Ajker Patrika

অলিম্পিক ফাইনালে হারের পর অবসরের ইঙ্গিত ব্রাজিলের মার্তার 

ক্রীড়া ডেস্ক
আপডেট : ১১ আগস্ট ২০২৪, ১১: ৫৯
অলিম্পিক ফাইনালে হারের পর অবসরের ইঙ্গিত ব্রাজিলের মার্তার 

বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার মার্তা জিতেছেন ছয়বার। ব্যক্তিগত পুরস্কারের ভান্ডারও পরিপূর্ণ। তবে কখনো ফুটবল বিশ্বকাপ বা অলিম্পিকে জেতা হয়নি স্বর্ণপদক। আরও একবার অলিম্পিক ফাইনালে উঠে শিরোপা না ছোঁয়ার আক্ষেপে পুড়তে হলো ব্রাজিলের কিংবদন্তি ফুটবলারকে। 

পার্ক দে প্রিন্সেসে গত রাতে নারী অলিম্পিকের ফাইনালে ব্রাজিলের মুখোমুখি হয়েছিল যুক্তরাষ্ট্র। ১৬ বছর পর ফাইনালের টিকিট কাটা ব্রাজিলের জন্য ম্যাচটি ছিল প্রতিশোধেরও। সেটা আর সম্ভব হয়নি। ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে নারী অলিম্পিকে পঞ্চম স্বর্ণপদক জিতল যুক্তরাষ্ট্র। অন্যদিকে ব্রাজিলের মেয়েরা তিনবার ফাইনালে উঠে প্রতিবারই রৌপ্য পদক নিয়ে বাড়ি ফিরতে হয়েছে। ২০০৪, ২০০৮, ২০২৪—তিনবার অলিম্পিক ফাইনালে ব্রাজিলের হারের সাক্ষী হয়েছেন মার্তা। 

২০২৭ নারী ফুটবল বিশ্বকাপ হবে ব্রাজিলে। ঘরের মাঠে বিশ্বকাপ উঁচিয়ে ধরবেন মার্তা—ফুটবলপ্রেমীদের অনেকে হয়তো এমন স্বপ্ন দেখছেন। তবে পার্ক দে প্রিন্সেসে গত রাতে ব্রাজিলের তারকা ফুটবলার অবসরের আভাস দিয়েছেন। যুক্তরাষ্ট্রের কাছে হারের পর মার্তা বলেন, ‘আমি মনে করি না যে আপনারা বিশ্বকাপে আবারও দেখতে পাবেন। কী হবে তা জানি না। জাতীয় দলের পরিকল্পনাও আমার জানা নেই। তবে দলকে যেকোনোভাবে সাহায্য করা আমার পরিকল্পনা। কারণ এটা আমার জীবন।’ 

নাইজেরিয়াকে হারিয়ে এবারের অলিম্পিক নারী ফুটবলে শুভসূচনা করেছিল ব্রাজিল। তবে জাপান ও স্পেনের কাছে হেরে গ্রুপ পর্বেই বাদ পড়ার শঙ্কা তৈরি হয় মার্তাদের। সব সমীকরণ মিলিয়ে নকআউট পর্বে ওঠে ব্রাজিল। কার্ডের নিষেধাজ্ঞা থাকায় মার্তা কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনালে খেলতে পারেননি। মার্তাকে ছাড়া ব্রাজিল সেমিফাইনালে স্পেনের বিপক্ষে নিয়েছে গ্রুপ পর্বের প্রতিশোধ। স্বর্ণপদক না জিততে পারলেও আক্ষেপ নেই মার্তার, ‘এই প্রতিযোগিতায় যা করেছি সেজন্য দলকে নিয়ে গর্বিত। এটা খুবই কঠিন এক টুর্নামেন্ট। প্রতি দুই দিনে একটি করে ম্যাচ ছিল। পাশাপাশি ছিল চোটও। তবে আমরা ফাইনালে উঠে সর্বোচ্চ লক্ষ্য অর্জন করতে পেরেছি। একটা পদক নেওয়ার লক্ষ্য ছিল আমাদের।’ 

অবসরের ইঙ্গিত দিলেও ব্রাজিল নারী ফুটবলের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন মার্তা। ব্রাজিলের মেয়েরা ভবিষ্যতে মেজর কোনো টুর্নামেন্ট জিতবে বলে আশা করছেন এই কিংবদন্তি, ‘ফুটবল থেকে পুরোপুরি হারিয়ে যাচ্ছি না। এই প্রজন্মের প্রতি অবদান রাখার চেষ্টা করছি আমি। তারা খুবই প্রতিভাবান দল। আমরা কী অর্জন করতে পারি, সেই ব্যাপারে তাদের ধারণা রয়েছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চকরিয়া থানার ওসিকে প্রত্যাহারের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

এনসিপির কর্মীদের ঢাকায় আনতে সরকারের বাস রিকুইজিশন, সমালোচনার ঝড়

নয়াদিল্লিতে নতুন হাইকমিশনার রিয়াজ হামিদুল্লাহ, ৩ মাস সময় নিল ভারত

চাপে পড়ে ৫টি বাস রিকুইজিশন দিয়েছেন পিরোজপুরের ডিসি, সরকারের হস্তক্ষেপ নেই: প্রেস সচিব

রাতে স্বামীর জন্মদিন উদ্‌যাপন, সকালে নদীতে মিলল নববধূর লাশ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত