ক্রীড়া ডেস্ক
সান্টিয়াগো বার্নাব্যুতে গত রাতে লা লিগার ঘটনাবহুল এক ম্যাচই হয়েছে বলা যায়। আলমেরিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের রোমাঞ্চকর জয় তো রয়েছেই। একই সঙ্গে হয়েছে ফাউল ও কার্ডের ছড়াছড়ি। রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক।
রিয়াল-আলমেরিয়া ম্যাচে গোল হয়েছে ৫ টি। আলমেরিয়াকে ৩-২ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির রিয়াল। ম্যাচে রিয়াল ফাউল করেছে ৯ বার ও ১৭ বার ফাউল করেছে আলমেরিয়া। ৩টি ও ৫টি হলুদ কার্ড দেখেছে রিয়াল ও আলমেরিয়া। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় আলমেরিয়া। ১ ও ৪৩ মিনিটে গোল দুটি করেন লার্জি রামাজানি ও এদগার গনজালেজ। কোনো কার্ডও দেখাননি রেফারি। দ্বিতীয়ার্ধ থেকে শুরু হয় যত আলোচিত ঘটনা। ৫৭ মিনিটে জুড বেলিংহামের গোলে ব্যবধান কমায় রিয়াল। যেখানে রিয়ালের হোসেলুর হেড দেওয়া বল ঠেকাতে যান আলমেরিয়া ডিফেন্ডার কাইকি ফার্নান্দেজ। কাইকির হ্যান্ডবল হওয়ায় পেনাল্টি পেয়ে যায় রিয়াল। এরপর ৬১ মিনিটে আলমেরিয়ার সার্জিও আরিবাস গোল করলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে তা বাতিল করা হয়।
ঘটনা এখানেই শেষ হয়নি। ৬৭ মিনিটে অরেলিয়েঁ চুয়ামেনির ক্রস থেকে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমে ভিনির হ্যান্ডবল হয়েছে সন্দেহে গোল বাতিল করা হয়। পরে ভিএআরে দেখা যায়, বল লেগেছে ভিনির কাঁধে। ভিএআরের একের পর এক সুফল রিয়াল পাওয়ায় মাঠেই ক্ষোভ প্রকাশ করে আলমেরিয়া। আলমেরিয়ার মিডফিল্ডার গঞ্জালো মেলেরো বলেন, ‘আমাদের দল থেকে তিন পয়েন্ট চুরি করে নেওয়া হয়েছে, এটা পরিষ্কার। মাদ্রিদকে ম্যাচে ফেরানোর জন্য এর চেয়ে বেশি কিছু আর করতে পারতেন না তারা।’ অন্যদিকে রিয়াল কোচ আলচেলত্তি বলেন, ‘আমি বুঝতে পেরেছি সিদ্ধান্ত নিয়ে আলমেরিয়ার রাগের কারণ। তবে আমি মনে করি, সবগুলোই্ সঠিক ছিল। সেগুলো আবার দেখেছি। আমার মতে রেফারি সেগুলো সঠিক সিদ্ধান্ত দিয়েছেন। এখানে শুধু ভিএআর সিদ্ধান্ত দেয় না। ভিএআর পরামর্শ দেয় ও রেফারি সিদ্ধান্ত নেয়। আমার মতে, তিনি সঠিক ছিলেন।’
৩-২ গোলের জয়ে লা লিগায় এখন রিয়ালের পয়েন্ট ৫১। ২০ ম্যাচে ১৬ ম্যাচ জিতেছে, হেরেছে ৩ ম্যাচ ও ১ ম্যাচ ড্র হয়েছে। আনচেলত্তির দল পয়েন্ট তালিকায় দুইয়ে। ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জিরোনা। তারা খেলেছে ২১ ম্যাচ। ২০ ম্যাচ খেলে ৪৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বার্সেলোনা।
সান্টিয়াগো বার্নাব্যুতে গত রাতে লা লিগার ঘটনাবহুল এক ম্যাচই হয়েছে বলা যায়। আলমেরিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের রোমাঞ্চকর জয় তো রয়েছেই। একই সঙ্গে হয়েছে ফাউল ও কার্ডের ছড়াছড়ি। রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক।
