ক্রীড়া ডেস্ক
ম্যানচেস্টার সিটিকে হারিয়ে গত মৌসুমে এফএ কাপ জেতার গৌরব অর্জন করে ক্রিস্টাল প্যালেস। ১২০ বছরের ইতিহাসে সেটি ছিল তাদের প্রথম শিরোপা। এই শিরোপা জিতে বড্ড ঝামেলায় পড়ে গেছে ক্লাবটির স্বত্বাধিকারী! এখন অংশীদারত্ব বিক্রি করতে চাচ্ছেন ক্লাবের অন্যতম অংশীদার জন টেক্সটর।
ক্রিস্টাল প্যালেসের ৪৩ শতাংশ অংশীদার আমেরিকান ব্যবসায়ী টেক্সটর। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, আরেক মার্কিন ব্যবসায়ী উডি জনসনের কাছে অংশীদারত্ব বিক্রি করার জন্য চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। চুক্তিটির মূল্য প্রায় ১৯০ মিলিয়ন পাউন্ড বলে জানা গেছে। তবে এটি কার্যকর হতে হলে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের অনুমোদন পেতে হবে। এর মধ্যে রয়েছে মালিকানা যাচাই এবং উপযুক্ততা পরীক্ষাও। উডি ও টেক্সটর আমেরিকান ফুটবল ক্লাব নিউইয়র্ক জেটসেরও স্বত্বাধিকারী। টেক্সটরের আবার অংশীদারত্ব রয়েছে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁর।
ক্রিস্টাল, লিওঁ, ব্রাজিলিয়ান বোতাফোগে ও বেলজিয়ান ক্লাব মলেনবিকের বর্তমান মালিকানা রয়েছে টেক্সটরের মাল্টি-ক্লাব কোম্পানি ‘ঈগল ফুটবল হোল্ডিংসের’ কাছে। একাধিক ক্লাবের অংশীদারত্ব হওয়ায় গ্যাঁড়াকলে টেক্সটর। যদিও গল্পটা অম্লমধুর। ক্রিস্টাল গত মৌসুমে এফএ কাপ জিতে ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। লিগ ওয়ানে লিওঁ ৬ নম্বরে থেকে মৌসুম শেষ করেছে, সরাসরি ইউরোপা লিগে জায়গা করেছে তারা। উয়েফার নিয়ম অনুযায়ী, এক মালিকানার একাধিক ক্লাব এক প্রতিযোগিতায় খেলতে পারবে না, যা ‘মাল্টি-ক্লাব ওনারশিপ’ নিয়ম নামে পরিচিত। মূলত এ জন্য টেক্সটর ক্রিস্টালের অংশীদারত্ব বিক্রি করছেন।
আরেকটি সুযোগ আছে মাল্টি-ক্লাব মালিকানার ক্লাবগুলোকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশ নিতে হলে কৌশলগত ও মালিকানা কাঠামোয় বদল আনতে হয়। উয়েফার নির্দেশ অনুযায়ী, ক্লাবগুলোর মালিকানার অংশ স্বতন্ত্র ট্রাস্টির কাছে হস্তান্তর করতে হবে। ক্লাব পরিচালনা স্বাধীন হবে, ক্লাবে কোনো ধরনের প্রভাব বা নির্দেশনা দিতে পারবেন না মূল বিনিয়োগকারী। উয়েফার ক্লাব ফাইন্যান্সিয়াল কন্ট্রোল বডি (সিএফসিবি) প্রথম চেম্বারের তত্ত্বাবধানে স্বতন্ত্র মালিকানা গঠন হয়।
ম্যানচেস্টার সিটিকে হারিয়ে গত মৌসুমে এফএ কাপ জেতার গৌরব অর্জন করে ক্রিস্টাল প্যালেস। ১২০ বছরের ইতিহাসে সেটি ছিল তাদের প্রথম শিরোপা। এই শিরোপা জিতে বড্ড ঝামেলায় পড়ে গেছে ক্লাবটির স্বত্বাধিকারী! এখন অংশীদারত্ব বিক্রি করতে চাচ্ছেন ক্লাবের অন্যতম অংশীদার জন টেক্সটর।
ক্রিস্টাল প্যালেসের ৪৩ শতাংশ অংশীদার আমেরিকান ব্যবসায়ী টেক্সটর। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, আরেক মার্কিন ব্যবসায়ী উডি জনসনের কাছে অংশীদারত্ব বিক্রি করার জন্য চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। চুক্তিটির মূল্য প্রায় ১৯০ মিলিয়ন পাউন্ড বলে জানা গেছে। তবে এটি কার্যকর হতে হলে প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষের অনুমোদন পেতে হবে। এর মধ্যে রয়েছে মালিকানা যাচাই এবং উপযুক্ততা পরীক্ষাও। উডি ও টেক্সটর আমেরিকান ফুটবল ক্লাব নিউইয়র্ক জেটসেরও স্বত্বাধিকারী। টেক্সটরের আবার অংশীদারত্ব রয়েছে ফরাসি ক্লাব অলিম্পিক লিওঁর।
ক্রিস্টাল, লিওঁ, ব্রাজিলিয়ান বোতাফোগে ও বেলজিয়ান ক্লাব মলেনবিকের বর্তমান মালিকানা রয়েছে টেক্সটরের মাল্টি-ক্লাব কোম্পানি ‘ঈগল ফুটবল হোল্ডিংসের’ কাছে। একাধিক ক্লাবের অংশীদারত্ব হওয়ায় গ্যাঁড়াকলে টেক্সটর। যদিও গল্পটা অম্লমধুর। ক্রিস্টাল গত মৌসুমে এফএ কাপ জিতে ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে। লিগ ওয়ানে লিওঁ ৬ নম্বরে থেকে মৌসুম শেষ করেছে, সরাসরি ইউরোপা লিগে জায়গা করেছে তারা। উয়েফার নিয়ম অনুযায়ী, এক মালিকানার একাধিক ক্লাব এক প্রতিযোগিতায় খেলতে পারবে না, যা ‘মাল্টি-ক্লাব ওনারশিপ’ নিয়ম নামে পরিচিত। মূলত এ জন্য টেক্সটর ক্রিস্টালের অংশীদারত্ব বিক্রি করছেন।
আরেকটি সুযোগ আছে মাল্টি-ক্লাব মালিকানার ক্লাবগুলোকে ইউরোপিয়ান প্রতিযোগিতায় অংশ নিতে হলে কৌশলগত ও মালিকানা কাঠামোয় বদল আনতে হয়। উয়েফার নির্দেশ অনুযায়ী, ক্লাবগুলোর মালিকানার অংশ স্বতন্ত্র ট্রাস্টির কাছে হস্তান্তর করতে হবে। ক্লাব পরিচালনা স্বাধীন হবে, ক্লাবে কোনো ধরনের প্রভাব বা নির্দেশনা দিতে পারবেন না মূল বিনিয়োগকারী। উয়েফার ক্লাব ফাইন্যান্সিয়াল কন্ট্রোল বডি (সিএফসিবি) প্রথম চেম্বারের তত্ত্বাবধানে স্বতন্ত্র মালিকানা গঠন হয়।
আবুধাবিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ানোর পর গত পরশু শেষ ওয়ানডেতে ২০০ রানের লজ্জার পরাজয়। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমর্থকদের হতাশার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা, ব্যঙ্গ রসিকতা তো হচ্ছেই। আজ দল যখন রাতে ফিরল, বিমানবন্দরে দুয়োও শুনতে হলো তাদের।
১১ ঘণ্টা আগেএশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
১২ ঘণ্টা আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
১৩ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
১৫ ঘণ্টা আগে