসিত। আমি তার মান সম্পর্কে ভালো জানি। সে দলে ভারসাম্য আনবে। সে একজন যোদ্ধা। আমি মনে করি, সে ইংলিশ ফুটবল উপভোগ করবে। আমি তাকে জানি।’
রিয়ালের জার্সিতে সব শিরোপা জিতেছেন কাসেমিরো। তবে সাফল্যে আর মন ভরছিল না ব্রাজিলিয়ান মিডফিল্ডারের। হঠাৎ করে মন পাল্টে লস ব্লাঙ্কোসদের ছেড়ে ম্যানইউতে যোগ দেওয়ার প্রসঙ্গে কাসেমিরো জানান, তিনি নতুন চ্যালেঞ্জ নিতে চান। অথচ কয়েক মৌসুম ধরে রেড ডেভিলদের সাফল্যের হার নিম্নমুখী। এবার তারা নেই চ্যাম্পিয়নস লিগেও। তার মধ্যে এমন ক্লাব বেছে নেওয়া স্বাভাবিকভাবে ঝুঁকির বলতে গেলে। তবে কাসেমিরো যে অন্য ধাতুতে গড়া। পছন্দ করেন নতুন চ্যালেঞ্জ নিতে।
কাসেমিরোর ওল্ড ট্রাফোর্ডে আসার প্রসঙ্গে একই কথা ভারানেরও, ‘তার নতুন চ্যালেঞ্জ দরকার। আমি ঠিক জানি কেন সে এই ক্লাব বেছে নিয়েছে।’
ওল্ড ট্রাফোর্ডে কেবল ভারানে নয়, সাবেক সতীর্থ ক্রিস্টিয়ানোকেও পাচ্ছেন কাসেমিরো। এই তিন তারকা রিয়ালের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন। এবার কি তাঁরা ম্যানইউকেও হারানো গৌরব ফিরিয়ে দিতে পারবেন?
সাম্প্রতিক সময়ে কেবল কাসেমিরোই ম্যানচেস্টার ইউনাইটেডে আসেননি, গত মৌসুমে সান্তিয়াগো বার্নাব্যু ছেড়ে ওল্ড ট্রাফোর্ড যোগ দেন আরেক রিয়াল মাদ্রিদ তারকা রাফায়েল ভারানে। ম্যানইউতে ফরাসি ডিফেন্ডার ফের তাঁর সাবেক সতীর্থকে পেয়ে আনন্দিত। সেই সঙ্গে জানালেন, কেন রিয়াল ছেড়ে কাসেমিরো প্রিমিয়ার লিগ জায়ান্ট রেড ডেভিল শিবিরে যোগ দিলেন তার পেছনের কারণ।
পিএ-কে ভারানে বলেন, ‘খুবই উচ্ছ্বসিত। আমি তার মান সম্পর্কে ভালো জানি। সে দলে ভারসাম্য আনবে। সে একজন যোদ্ধা। আমি মনে করি, সে ইংলিশ ফুটবল উপভোগ করবে। আমি তাকে জানি।’
রিয়ালের জার্সিতে সব শিরোপা জিতেছেন কাসেমিরো। তবে সাফল্যে আর মন ভরছিল না ব্রাজিলিয়ান মিডফিল্ডারের। হঠাৎ করে মন পাল্টে লস ব্লাঙ্কোসদের ছেড়ে ম্যানইউতে যোগ দেওয়ার প্রসঙ্গে কাসেমিরো জানান, তিনি নতুন চ্যালেঞ্জ নিতে চান। অথচ কয়েক মৌসুম ধরে রেড ডেভিলদের সাফল্যের হার নিম্নমুখী। এবার তারা নেই চ্যাম্পিয়নস লিগেও। তার মধ্যে এমন ক্লাব বেছে নেওয়া স্বাভাবিকভাবে ঝুঁকির বলতে গেলে। তবে কাসেমিরো যে অন্য ধাতুতে গড়া। পছন্দ করেন নতুন চ্যালেঞ্জ নিতে।
কাসেমিরোর ওল্ড ট্রাফোর্ডে আসার প্রসঙ্গে একই কথা ভারানেরও, ‘তার নতুন চ্যালেঞ্জ দরকার। আমি ঠিক জানি কেন সে এই ক্লাব বেছে নিয়েছে।’
ওল্ড ট্রাফোর্ডে কেবল ভারানে নয়, সাবেক সতীর্থ ক্রিস্টিয়ানোকেও পাচ্ছেন কাসেমিরো। এই তিন তারকা রিয়ালের সাফল্যের অন্যতম কারিগর ছিলেন। এবার কি তাঁরা ম্যানইউকেও হারানো গৌরব ফিরিয়ে দিতে পারবেন?
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৩ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৯ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১০ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১১ ঘণ্টা আগে