ঢাকা: প্রথমার্ধে গোল করে এগিয়ে থাকাই যেন আর্জেন্টিনার দুর্ভাগ্য! এগিয়ে থেকেও যে লিওনেল মেসিরা ম্যাচ জিততে পারছে না। ১১ দিনের ব্যবধানে তিনটি ম্যাচে এগিয়ে থেকেও জিততে পারেনি আকাশি–নীল শিবির। কাল ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচের আগেও নিশ্চয় এগিয়ে থেকে জিততে না পারার পরিসংখ্যান ভাবাবে লিওনেল স্কোলানির দলকে। এগিয়ে থেকে জিততে না পারার পাশাপাশি আরও কিছু সমস্যা ভোগাচ্ছে আর্জেন্টিনাকে। সেই সমস্যাগুলো এক নজরে দেখে নেওয়া যাক।
মেসির ওপর নির্ভরশীলতা
চিলির বিপক্ষে দুই ম্যাচেই মেসির গোলে আর্জেন্টিনা এগিয়ে ছিল ঠিকই। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মেসি কোনো গোল করেননি। এমনকি তিন ম্যাচে মেসি নিজেও কিছু সহজ সুযোগ মিস করেছেন। সেই মিসগুলোও ভুগিয়েছে আর্জেন্টিনাকে। একদিকে মেসি নির্ভরশীলতা ও অন্যদিকে মেসির মিস দুটোই ভোগাচ্ছে আর্জেন্টিনাকে।
স্কোলানির কৌশল
চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৪-২-২-২ ছকে দল সাজিয়েছিলেন স্কোলানি। এরপর কলম্বিয়ার বিপক্ষে ৪-৩-৩ ফরমেশনে দল সাজিয়েছিলেন। একই কৌশল অবলম্বন করেছিলেন কোপায় চিলির বিপক্ষে ম্যাচেও। নির্দিষ্ট ফরম্যাশনে কোচের থিতু হতে না পারাও ভোগাচ্ছে দলটিকে। এর মাঝে দলের মূল দুই ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজ ও নিকোলাস গঞ্জালেসও ছন্দে নেই। এ দুজন একের পর এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না।
রক্ষণভাগে সমস্যা
আর্জেন্টিনার আরেকটি দুশ্চিন্তার নাম রক্ষণ। লুকাস মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো ও নিকোলাস ওতামেন্দি নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন। এমনকি ডিফেন্সিভ ট্যাকলও ঠিকঠাক করতে পারছে না আর্জেন্টিনার রক্ষণভাগ। যে কারণে প্রতিপক্ষ পেনাল্টিও পাচ্ছে বেশি। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ৫০ মিনিটে লুইস মুরিয়েলকে ডি-বক্সের ভেতর ফাউল করে বসেন ওতামেন্দি। পরে স্পটকিকে ব্যবধান কমান কলম্বিয়ান ফরোয়ার্ড। এরপর ম্যাচের শেষের অতিরিক্ত সময়ে ফরোয়ার্ড মিগুয়েল বোরজার হেডে ২-২ গোলে ম্যাচ ড্র করে কলম্বিয়া।
ঢাকা: প্রথমার্ধে গোল করে এগিয়ে থাকাই যেন আর্জেন্টিনার দুর্ভাগ্য! এগিয়ে থেকেও যে লিওনেল মেসিরা ম্যাচ জিততে পারছে না। ১১ দিনের ব্যবধানে তিনটি ম্যাচে এগিয়ে থেকেও জিততে পারেনি আকাশি–নীল শিবির। কাল ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচের আগেও নিশ্চয় এগিয়ে থেকে জিততে না পারার পরিসংখ্যান ভাবাবে লিওনেল স্কোলানির দলকে। এগিয়ে থেকে জিততে না পারার পাশাপাশি আরও কিছু সমস্যা ভোগাচ্ছে আর্জেন্টিনাকে। সেই সমস্যাগুলো এক নজরে দেখে নেওয়া যাক।
মেসির ওপর নির্ভরশীলতা
চিলির বিপক্ষে দুই ম্যাচেই মেসির গোলে আর্জেন্টিনা এগিয়ে ছিল ঠিকই। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মেসি কোনো গোল করেননি। এমনকি তিন ম্যাচে মেসি নিজেও কিছু সহজ সুযোগ মিস করেছেন। সেই মিসগুলোও ভুগিয়েছে আর্জেন্টিনাকে। একদিকে মেসি নির্ভরশীলতা ও অন্যদিকে মেসির মিস দুটোই ভোগাচ্ছে আর্জেন্টিনাকে।
স্কোলানির কৌশল
চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৪-২-২-২ ছকে দল সাজিয়েছিলেন স্কোলানি। এরপর কলম্বিয়ার বিপক্ষে ৪-৩-৩ ফরমেশনে দল সাজিয়েছিলেন। একই কৌশল অবলম্বন করেছিলেন কোপায় চিলির বিপক্ষে ম্যাচেও। নির্দিষ্ট ফরম্যাশনে কোচের থিতু হতে না পারাও ভোগাচ্ছে দলটিকে। এর মাঝে দলের মূল দুই ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজ ও নিকোলাস গঞ্জালেসও ছন্দে নেই। এ দুজন একের পর এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না।
রক্ষণভাগে সমস্যা
আর্জেন্টিনার আরেকটি দুশ্চিন্তার নাম রক্ষণ। লুকাস মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো ও নিকোলাস ওতামেন্দি নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন। এমনকি ডিফেন্সিভ ট্যাকলও ঠিকঠাক করতে পারছে না আর্জেন্টিনার রক্ষণভাগ। যে কারণে প্রতিপক্ষ পেনাল্টিও পাচ্ছে বেশি। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ৫০ মিনিটে লুইস মুরিয়েলকে ডি-বক্সের ভেতর ফাউল করে বসেন ওতামেন্দি। পরে স্পটকিকে ব্যবধান কমান কলম্বিয়ান ফরোয়ার্ড। এরপর ম্যাচের শেষের অতিরিক্ত সময়ে ফরোয়ার্ড মিগুয়েল বোরজার হেডে ২-২ গোলে ম্যাচ ড্র করে কলম্বিয়া।
কদিন আগে প্রকাশিত আইসিসি উইমেনস টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে দুঃসংবাদ শুনেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। কুড়ি ওভারের সংস্করণে নিচের নেমে গেছে তারা। তবে সুখবর পেল আজ আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ের বার্ষিক হালনাগাদে। এই সংস্করণে ৮ নম্বর থেকে থেকে ৭ নম্বরে উঠে এসেছে নিগার সুলতানা জ্যোতির দল।
১২ ঘণ্টা আগেরাজনৈতিক ইস্যুতে দেশে একাধিক মামলার আসামি, পেশাদার ক্রিকেট থেকে দীর্ঘদিন দূরে সাকিব আল হাসান। সবশেষ সাড়ে পাঁচ মাস আগে আবুধাবি টি-টেন খেলেছেন এই অলরাউন্ডার। এর মাঝে অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হয়েছিলেন। যদিও চলতি বছরের মার্চে লন্ডনের আইসিসি অনুমোদিত ল্যাব থেকে বোলিং অ্যাকশনের পরীক্ষা...
১২ ঘণ্টা আগেওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
১৩ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
১৪ ঘণ্টা আগে