Ajker Patrika

লিভারপুলের সঙ্গে আরও ২ বছরের চুক্তি করলেন সালাহ

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১১ এপ্রিল ২০২৫, ১৫: ২৪
লিভারপুলের সঙ্গে আরও ২ বছর চুক্তি হয়েছে মোহামেদ সালাহর। ছবি: এএফপি
লিভারপুলের সঙ্গে আরও ২ বছর চুক্তি হয়েছে মোহামেদ সালাহর। ছবি: এএফপি

লিভারপুলের সঙ্গে চলতি মৌসুম শেষে মোহামেদ সালাহর চুক্তি শেষ হওয়ার গুঞ্জনটাই চলছিল বেশি। শেষ পর্যন্ত সেটা গুঞ্জন হিসেবেই থেকে গেল। মিসরীয় ফরোয়ার্ডের সঙ্গে আজ নতুন চুক্তি হয়েছে লিভারপুলের। ইংলিশ ক্লাবটি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে সেটা নিশ্চিত করেছে।

সালাহর সঙ্গে লিভারপুলের নতুন চুক্তিটা দুই বছরের। তার মানে ২০২৭ পর্যন্ত এই ক্লাবেই থাকছেন মিসরীয় ফরোয়ার্ড। চুক্তি স্বাক্ষর শেষে লিভারপুলকে সালাহ বলেছেন, ‘স্বাক্ষর করেছি। কারণ, আমাদের আরও শিরোপা জেতার সুযোগ রয়েছে। নিজের খেলা উপভোগ করতে পারাটা দারুণ ব্যাপার। ক্যারিয়ারের-সেরা বছরগুলো কাটিয়েছি এখানেই। আট বছর খেলেছি। এটা ১০ বছর হবে বলে আশা করছি।’

লিভারপুলে গত আট বছরে অসংখ্য রেকর্ড গড়েছেন সালাহ। অ্যানফিল্ড তো বটেই, অন্যান্য ভেন্যুতেও ভক্ত-সমর্থকদের ভালোবাসা পেয়েছেন তিনি। ভবিষ্যতে অলরেডরা আরও শিরোপা জিতবে বলে সালাহ আত্মবিশ্বাসী। মিসরীয় ফরোয়ার্ড বলেন, ‘ভক্ত-সমর্থকদের বলতে চাই, লিভারপুলে থাকতে পেরে খুব খুশি। চুক্তিতে স্বাক্ষর করেছি। একসঙ্গে বড় বড় শিরোপা জিততে পারব বলে আমার বিশ্বাস। ভবিষ্যতে আরও শিরোপা জিততে যাচ্ছি আমরা।’

ইতালির ক্লাব এএস রোমা থেকে ২০১৭ সালে লিভারপুলে আসেন সালাহ। আট বছরের ক্যারিয়ারে লিভারপুলের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবলে খেলেছেন ৩৯৪ ম্যাচ। ইংলিশ ক্লাবটির হয়ে ২৪৩ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ১০১ গোলে। একটি করে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, কমিউনিটি শিল্ড, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ জিতেছেন লিভারপুলের জার্সিতে। দুবার জিতেছেন লিগ কাপ।

যত দিন যাচ্ছে, সালাহ হয়ে উঠছেন আরও দুর্দান্ত। লিভারপুলের জার্সিতে ২০২৪-২৫ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৪৫ ম্যাচ। ৩২ গোলের পাশাপাশি ২২ গোলে অ্যাসিস্ট করেছেন। ২৭ গোল করে এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা মিসরীয় ফরোয়ার্ড। সালাহর চুক্তি উপলক্ষেই যে আজ লিভারপুল সামাজিক মাধ্যমে এত সরব, সেটা তো বোঝাই যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত