ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যাওয়ার পর থেকেই আলোচনায় সৌদি আরবের ফুটবল লিগ। তারকা ফুটবলারদের হাট বসেছে সৌদিতে। সেই তালিকায় এবার নাম লেখালেন রবার্তো ফিরমিনো।
২০১৫ সালে জার্মান ক্লাব হফেনহেইম থেকে লিভারপুলে আসেন ফিরমিনো। ২০২২-২৩ মৌসুম শেষে লিভারপুল ছাড়েন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ইংলিশ এই ক্লাবের সঙ্গে ৮ বছরের সম্পর্ক শেষে ফিরমিনো এখন আল আহলিতে। আল আহলির সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের। ২০২৩-২৪ মৌসুমে ফিরমিনো সতীর্থ হিসেবে পাচ্ছেন এদোয়ার্দো মেন্দিকে। আল আহলিতে খেলার আগে মেন্দি সর্বশেষ খেলেছেন চেলসিতে।
এই নিয়ে চতুর্থ ক্লাবে খেলতে যাচ্ছেন ফিরমিনো। এর আগে তিনি খেলেছেন ফিগুইরেন্স, হফেনহেইম ও লিভারপুলে। ৫৫৩ ম্যাচ খেলে করেছেন ১৬৮ গোল ও অ্যাসিস্ট করেছেন ১১৫ গোলে। যার মধ্যে লিভারপুলের জার্সিতে ৩৬২ ম্যাচ খেলে করেছেন ১১১ গোল। অলরেডদের জার্সিতে ৭টি শিরোপা। যার মধ্যে ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও ২০১৯-২০ মৌসুমের প্রিমিয়ার লিগ জিতেছেন। মোহাম্মদ সালাহ, সাদিও মানে, ফিরমিনো—আক্রমণ ভাগে এই তিনজনের রসায়ন বেশ জমে উঠেছিল। লিভারপুলকে এনে দিয়েছিলেন অনেক সাফল্য।
রোনালদো ছাড়াও করিম বেনজেমা, এনগোলো কান্তের মতো তারকারা এখন সৌদিতে। লিওনেল মেসি, নেইমারকেও নিতে চেয়েছিল আল হিলাল। তবে মেসি এখন পাড়ি জমাচ্ছেন ইন্টার মিয়ামিতে। আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিই শুধু বাকি। অন্যদিকে নেইমারকে নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা।
সৌদি আরবের লিগে তারকা ফুটবলাররা:
ক্রিস্টিয়ানো রোনালদো (আল নাসর)
করিম বেনজেমা (আল ইত্তিহাদ)
এনগোলো কান্তে (আল ইত্তিহাদ)
কালিদু কৌলিবালি (আল হিলাল)
রুবেন নেভেস (আল হিলাল)
এদোয়ার্দো মেন্দি (আল আহলি)
রবার্তো ফিরমিনো (আল আহলি)
ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে যাওয়ার পর থেকেই আলোচনায় সৌদি আরবের ফুটবল লিগ। তারকা ফুটবলারদের হাট বসেছে সৌদিতে। সেই তালিকায় এবার নাম লেখালেন রবার্তো ফিরমিনো।
২০১৫ সালে জার্মান ক্লাব হফেনহেইম থেকে লিভারপুলে আসেন ফিরমিনো। ২০২২-২৩ মৌসুম শেষে লিভারপুল ছাড়েন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। ইংলিশ এই ক্লাবের সঙ্গে ৮ বছরের সম্পর্ক শেষে ফিরমিনো এখন আল আহলিতে। আল আহলির সঙ্গে তিন বছরের চুক্তি হয়েছে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের। ২০২৩-২৪ মৌসুমে ফিরমিনো সতীর্থ হিসেবে পাচ্ছেন এদোয়ার্দো মেন্দিকে। আল আহলিতে খেলার আগে মেন্দি সর্বশেষ খেলেছেন চেলসিতে।
এই নিয়ে চতুর্থ ক্লাবে খেলতে যাচ্ছেন ফিরমিনো। এর আগে তিনি খেলেছেন ফিগুইরেন্স, হফেনহেইম ও লিভারপুলে। ৫৫৩ ম্যাচ খেলে করেছেন ১৬৮ গোল ও অ্যাসিস্ট করেছেন ১১৫ গোলে। যার মধ্যে লিভারপুলের জার্সিতে ৩৬২ ম্যাচ খেলে করেছেন ১১১ গোল। অলরেডদের জার্সিতে ৭টি শিরোপা। যার মধ্যে ২০১৮-১৯ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ও ২০১৯-২০ মৌসুমের প্রিমিয়ার লিগ জিতেছেন। মোহাম্মদ সালাহ, সাদিও মানে, ফিরমিনো—আক্রমণ ভাগে এই তিনজনের রসায়ন বেশ জমে উঠেছিল। লিভারপুলকে এনে দিয়েছিলেন অনেক সাফল্য।
রোনালদো ছাড়াও করিম বেনজেমা, এনগোলো কান্তের মতো তারকারা এখন সৌদিতে। লিওনেল মেসি, নেইমারকেও নিতে চেয়েছিল আল হিলাল। তবে মেসি এখন পাড়ি জমাচ্ছেন ইন্টার মিয়ামিতে। আর্জেন্টাইন তারকা ফুটবলারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তিই শুধু বাকি। অন্যদিকে নেইমারকে নিয়ে এখনো রয়েছে অনিশ্চয়তা।
সৌদি আরবের লিগে তারকা ফুটবলাররা:
ক্রিস্টিয়ানো রোনালদো (আল নাসর)
করিম বেনজেমা (আল ইত্তিহাদ)
এনগোলো কান্তে (আল ইত্তিহাদ)
কালিদু কৌলিবালি (আল হিলাল)
রুবেন নেভেস (আল হিলাল)
এদোয়ার্দো মেন্দি (আল আহলি)
রবার্তো ফিরমিনো (আল আহলি)
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
৫ ঘণ্টা আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
৬ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
৯ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
১২ ঘণ্টা আগে