গ্রাহাম পটারের অধীনে সময়টা ভালো যাচ্ছিল না চেলসির। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়ায় ৭ মাসও টেকেনি পটারের কোচের চাকরি। গতকাল পটারকে বরখাস্ত করেছে চেলসি। পটারের বরখাস্ত হওয়ার খবরে যেন ভক্তদের উচ্ছ্বাস বেড়েছে বহুগুণ।
পটারের বরখাস্ত হওয়া নিয়ে সামাজিকমাধ্যমে একের পর এক মন্তব্য করছেন নেটিজেনরা। কালিজয় নামের একজন টুইট করেছেন, ‘বিশ্বব্যাপী ৯০ কোটি চেলসি ভক্ত পটারের বরখাস্ত হওয়া উদযাপন করছে।’ কেউ কেউ পটারকে চেলসির ইতিহাসে বাজে কোচ বলছেন। জ্যান্টি নামের একজন টুইট করেছেন, ‘চেলসির ইতিহাসে সবচেয়ে বাজে কোচ গ্রাহাম পটার।’ মড নামের একজন টুইট করেছেন, ‘গ্রাহাম পটার আমাকে ওলের কথা মনে করিয়ে দিচ্ছে। মানুষ হিসেবে খুবই ভালো তবে এই চাকরি তার জন্য বেশ কঠিন হয়ে যাচ্ছে। গত ২০ বছরে আমাদের সবচেয়ে বাজে কোচ।’
গত বছরের ৮ সেপ্টেম্বর চেলসির দায়িত্ব নিয়েছিলেন পটার। প্রায় ৭ মাসের এই চাকরিতে তাঁর অধীনে ব্লুজরা খেলেছে ৩১ ম্যাচ। জিতেছে ১২ ম্যাচ, ড্র ৮ ম্যাচ এবং ১১ ম্যাচ হেরেছে চেলসি। পটারের অধীনে সর্বশেষ ম্যাচ ব্লুজরা খেলেছে গত পরশু। প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলে হেরে যায় চেলসি। প্রিমিয়ার লিগে খুব একটা সুবিধাজনক অবস্থানে ব্লুজদের রেখে যেতে পারেননি পটার। ২৮ ম্যাচে ১০ জয়, ৮ ড্র ও ১০ পরাজয়ে ৩৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে চেলসি।
গ্রাহাম পটারের অধীনে সময়টা ভালো যাচ্ছিল না চেলসির। ব্যর্থতার বৃত্তে ঘুরপাক খাওয়ায় ৭ মাসও টেকেনি পটারের কোচের চাকরি। গতকাল পটারকে বরখাস্ত করেছে চেলসি। পটারের বরখাস্ত হওয়ার খবরে যেন ভক্তদের উচ্ছ্বাস বেড়েছে বহুগুণ।
পটারের বরখাস্ত হওয়া নিয়ে সামাজিকমাধ্যমে একের পর এক মন্তব্য করছেন নেটিজেনরা। কালিজয় নামের একজন টুইট করেছেন, ‘বিশ্বব্যাপী ৯০ কোটি চেলসি ভক্ত পটারের বরখাস্ত হওয়া উদযাপন করছে।’ কেউ কেউ পটারকে চেলসির ইতিহাসে বাজে কোচ বলছেন। জ্যান্টি নামের একজন টুইট করেছেন, ‘চেলসির ইতিহাসে সবচেয়ে বাজে কোচ গ্রাহাম পটার।’ মড নামের একজন টুইট করেছেন, ‘গ্রাহাম পটার আমাকে ওলের কথা মনে করিয়ে দিচ্ছে। মানুষ হিসেবে খুবই ভালো তবে এই চাকরি তার জন্য বেশ কঠিন হয়ে যাচ্ছে। গত ২০ বছরে আমাদের সবচেয়ে বাজে কোচ।’
গত বছরের ৮ সেপ্টেম্বর চেলসির দায়িত্ব নিয়েছিলেন পটার। প্রায় ৭ মাসের এই চাকরিতে তাঁর অধীনে ব্লুজরা খেলেছে ৩১ ম্যাচ। জিতেছে ১২ ম্যাচ, ড্র ৮ ম্যাচ এবং ১১ ম্যাচ হেরেছে চেলসি। পটারের অধীনে সর্বশেষ ম্যাচ ব্লুজরা খেলেছে গত পরশু। প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে ২-০ গোলে হেরে যায় চেলসি। প্রিমিয়ার লিগে খুব একটা সুবিধাজনক অবস্থানে ব্লুজদের রেখে যেতে পারেননি পটার। ২৮ ম্যাচে ১০ জয়, ৮ ড্র ও ১০ পরাজয়ে ৩৮ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে চেলসি।
রংপুর রাইডার্সের সামনে সুযোগ ছিল গ্লোবাল সুপার লিগে টানা দ্বিতীয় শিরোপা জয়ের। গতকাল গায়নায় টুর্নামেন্টের দ্বিতীয় সংস্করণের ফাইনালে ব্যাটিং ব্যর্থতায় সেটি আর বাস্তবে পরিণত হয়নি। স্বাগতিক গায়ানা আমাজন ওয়ারিয়র্সের কাছে ৩২ রানে হেরে শিরোপা হারাল নুরুল হাসান সোহানের দল।
২ মিনিট আগেলস অ্যাঞ্জেলেস অলিম্পিক গেমসের ক্রিকেট কোথায়, কখন হবে তা চূড়ান্ত হয়েছে কদিন আগেই। তবে গেমস ক্রিকেটকে নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন—পুরুষ ও নারী বিভাগে কোন ছয়টি দল, কিসের ভিত্তিতে অংশ নেবে? এ প্রশ্নের উত্তর খুঁজতেই আইসিসি ওয়ার্কিং গ্রুপ গঠনের সিদ্ধান্ত নিয়েছে।
১ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। সেই জয়ের ধারা আজ শ্রীলঙ্কার বিপক্ষে রাখতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে পিটার বাটলারের দলের।
১ ঘণ্টা আগেসাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে টানা চার জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে বাংলাদেশ। সেই জয়ের ধারা আজ শ্রীলঙ্কার বিপক্ষে রাখতে পারলে চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ রয়েছে পিটার বাটলারের দলের। তবে এর আগে তাকিয়ে থাকতে হবে নেপাল-ভুটান ম্যাচের দিকে।
১ ঘণ্টা আগে