Ajker Patrika

হ্যারি কেনের আলোয় মুগ্ধ ভন

হ্যারি কেনের আলোয় মুগ্ধ ভন

রোববার ইতালির বিপক্ষে প্রথমবারের মতো ইউরোর ফাইনাল খেলতে নামবে ইংল্যান্ড। এর আগে সেমিফাইনালে থ্রি লায়নসরা দারুণ খেলে হারিয়েছিল ডেনমার্ককে। সে ম্যাচে জয়সূচক গোলটি এসেছিল অধিনায়ক হ্যারি কেনের পা থেকে। দারুণ নৈপুণ্য দেখানো কেন ও ইংল্যান্ড ফুটবল দলকে প্রশংসায় ভাসিয়েছেন ইংল্যান্ড ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মাইকেল ভন।

এবারের টুর্নামেন্টের শুরু থেকে নিজেকে হারিয়ে খুঁজছিলেন কেন। দ্বিতীয় রাউন্ড থেকে অবশ্য ঠিকই স্বরূপে ফেরেন এ টটেনহাম স্ট্রাইকার। পরের তিন ম্যাচে করেছেন ৪ গোল। সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে দুইয়ে আছেন ইংলিশ অধিনায়ক। কেন ও ইংল্যান্ড ফুটবল দলের প্রশংসা করে টুইটারে ভন বলেছেন, ‘কেন আসলেই দুর্দান্ত খেলছে। গ্যারেথ সাউথগেটের অধীনে পুরো ইংল্যান্ড দলটাই দুর্দান্ত খেলছে। ফাইনালে জয় ছাড়া অন্য কিছু ভাবছি না।’

শুধু ভনই নন, ফাইনালে ওঠায় স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসনের মতো তারকা ক্রিকেটাররাও ফুটবল দলকে প্রশংসায় ভাসিয়েছেন। ১৯৬৬ বিশ্বকাপে ফাইনাল খেলেছিল ইংল্যান্ড। জার্মানিকে ১-০ গোলে হারিয়ে সেবার শিরোপা জিতেছিল ইংল্যান্ড। ৫৫ বছর পর বড় কোনো টুর্নামেন্টের ফাইনালে ওঠায় পুরো ইংল্যান্ডই এখন আনন্দে ভাসছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের নতুন বেতনকাঠামো আসছে, পে কমিশন গঠন

ব্যাংকে চোখ বেঁধে গ্রাহককে হাতুড়িপেটা, পায়ের নখ তোলার চেষ্টা

‘সোজা কথা, যারে ভালো লাগবে তারে কোপামু’

শুল্ক ছাড়া যুক্তরাজ্যে তৈরি পোশাক রপ্তানির সুযোগ পেল ভারত

সর্বাত্মক যুদ্ধে জড়াতে পারে থাইল্যান্ড ও কম্বোডিয়া—শক্তিতে কে বেশি এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত