ক্রীড়া ডেস্ক
২০০২ বিশ্বকাপে জার্মানিকে হারিয়েই পঞ্চম বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপরের ২০ বছরের গল্পটা ব্রাজিলিয়ানদের জন্য ভীষণ হতাশার। পাঁচ বিশ্বকাপে ইউরোপিয়ান দলগুলোর কাছে নকআউট রাউন্ডে হেরেছে ব্রাজিল। যার মধ্যে চারবার হেরেছে কোয়ার্টার ফাইনালে, আরেকবার সেমিফাইনালে।
ফ্রাংকফুর্টে ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টারে মুখোমুখি হয় ব্রাজিল-ফ্রান্স। থিয়েরি অঁরির একমাত্র গোলে ব্রাজিলকে ১-০ গোলে হারায় ফ্রান্স। এরপর ২০১০ বিশ্বকাপের কোয়ার্টারে ব্রাজিলের প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস। পোর্ট এলিজাবেথে রবিনহোর গোলে ব্রাজিলিয়ানরা এগিয়ে গিয়েছিল ঠিকই। তবে জোড়া গোল করে সেলেসাওদের হাসি কেড়ে নেন ওয়েসলি স্নেইডার।
২০১৪ তে ঘরের মাঠে আসে সেই দুঃস্বপ্নের রাত। বেলো হরিজন্তের মিনেইরো স্টেডিয়ামে সেমিফাইনালে ব্রাজিল মুখোমুখি হয় জার্মানির। জার্মানদের বিপক্ষে ৭-১ গোলে বিধ্বস্ত হয় স্বাগতিকেরা। জার্মানির হয়ে জোড়া গোল করেছিলেন টনি ক্রুস ও আন্দ্রে স্কার্ল। ব্রাজিলের একমাত্র গোলটি ৯০ মিনিটের সময় করেছিলেন অস্কার।
২০১৮ বিশ্বকাপে কাজানে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ বেলজিয়াম। ১৩ মিনিটে আত্মঘাতী গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন ফার্নান্দিনহো। ৩১ মিনিটে কেভিন ডি ব্রুইন গোল করে বেলজিয়ানদের ২-০ গোলে এগিয়ে দেন। ৭৬ মিনিটে রেনাতো অগাস্তোর গোলে শুধু ব্যবধানই কমাতে পেরেছিল ব্রাজিল। সেলেসাওরা হেরে যায় ২-১ গোলে।আর গতকাল এডুকেশন সিটি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-ক্রোয়েশিয়া। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মূল খেলা ১-১ গোলে ড্র হয়। মার্কিনিওসের শট করা গোল বারে লাগলে হতাশায় পোড়ে পুরো ব্রাজিল ডাগআউট। টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটে ক্রোয়াটরা। যে ম্যাচে ক্রোয়াট গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ ছিলেন ‘দুর্ভেদ্য দেয়াল।’
২০০২ বিশ্বকাপে জার্মানিকে হারিয়েই পঞ্চম বিশ্বকাপ জিতেছিল ব্রাজিল। এরপরের ২০ বছরের গল্পটা ব্রাজিলিয়ানদের জন্য ভীষণ হতাশার। পাঁচ বিশ্বকাপে ইউরোপিয়ান দলগুলোর কাছে নকআউট রাউন্ডে হেরেছে ব্রাজিল। যার মধ্যে চারবার হেরেছে কোয়ার্টার ফাইনালে, আরেকবার সেমিফাইনালে।
ফ্রাংকফুর্টে ২০০৬ বিশ্বকাপের কোয়ার্টারে মুখোমুখি হয় ব্রাজিল-ফ্রান্স। থিয়েরি অঁরির একমাত্র গোলে ব্রাজিলকে ১-০ গোলে হারায় ফ্রান্স। এরপর ২০১০ বিশ্বকাপের কোয়ার্টারে ব্রাজিলের প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডস। পোর্ট এলিজাবেথে রবিনহোর গোলে ব্রাজিলিয়ানরা এগিয়ে গিয়েছিল ঠিকই। তবে জোড়া গোল করে সেলেসাওদের হাসি কেড়ে নেন ওয়েসলি স্নেইডার।
২০১৪ তে ঘরের মাঠে আসে সেই দুঃস্বপ্নের রাত। বেলো হরিজন্তের মিনেইরো স্টেডিয়ামে সেমিফাইনালে ব্রাজিল মুখোমুখি হয় জার্মানির। জার্মানদের বিপক্ষে ৭-১ গোলে বিধ্বস্ত হয় স্বাগতিকেরা। জার্মানির হয়ে জোড়া গোল করেছিলেন টনি ক্রুস ও আন্দ্রে স্কার্ল। ব্রাজিলের একমাত্র গোলটি ৯০ মিনিটের সময় করেছিলেন অস্কার।
২০১৮ বিশ্বকাপে কাজানে কোয়ার্টার ফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ বেলজিয়াম। ১৩ মিনিটে আত্মঘাতী গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন ফার্নান্দিনহো। ৩১ মিনিটে কেভিন ডি ব্রুইন গোল করে বেলজিয়ানদের ২-০ গোলে এগিয়ে দেন। ৭৬ মিনিটে রেনাতো অগাস্তোর গোলে শুধু ব্যবধানই কমাতে পেরেছিল ব্রাজিল। সেলেসাওরা হেরে যায় ২-১ গোলে।আর গতকাল এডুকেশন সিটি স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল-ক্রোয়েশিয়া। শ্বাসরুদ্ধকর লড়াইয়ে মূল খেলা ১-১ গোলে ড্র হয়। মার্কিনিওসের শট করা গোল বারে লাগলে হতাশায় পোড়ে পুরো ব্রাজিল ডাগআউট। টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়ে সেমিফাইনালের টিকিট কাটে ক্রোয়াটরা। যে ম্যাচে ক্রোয়াট গোলরক্ষক ডোমিনিক লিভাকোভিচ ছিলেন ‘দুর্ভেদ্য দেয়াল।’
রাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
১০ মিনিট আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
২২ মিনিট আগেচলতি বিপিএলে ফিক্সিং ইস্যু নিয়ে কঠোর অবস্থানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিভিন্ন ম্যাচে ফিক্সিংয়ের অভিযোগ ওঠার পর বিসিবির দুর্নীতি দমন ইউনিট (আকু) এবং আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি দমন ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করেছে। বিসিবি সভাপতি ফারুক আহমেদও এই ইস্যুতে তীব্র অসন্তোষের...
১ ঘণ্টা আগেসিরিজ আগেই হেরেছে। শেষ ম্যাচে বাংলাদেশের প্রত্যাশা ছিল সান্ত্বনার জয়। সঙ্গে ধবলধোলাই এড়ানো। তবে পরিচিত সেই ব্যাটিং ব্যর্থতায় সেভাবে লড়াইটুকুও করতে পারেনি বাংলাদেশের মেয়েরা। সেন্ট কিটসে ওয়েস্ট ইন্ডিজের কাছে আরও একটি বড় ব্যবধানের হারে ধবলধোলাইয়ের তিক্ত অভিজ্ঞতা হলো নিগার সুলতানা জ্যোতির দলের।
৩ ঘণ্টা আগে