ক্রীড়া ডেস্ক
ফুটবল বিশ্বকাপে খেলা আলজেরিয়ার জন্য রীতিমতো ‘সোনার হরিণ’। বাছাইপর্বেই বেশির ভাগ সময় থেমে যায় তাদের পথচলা। অবশেষে তাদের দীর্ঘ এক যুগের অপেক্ষা ফুরোল। আফ্রিকা মহাদেশের এই দল জায়গা করে নিয়েছে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে।
মিলুদ হাদেফি স্টেডিয়ামে গত রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে আলজেরিয়া-সোমালিয়া। ‘জি’ গ্রুপের এই ম্যাচে সোমালিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আলজেরিয়া। আলজেরিয়ার ফরোয়ার্ড মোহাম্মদ আমুরা করেছেন জোড়া গোল। ৭ ও ৫৭ মিনিটে হয়েছে তাঁর এই দুই গোল। অপর গোল ১৯ মিনিটে করেছেন মাহরেজ। তাতে ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপের পর আলজেরিয়া এই প্রথম খেলতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। এখন পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ খেলেছে আলজেরিয়া।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী বছর হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। আয়োজক হিসেবে এই তিন দল বিশ্বকাপের মূলপর্বে উঠে গেছে। তারাসহ এখন পর্যন্ত ২০ দল ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে। জিবুতিকে পরশু ৩-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছিল মিসর। মাহরেজের আলজেরিয়া গতকাল ২০তম দল হিসেবে উঠেছে বিশ্বকাপে। ৯ ম্যাচের মধ্যে সাতটিতেই জিতেছে আলজেরিয়া। একটি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে। ২২ পয়েন্ট নিয়ে আফ্রিকা অঞ্চলের ‘জি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে আলজেরিয়া।
২০২৬ বিশ্বকাপে খেলবে ৪৮ দল। বাছাইপর্ব পেরিয়ে তিন স্বাগতিক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেবে আরও ৪৫টি দেশ। গতকাল পর্যন্ত তিন স্বাগতিকসহ ২০ দলের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে। উত্তর আমেরিকা থেকে অংশ নেবে ৬ দল। তিন আয়োজক দেশ বাদে আরও তিন দল উঠবে বিশ্বকাপের মূলপর্বে। ওশেনিয়া মহাদেশ থেকে একটা দল ওঠার কথা ছিল। এই অঞ্চল থেকে উঠেছে নিউজিল্যান্ড। ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে—লাতিন আমেরিকা থেকে এই ছয় দল বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে। এশিয়া থেকে ২, আফ্রিকা থেকে ৫ ও ইউরোপ থেকে ১৬ দলের এখনো বিশ্বকাপে ওঠা বাকি। এমনকি ইউরোপ থেকে একটা দলও বিশ্বকাপের মূল পর্বে উঠতে পারেনি।
২০২২ সালে সর্বশেষ কাতারে আয়োজিত ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। সেবার খেলেছিল ৩২ দল। আর্জেন্টিনা আগামী বছর নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে ৪৮ দলের বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের ১১ শহর, মেক্সিকোর তিন ও কানাডার দুই শহরে হবে আগামী বিশ্বকাপ।
২০২৬ বিশ্বকাপের মূলপর্বের টিকিট কেটেছে যে ২০ দল
আয়োজক: যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা (উত্তর আমেরিকা থেকে এখনো বাকি ৩)
এশিয়া: অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান (বাকি ২)
ওশেনিয়া: নিউজিল্যান্ড
দক্ষিণ আমেরিকা: ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে
আফ্রিকা: মরক্কো, তিউনিসিয়া, মিসর, আলজেরিয়া (বাকি ৫)
ইউরোপ: কেউ কাটেনি মূলপর্বের টিকিট (বাকি ১৬)
ফুটবল বিশ্বকাপে খেলা আলজেরিয়ার জন্য রীতিমতো ‘সোনার হরিণ’। বাছাইপর্বেই বেশির ভাগ সময় থেমে যায় তাদের পথচলা। অবশেষে তাদের দীর্ঘ এক যুগের অপেক্ষা ফুরোল। আফ্রিকা মহাদেশের এই দল জায়গা করে নিয়েছে ২০২৬ বিশ্বকাপের মূলপর্বে।
মিলুদ হাদেফি স্টেডিয়ামে গত রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে মুখোমুখি হয়েছে আলজেরিয়া-সোমালিয়া। ‘জি’ গ্রুপের এই ম্যাচে সোমালিয়াকে ৩-০ গোলে হারিয়েছে আলজেরিয়া। আলজেরিয়ার ফরোয়ার্ড মোহাম্মদ আমুরা করেছেন জোড়া গোল। ৭ ও ৫৭ মিনিটে হয়েছে তাঁর এই দুই গোল। অপর গোল ১৯ মিনিটে করেছেন মাহরেজ। তাতে ব্রাজিলে অনুষ্ঠিত ২০১৪ বিশ্বকাপের পর আলজেরিয়া এই প্রথম খেলতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। এখন পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ খেলেছে আলজেরিয়া।