রিয়াল-আলমেরিয়া ম্যাচে গোল হয়েছে ৫ টি। আলমেরিয়াকে ৩-২ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির রিয়াল। ম্যাচে রিয়াল ফাউল করেছে ৯ বার ও ১৭ বার ফাউল করেছে আলমেরিয়া। ৩টি ও ৫টি হলুদ কার্ড দেখেছে রিয়াল ও আলমেরিয়া। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় আলমেরিয়া। ১ ও ৪৩ মিনিটে গোল দুটি করেন লার্জি রামাজানি ও এদগার গনজালেজ। কোনো কার্ডও দেখাননি রেফারি। দ্বিতীয়ার্ধ থেকে শুরু হয় যত আলোচিত ঘটনা। ৫৭ মিনিটে জুড বেলিংহামের গোলে ব্যবধান কমায় রিয়াল। যেখানে রিয়ালের হোসেলুর হেড দেওয়া বল ঠেকাতে যান আলমেরিয়া ডিফেন্ডার কাইকি ফার্নান্দেজ। কাইকির হ্যান্ডবল হওয়ায় পেনাল্টি পেয়ে যায় রিয়াল। এরপর ৬১ মিনিটে আলমেরিয়ার সার্জিও আরিবাস গোল করলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে তা বাতিল করা হয়।
ঘটনা এখানেই শেষ হয়নি। ৬৭ মিনিটে অরেলিয়েঁ চুয়ামেনির ক্রস থেকে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমে ভিনির হ্যান্ডবল হয়েছে সন্দেহে গোল বাতিল করা হয়। পরে ভিএআরে দেখা যায়, বল লেগেছে ভিনির কাঁধে। ভিএআরের একের পর এক সুফল রিয়াল পাওয়ায় মাঠেই ক্ষোভ প্রকাশ করে আলমেরিয়া। আলমেরিয়ার মিডফিল্ডার গঞ্জালো মেলেরো বলেন, ‘আমাদের দল থেকে তিন পয়েন্ট চুরি করে নেওয়া হয়েছে, এটা পরিষ্কার। মাদ্রিদকে ম্যাচে ফেরানোর জন্য এর চেয়ে বেশি কিছু আর করতে পারতেন না তারা।’ অন্যদিকে রিয়াল কোচ আলচেলত্তি বলেন, ‘আমি বুঝতে পেরেছি সিদ্ধান্ত নিয়ে আলমেরিয়ার রাগের কারণ। তবে আমি মনে করি, সবগুলোই্ সঠিক ছিল। সেগুলো আবার দেখেছি। আমার মতে রেফারি সেগুলো সঠিক সিদ্ধান্ত দিয়েছেন। এখানে শুধু ভিএআর সিদ্ধান্ত দেয় না। ভিএআর পরামর্শ দেয় ও রেফারি সিদ্ধান্ত নেয়। আমার মতে, তিনি সঠিক ছিলেন।’
৩-২ গোলের জয়ে লা লিগায় এখন রিয়ালের পয়েন্ট ৫১। ২০ ম্যাচে ১৬ ম্যাচ জিতেছে, হেরেছে ৩ ম্যাচ ও ১ ম্যাচ ড্র হয়েছে। আনচেলত্তির দল পয়েন্ট তালিকায় দুইয়ে। ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জিরোনা। তারা খেলেছে ২১ ম্যাচ। ২০ ম্যাচ খেলে ৪৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বার্সেলোনা।
বিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৩১ মিনিট আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৩৪ মিনিট আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
২ ঘণ্টা আগেচলমান বিপিএলে ফিক্সিং ইস্যুতে ক্রিকেটার এনামুল হক বিজয়কে নিয়ে দেশত্যাগে নিষেধাজ্ঞার গুঞ্জনে সরগরম দেশের ক্রিকেটাঙ্গন। গণমাধ্যমে এ নিয়ে ছড়ানো নানা খবরের প্রেক্ষিতে আজকের পত্রিকাকে দেওয়া প্রতিক্রিয়ায় বিজয় বিষয়টি সরাসরি অস্বীকার করেছেন এবং নিজের অবস্থান পরিষ্কার করেছেন।
২ ঘণ্টা আগে