ক্রীড়া ডেস্ক
ঢাকা: প্রথমার্ধে গোল করে এগিয়ে থাকাই যেন আর্জেন্টিনার দুর্ভাগ্য! এগিয়ে থেকেও যে লিওনেল মেসিরা ম্যাচ জিততে পারছে না। ১১ দিনের ব্যবধানে তিনটি ম্যাচে এগিয়ে থেকেও জিততে পারেনি আকাশি–নীল শিবির। কাল ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচের আগেও নিশ্চয় এগিয়ে থেকে জিততে না পারার পরিসংখ্যান ভাবাবে লিওনেল স্কোলানির দলকে। এগিয়ে থেকে জিততে না পারার পাশাপাশি আরও কিছু সমস্যা ভোগাচ্ছে আর্জেন্টিনাকে। সেই সমস্যাগুলো এক নজরে দেখে নেওয়া যাক।
মেসির ওপর নির্ভরশীলতা
চিলির বিপক্ষে দুই ম্যাচেই মেসির গোলে আর্জেন্টিনা এগিয়ে ছিল ঠিকই। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মেসি কোনো গোল করেননি। এমনকি তিন ম্যাচে মেসি নিজেও কিছু সহজ সুযোগ মিস করেছেন। সেই মিসগুলোও ভুগিয়েছে আর্জেন্টিনাকে। একদিকে মেসি নির্ভরশীলতা ও অন্যদিকে মেসির মিস দুটোই ভোগাচ্ছে আর্জেন্টিনাকে।
স্কোলানির কৌশল
চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৪-২-২-২ ছকে দল সাজিয়েছিলেন স্কোলানি। এরপর কলম্বিয়ার বিপক্ষে ৪-৩-৩ ফরমেশনে দল সাজিয়েছিলেন। একই কৌশল অবলম্বন করেছিলেন কোপায় চিলির বিপক্ষে ম্যাচেও। নির্দিষ্ট ফরম্যাশনে কোচের থিতু হতে না পারাও ভোগাচ্ছে দলটিকে। এর মাঝে দলের মূল দুই ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজ ও নিকোলাস গঞ্জালেসও ছন্দে নেই। এ দুজন একের পর এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না।
রক্ষণভাগে সমস্যা
আর্জেন্টিনার আরেকটি দুশ্চিন্তার নাম রক্ষণ। লুকাস মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো ও নিকোলাস ওতামেন্দি নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন। এমনকি ডিফেন্সিভ ট্যাকলও ঠিকঠাক করতে পারছে না আর্জেন্টিনার রক্ষণভাগ। যে কারণে প্রতিপক্ষ পেনাল্টিও পাচ্ছে বেশি। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ৫০ মিনিটে লুইস মুরিয়েলকে ডি-বক্সের ভেতর ফাউল করে বসেন ওতামেন্দি। পরে স্পটকিকে ব্যবধান কমান কলম্বিয়ান ফরোয়ার্ড। এরপর ম্যাচের শেষের অতিরিক্ত সময়ে ফরোয়ার্ড মিগুয়েল বোরজার হেডে ২-২ গোলে ম্যাচ ড্র করে কলম্বিয়া।
ঢাকা: প্রথমার্ধে গোল করে এগিয়ে থাকাই যেন আর্জেন্টিনার দুর্ভাগ্য! এগিয়ে থেকেও যে লিওনেল মেসিরা ম্যাচ জিততে পারছে না। ১১ দিনের ব্যবধানে তিনটি ম্যাচে এগিয়ে থেকেও জিততে পারেনি আকাশি–নীল শিবির। কাল ব্রাসিলিয়ার মানে গারিঞ্চা স্টেডিয়ামে উরুগুয়ের বিপক্ষে কোপা আমেরিকার দ্বিতীয় ম্যাচ। এই ম্যাচের আগেও নিশ্চয় এগিয়ে থেকে জিততে না পারার পরিসংখ্যান ভাবাবে লিওনেল স্কোলানির দলকে। এগিয়ে থেকে জিততে না পারার পাশাপাশি আরও কিছু সমস্যা ভোগাচ্ছে আর্জেন্টিনাকে। সেই সমস্যাগুলো এক নজরে দেখে নেওয়া যাক।
মেসির ওপর নির্ভরশীলতা