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে আগামী বছর হবে ২৩তম ফুটবল বিশ্বকাপ। আয়োজক হিসেবে এই তিন দল বিশ্বকাপের মূলপর্বে উঠে গেছে। তারাসহ এখন পর্যন্ত ২০ দল ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছে। জিবুতিকে পরশু ৩-০ গোলে হারিয়ে ২০২৬ বিশ্বকাপের টিকিট কেটেছিল মিসর। মাহরেজের আলজেরিয়া গতকাল ২০তম দল হিসেবে উঠেছে বিশ্বকাপে। ৯ ম্যাচের মধ্যে সাতটিতেই জিতেছে আলজেরিয়া। একটি করে ম্যাচ হেরেছে ও ড্র করেছে। ২২ পয়েন্ট নিয়ে আফ্রিকা অঞ্চলের ‘জি’ গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে আলজেরিয়া।
২০২৬ বিশ্বকাপে খেলবে ৪৮ দল। বাছাইপর্ব পেরিয়ে তিন স্বাগতিক কানাডা, মেক্সিকো ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগ দেবে আরও ৪৫টি দেশ। গতকাল পর্যন্ত তিন স্বাগতিকসহ ২০ দলের বিশ্বকাপে খেলা নিশ্চিত হয়েছে। উত্তর আমেরিকা থেকে অংশ নেবে ৬ দল। তিন আয়োজক দেশ বাদে আরও তিন দল উঠবে বিশ্বকাপের মূলপর্বে। ওশেনিয়া মহাদেশ থেকে একটা দল ওঠার কথা ছিল। এই অঞ্চল থেকে উঠেছে নিউজিল্যান্ড। ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে—লাতিন আমেরিকা থেকে এই ছয় দল বিশ্বকাপের মূল পর্বের টিকিট কেটেছে। এশিয়া থেকে ২, আফ্রিকা থেকে ৫ ও ইউরোপ থেকে ১৬ দলের এখনো বিশ্বকাপে ওঠা বাকি। এমনকি ইউরোপ থেকে একটা দলও বিশ্বকাপের মূল পর্বে উঠতে পারেনি।
২০২২ সালে সর্বশেষ কাতারে আয়োজিত ফুটবল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা। সেবার খেলেছিল ৩২ দল। আর্জেন্টিনা আগামী বছর নামবে শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে। আগামী বছরের ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত হবে ৪৮ দলের বিশ্বকাপ। যুক্তরাষ্ট্রের ১১ শহর, মেক্সিকোর তিন ও কানাডার দুই শহরে হবে আগামী বিশ্বকাপ।
২০২৬ বিশ্বকাপের মূলপর্বের টিকিট কেটেছে যে ২০ দল
আয়োজক: যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কানাডা (উত্তর আমেরিকা থেকে এখনো বাকি ৩)
এশিয়া: অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান (বাকি ২)
ওশেনিয়া: নিউজিল্যান্ড
দক্ষিণ আমেরিকা: ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে
আফ্রিকা: মরক্কো, তিউনিসিয়া, মিসর, আলজেরিয়া (বাকি ৫)
ইউরোপ: কেউ কাটেনি মূলপর্বের টিকিট (বাকি ১৬)
কাগিসো রাবাদাকে বোল্ড করে শাহিন শাহ আফ্রিদির সেই চিরচেনা উদযাপন। দুই হাত প্রসারিত করলেন শূন্যে। শাহিনের এই উদযাপন যে পুরো পাকিস্তান দলেরই প্রতীকী উদযাপন হয়ে গেল। লাহোরে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকাকে ৯৩ রানে হারিয়েছে পাকিস্তান।
২ মিনিট আগেওয়েস্ট ইন্ডিজের সেই স্বর্ণালী যুগ এখন আর নেই। ‘প্রিয়’ সংস্করণ টি-টোয়েন্টিতেই কদিন আগে ক্যারিবীয়রা সিরিজ খুইয়েছে নেপালের কাছে। ক্রিকেটের অপর দুই সংস্করণ ওয়ানডে ও টেস্টে শুধু হতাশা আর হতাশা। হারিয়ে খুঁজতে থাকা ওয়েস্ট ইন্ডিজ দলকে অনুপ্রেরণা দিয়েছেন ভারতের প্রধান কোচ গৌতম গম্ভীর।
১ ঘণ্টা আগেরেকর্ডের পর রেকর্ড গড়ে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়সকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ছুটে চলেছেন আপন গতিতে। আল নাসর, পর্তুগালের জার্সিতে গোল করে চলছেন তিনি। তবে রোনালদোর রেকর্ড গড়ার রাতেও যে ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে পারল না পর্তুগিজরা।
১ ঘণ্টা আগেএবারের নারী ওয়ানডে বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচ খেলেছে পাকিস্তান। কিন্তু এখনো জয়ের দেখা পায়নি। আজ তারা নামবে টুর্নামেন্টে প্রথম জয়ের খোঁজে। কলম্বোতে বাংলাদেশ সময় বেলা সাড়ে ৩টায় বিশ্বকাপের ম্যাচে মুখোমুখি হবে ইংল্যান্ড-পাকিস্তান।
২ ঘণ্টা আগে