Ajker Patrika

‘বিতর্কিত’ রেফারিং নিয়ে মুখোমুখি রিয়াল ও আলমেরিয়া

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১৪: ৫২
‘বিতর্কিত’ রেফারিং নিয়ে মুখোমুখি রিয়াল ও আলমেরিয়া

সান্টিয়াগো বার্নাব্যুতে গত রাতে লা লিগার ঘটনাবহুল এক ম্যাচই হয়েছে বলা যায়। আলমেরিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের রোমাঞ্চকর জয় তো রয়েছেই। একই সঙ্গে হয়েছে ফাউল ও কার্ডের ছড়াছড়ি। রেফারির কিছু সিদ্ধান্ত নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। 

রিয়াল-আলমেরিয়া ম্যাচে গোল হয়েছে ৫ টি। আলমেরিয়াকে ৩-২ গোলে হারিয়েছে কার্লো আনচেলত্তির রিয়াল। ম্যাচে রিয়াল ফাউল করেছে ৯ বার ও ১৭ বার ফাউল করেছে আলমেরিয়া। ৩টি ও ৫টি হলুদ কার্ড দেখেছে রিয়াল ও আলমেরিয়া। প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে যায় আলমেরিয়া। ১ ও ৪৩ মিনিটে গোল দুটি করেন লার্জি রামাজানি ও এদগার গনজালেজ। কোনো কার্ডও দেখাননি রেফারি। দ্বিতীয়ার্ধ থেকে শুরু হয় যত আলোচিত ঘটনা। ৫৭ মিনিটে জুড বেলিংহামের গোলে ব্যবধান কমায় রিয়াল। যেখানে রিয়ালের হোসেলুর হেড দেওয়া বল ঠেকাতে যান আলমেরিয়া ডিফেন্ডার কাইকি ফার্নান্দেজ। কাইকির হ্যান্ডবল হওয়ায় পেনাল্টি পেয়ে যায় রিয়াল। এরপর ৬১ মিনিটে আলমেরিয়ার সার্জিও আরিবাস গোল করলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) মাধ্যমে তা বাতিল করা হয়। 

ঘটনা এখানেই শেষ হয়নি। ৬৭ মিনিটে অরেলিয়েঁ চুয়ামেনির ক্রস থেকে গোল করেন ভিনিসিয়ুস জুনিয়র। প্রথমে ভিনির হ্যান্ডবল হয়েছে সন্দেহে গোল বাতিল করা হয়। পরে ভিএআরে দেখা যায়, বল লেগেছে ভিনির কাঁধে। ভিএআরের একের পর এক সুফল রিয়াল পাওয়ায় মাঠেই ক্ষোভ প্রকাশ করে আলমেরিয়া। আলমেরিয়ার মিডফিল্ডার গঞ্জালো মেলেরো বলেন, ‘আমাদের দল থেকে তিন পয়েন্ট চুরি করে নেওয়া হয়েছে, এটা পরিষ্কার। মাদ্রিদকে ম্যাচে ফেরানোর জন্য এর চেয়ে বেশি কিছু আর করতে পারতেন না তারা।’ অন্যদিকে রিয়াল কোচ আলচেলত্তি বলেন, ‘আমি বুঝতে পেরেছি সিদ্ধান্ত নিয়ে আলমেরিয়ার রাগের কারণ। তবে আমি মনে করি, সবগুলোই্ সঠিক ছিল। সেগুলো আবার দেখেছি। আমার মতে রেফারি সেগুলো সঠিক সিদ্ধান্ত দিয়েছেন। এখানে শুধু ভিএআর সিদ্ধান্ত দেয় না। ভিএআর পরামর্শ দেয় ও রেফারি সিদ্ধান্ত নেয়। আমার মতে, তিনি সঠিক ছিলেন।’

৩-২ গোলের জয়ে লা লিগায় এখন রিয়ালের পয়েন্ট ৫১। ২০ ম্যাচে ১৬ ম্যাচ জিতেছে, হেরেছে ৩ ম্যাচ ও ১ ম্যাচ ড্র হয়েছে। আনচেলত্তির দল পয়েন্ট তালিকায় দুইয়ে। ৫২ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জিরোনা। তারা খেলেছে ২১ ম্যাচ। ২০ ম্যাচ খেলে ৪৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে বার্সেলোনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বীর্যে বিরল অ্যালার্জি, নারীর বন্ধ্যাত্ব নিয়ে চিকিৎসকদের নতুন সতর্কতা

সৌদি আরবের কেনা ক্ষেপণাস্ত্র ইসরায়েলকে দেওয়ার অনুরোধ যুক্তরাষ্ট্রের, প্রত্যাখ্যান করে কিসের ইঙ্গিত দিল রিয়াদ

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে ছেলের বঁটির আঘাতে এসআই আহত, আটক ২

নিহত ১১, আহত ৫০, ভারতের সেই মাঠ থেকে সরে যেতে পারে বিশ্বকাপ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত