ক্রীড়া ডেস্ক
লিভারপুলের সঙ্গে চলতি মৌসুম শেষে মোহামেদ সালাহর চুক্তি শেষ হওয়ার গুঞ্জনটাই চলছিল বেশি। শেষ পর্যন্ত সেটা গুঞ্জন হিসেবেই থেকে গেল। মিসরীয় ফরোয়ার্ডের সঙ্গে আজ নতুন চুক্তি হয়েছে লিভারপুলের। ইংলিশ ক্লাবটি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে সেটা নিশ্চিত করেছে।
সালাহর সঙ্গে লিভারপুলের নতুন চুক্তিটা দুই বছরের। তার মানে ২০২৭ পর্যন্ত এই ক্লাবেই থাকছেন মিসরীয় ফরোয়ার্ড। চুক্তি স্বাক্ষর শেষে লিভারপুলকে সালাহ বলেছেন, ‘স্বাক্ষর করেছি। কারণ, আমাদের আরও শিরোপা জেতার সুযোগ রয়েছে। নিজের খেলা উপভোগ করতে পারাটা দারুণ ব্যাপার। ক্যারিয়ারের-সেরা বছরগুলো কাটিয়েছি এখানেই। আট বছর খেলেছি। এটা ১০ বছর হবে বলে আশা করছি।’
লিভারপুলে গত আট বছরে অসংখ্য রেকর্ড গড়েছেন সালাহ। অ্যানফিল্ড তো বটেই, অন্যান্য ভেন্যুতেও ভক্ত-সমর্থকদের ভালোবাসা পেয়েছেন তিনি। ভবিষ্যতে অলরেডরা আরও শিরোপা জিতবে বলে সালাহ আত্মবিশ্বাসী। মিসরীয় ফরোয়ার্ড বলেন, ‘ভক্ত-সমর্থকদের বলতে চাই, লিভারপুলে থাকতে পেরে খুব খুশি। চুক্তিতে স্বাক্ষর করেছি। একসঙ্গে বড় বড় শিরোপা জিততে পারব বলে আমার বিশ্বাস। ভবিষ্যতে আরও শিরোপা জিততে যাচ্ছি আমরা।’
ইতালির ক্লাব এএস রোমা থেকে ২০১৭ সালে লিভারপুলে আসেন সালাহ। আট বছরের ক্যারিয়ারে লিভারপুলের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবলে খেলেছেন ৩৯৪ ম্যাচ। ইংলিশ ক্লাবটির হয়ে ২৪৩ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ১০১ গোলে। একটি করে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, কমিউনিটি শিল্ড, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ জিতেছেন লিভারপুলের জার্সিতে। দুবার জিতেছেন লিগ কাপ।
যত দিন যাচ্ছে, সালাহ হয়ে উঠছেন আরও দুর্দান্ত। লিভারপুলের জার্সিতে ২০২৪-২৫ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৪৫ ম্যাচ। ৩২ গোলের পাশাপাশি ২২ গোলে অ্যাসিস্ট করেছেন। ২৭ গোল করে এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা মিসরীয় ফরোয়ার্ড। সালাহর চুক্তি উপলক্ষেই যে আজ লিভারপুল সামাজিক মাধ্যমে এত সরব, সেটা তো বোঝাই যাচ্ছে।
লিভারপুলের সঙ্গে চলতি মৌসুম শেষে মোহামেদ সালাহর চুক্তি শেষ হওয়ার গুঞ্জনটাই চলছিল বেশি। শেষ পর্যন্ত সেটা গুঞ্জন হিসেবেই থেকে গেল। মিসরীয় ফরোয়ার্ডের সঙ্গে আজ নতুন চুক্তি হয়েছে লিভারপুলের। ইংলিশ ক্লাবটি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে সেটা নিশ্চিত করেছে।
সালাহর সঙ্গে লিভারপুলের নতুন চুক্তিটা দুই বছরের। তার মানে ২০২৭ পর্যন্ত এই ক্লাবেই থাকছেন মিসরীয় ফরোয়ার্ড। চুক্তি স্বাক্ষর শেষে লিভারপুলকে সালাহ বলেছেন, ‘স্বাক্ষর করেছি। কারণ, আমাদের আরও শিরোপা জেতার সুযোগ রয়েছে। নিজের খেলা উপভোগ করতে পারাটা দারুণ ব্যাপার। ক্যারিয়ারের-সেরা বছরগুলো কাটিয়েছি এখানেই। আট বছর খেলেছি। এটা ১০ বছর হবে বলে আশা করছি।’
লিভারপুলে গত আট বছরে অসংখ্য রেকর্ড গড়েছেন সালাহ। অ্যানফিল্ড তো বটেই, অন্যান্য ভেন্যুতেও ভক্ত-সমর্থকদের ভালোবাসা পেয়েছেন তিনি। ভবিষ্যতে অলরেডরা আরও শিরোপা জিতবে বলে সালাহ আত্মবিশ্বাসী। মিসরীয় ফরোয়ার্ড বলেন, ‘ভক্ত-সমর্থকদের বলতে চাই, লিভারপুলে থাকতে পেরে খুব খুশি। চুক্তিতে স্বাক্ষর করেছি। একসঙ্গে বড় বড় শিরোপা জিততে পারব বলে আমার বিশ্বাস। ভবিষ্যতে আরও শিরোপা জিততে যাচ্ছি আমরা।’
ইতালির ক্লাব এএস রোমা থেকে ২০১৭ সালে লিভারপুলে আসেন সালাহ। আট বছরের ক্যারিয়ারে লিভারপুলের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবলে খেলেছেন ৩৯৪ ম্যাচ। ইংলিশ ক্লাবটির হয়ে ২৪৩ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ১০১ গোলে। একটি করে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, কমিউনিটি শিল্ড, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ জিতেছেন লিভারপুলের জার্সিতে। দুবার জিতেছেন লিগ কাপ।
যত দিন যাচ্ছে, সালাহ হয়ে উঠছেন আরও দুর্দান্ত। লিভারপুলের জার্সিতে ২০২৪-২৫ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৪৫ ম্যাচ। ৩২ গোলের পাশাপাশি ২২ গোলে অ্যাসিস্ট করেছেন। ২৭ গোল করে এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা মিসরীয় ফরোয়ার্ড। সালাহর চুক্তি উপলক্ষেই যে আজ লিভারপুল সামাজিক মাধ্যমে এত সরব, সেটা তো বোঝাই যাচ্ছে।
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লাহোর কালান্দার্সের জন্য হুমকি হয়ে উঠছিলেন রাইলি রুশো। উইকেটে এসে বোলারদের ওপর চড়াও হতে থাকেন তিনি। রিশাদ হোসেনকেও পড়তে হয় সেই ঝড়ের কবলে। তবে রুশোর সাজঘরের পথ দেখিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাংলাদেশের এই স্পিনার। তাঁর ঘূর্ণিতে চড়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোরও পায় দারুণ এক
৩ ঘণ্টা আগেঅবনমন অঞ্চলঘেঁষা দল দেপোর্তিভো আলাভেস। তাদের বিপক্ষে জিততে গিয়ে ঘাম ছুটে গেল রিয়াল মাদ্রিদের। বোঝাই যাচ্ছে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে হারের ধাক্কা সেভাবে কাটিয়ে উঠতে পারেনি তারা। তবে ১-০ গোলের জয় স্বস্তি দিচ্ছে লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে।
৫ ঘণ্টা আগেজিততে হলে গড়তে হবে রেকর্ড। এমন সমীকরণে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নামে বাংলাদেশ। রোমাঞ্চ ছড়ানো ২ উইকেটের জয়ে রেকর্ড গড়েই মাঠ ছাড়ে নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে এটি টানা দ্বিতীয় জয় তাদের।
৬ ঘণ্টা আগেপাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জার্সিতে অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। আসরের প্রথম ম্যাচে এই লেগ স্পিনারকে অবশ্য একাদশে রাখেনি লাহোর। আজ কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ডেভিড ভিসেকে বসিয়ে রিশাদকে নামিয়েছে তারা। বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার খেলার স্বাদ পেলেন রিশাদ। তাঁকে লাহো
৭ ঘণ্টা আগে