চিলির বিপক্ষে দুই ম্যাচেই মেসির গোলে আর্জেন্টিনা এগিয়ে ছিল ঠিকই। কিন্তু কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে মেসি কোনো গোল করেননি। এমনকি তিন ম্যাচে মেসি নিজেও কিছু সহজ সুযোগ মিস করেছেন। সেই মিসগুলোও ভুগিয়েছে আর্জেন্টিনাকে। একদিকে মেসি নির্ভরশীলতা ও অন্যদিকে মেসির মিস দুটোই ভোগাচ্ছে আর্জেন্টিনাকে।
স্কোলানির কৌশল
চিলির বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৪-২-২-২ ছকে দল সাজিয়েছিলেন স্কোলানি। এরপর কলম্বিয়ার বিপক্ষে ৪-৩-৩ ফরমেশনে দল সাজিয়েছিলেন। একই কৌশল অবলম্বন করেছিলেন কোপায় চিলির বিপক্ষে ম্যাচেও। নির্দিষ্ট ফরম্যাশনে কোচের থিতু হতে না পারাও ভোগাচ্ছে দলটিকে। এর মাঝে দলের মূল দুই ফরোয়ার্ড লাওতারো মার্তিনেজ ও নিকোলাস গঞ্জালেসও ছন্দে নেই। এ দুজন একের পর এক সুযোগ পেয়েও কাজে লাগাতে পারছেন না।
রক্ষণভাগে সমস্যা
আর্জেন্টিনার আরেকটি দুশ্চিন্তার নাম রক্ষণ। লুকাস মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো ও নিকোলাস ওতামেন্দি নিজেদের দায়িত্ব পালনে ব্যর্থ হচ্ছেন। এমনকি ডিফেন্সিভ ট্যাকলও ঠিকঠাক করতে পারছে না আর্জেন্টিনার রক্ষণভাগ। যে কারণে প্রতিপক্ষ পেনাল্টিও পাচ্ছে বেশি। কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে ৫০ মিনিটে লুইস মুরিয়েলকে ডি-বক্সের ভেতর ফাউল করে বসেন ওতামেন্দি। পরে স্পটকিকে ব্যবধান কমান কলম্বিয়ান ফরোয়ার্ড। এরপর ম্যাচের শেষের অতিরিক্ত সময়ে ফরোয়ার্ড মিগুয়েল বোরজার হেডে ২-২ গোলে ম্যাচ ড্র করে কলম্বিয়া।
হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে সাফ আয়োজনের পরিকল্পনা করেছিল দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন। তবে সেই পরিকল্পনা হয়তো আলোর মুখ দেখছে না এবার। আজ কাঠমান্ডুতে অনুষ্ঠিত ফেডারেশনের সভায় একক ভেন্যুতেই সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের প্রস্তাব দিয়েছে সদস্যদেশগুলো।
১ ঘণ্টা আগেমিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের অনুশীলন নেটে একদৃষ্টে তাকিয়ে থাকা ক্যামেরা আর মোবাইল ফোনের লেন্স যেন অপেক্ষায় ছিল একজনের জন্য। তিনিই হলেন নাহিদ রানা। পেস বোলিংয়ে বাংলাদেশের নতুন গতির তারকা।
১ ঘণ্টা আগেমাঠের পারফরম্যান্সের মতোই ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠের অবস্থাও বিবর্ণ। ১১৫ বছর হয়ে গেছে ওল্ড ট্রাফোর্ড স্টেডিয়ামের। শতবর্ষ পেরিয়ে যাওয়া এই স্টেডিয়ামের অনেক কিছুই ক্ষয়ে গেছে। যার মধ্যে ছাদ ফুটো হয়ে জল পড়ার দৃশ্য ভাইরাল হয়ে গেছে। এই স্টেডিয়ামের কাছেই ৩১ হাজার কোটি টাকায় আইকনিক এক স্টেডিয়াম তৈরির প
৩ ঘণ্টা আগেভারতের রাজস্থানে গতকাল শুরু হয়েছে এশিয়ান লিজেন্ডস ক্রিকেট লিগ নামে একটি টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে ভারতের সাবেক তারকা ক্রিকেটারদের পাশাপাশি অবসরপ্রাপ্ত ঘরোয়া ক্রিকেটাররাও খেলছেন। অন্যান্য দেশের একাধিক সাবেক ক্রিকেটারও খেলছেন এই লিগে।
৪ ঘণ্টা আগে