রিয়াল মাদ্রিদের বিপক্ষে গতকাল নায়ক হওয়ার সুযোগ ছিল ম্যানুয়েল নয়্যারের। ম্যাচে দুর্দান্ত কিছু সেভ করে বুঝতেই দিচ্ছিলেন না তাঁর ৩৮ বছর বয়সকে। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে ভুল করে খলনায়ক বনে গেছেন তিনি।
অথচ, বায়ার্নের গোলবারের নিচে অতন্দ্র প্রহরী ছিলেন নয়্যার। দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোর নিশ্চিত দুটি গোল অবিশ্বাস্যভাবে সেভ করে বায়ার্নকে ফাইনালের পথেই নিয়ে যাচ্ছিলেন তিনি। এ দুটি সেভের বাইরে ম্যাচে রিয়ালের আরও কিছু দুর্দান্ত আক্রমণও নসাৎ করেছেন তিনি।
বদলি নামা আলফানসো ডেভিসের করা গোলে এগিয়ে থেকে বায়ার্ন যখন ম্যাচ শেষের প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই শিশুতোষ এক ভুল করে বসলেন নয়ার। ৮৮ মিনিটে করা তাঁর ভুলে সুযোগ পেয়েই কাজে লাগিয়ে রিয়ালের নায়ক বনে গেলেন হোসেলু। ভিনিসুয়ুসের শট বুকে নিতে গিয়ে হঠাৎ করে একটু ওপরে উঠে গেলে পাশে থাকা স্প্যানিশ ফরোয়ার্ড দ্রুতই নয়্যারের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে দেন। ৩ মিনিট পর যোগ করা সময়ে গোল করে বায়ার্নের কাছ থেকে ম্যাচটাই ছিনিয়ে নিলেন সুপার সাব হোসেলু। হোসেলুর জোড়া গোলেই ২-১ ব্যবধানে জিতে ওয়েম্বলির ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল। দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে ফাইনাল নিশ্চিত হওয়ায় ১৫ তম চ্যাম্পিয়নস লিগ জয়ের অপেক্ষায় এখন তারা। লন্ডনের ওয়েম্বলির ১ জুনের ফাইনালে লস ব্ল্যাঙ্কোসদের প্রতিপক্ষ জার্মানির আরেক পরাশক্তি বরুসিয়া ডর্টমুন্ড।
আরেকটি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ট্রফি পাওয়ার সুযোগ পেয়ে যখন উচ্ছ্বসিত রিয়ালের খেলোয়াড়েরা তখন নিজের ভুলের ব্যাখ্যায় ভাষা হারিয়ে ফেলেছেন নয়্যার। ম্যাচ শেষে বায়ার্ন গোলরক্ষক বলেছেন, ‘এই মুহূর্তে আমার অনুভূতি এখন কেমন যারা ফুটবল খেলেছে তারা জানে। ৮৫ মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানে আমরা ম্যাচে এগিয়ে ছিলাম। এটা (ভুলটা) এক তিক্ত অভিজ্ঞতা। আমরা লন্ডনে এক ধাপ এগিয়ে যাব, নিজেদের ফাইনালে দেখছি, কিন্তু এখন আমি ভাষা হারিয়ে ফেলছি।’
নয়্যারের ভুলটা যে অপ্রত্যাশিত তা মানছেন বায়ার্ন কোচ টমাস টুখেলও। তাই শিষ্যের পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘মানু অবিশ্বাস্য ভালো করছিল। কিন্তু এরপরেই এমন একটি ভুল করল যা সে ১০০ বছরেও করত না।’
রিয়াল মাদ্রিদের বিপক্ষে গতকাল নায়ক হওয়ার সুযোগ ছিল ম্যানুয়েল নয়্যারের। ম্যাচে দুর্দান্ত কিছু সেভ করে বুঝতেই দিচ্ছিলেন না তাঁর ৩৮ বছর বয়সকে। কিন্তু ম্যাচের শেষ মুহূর্তে ভুল করে খলনায়ক বনে গেছেন তিনি।
অথচ, বায়ার্নের গোলবারের নিচে অতন্দ্র প্রহরী ছিলেন নয়্যার। দুই ব্রাজিলিয়ান ভিনিসিয়ুস জুনিয়র ও রদ্রিগোর নিশ্চিত দুটি গোল অবিশ্বাস্যভাবে সেভ করে বায়ার্নকে ফাইনালের পথেই নিয়ে যাচ্ছিলেন তিনি। এ দুটি সেভের বাইরে ম্যাচে রিয়ালের আরও কিছু দুর্দান্ত আক্রমণও নসাৎ করেছেন তিনি।
বদলি নামা আলফানসো ডেভিসের করা গোলে এগিয়ে থেকে বায়ার্ন যখন ম্যাচ শেষের প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই শিশুতোষ এক ভুল করে বসলেন নয়ার। ৮৮ মিনিটে করা তাঁর ভুলে সুযোগ পেয়েই কাজে লাগিয়ে রিয়ালের নায়ক বনে গেলেন হোসেলু। ভিনিসুয়ুসের শট বুকে নিতে গিয়ে হঠাৎ করে একটু ওপরে উঠে গেলে পাশে থাকা স্প্যানিশ ফরোয়ার্ড দ্রুতই নয়্যারের দুই পায়ের ফাঁক দিয়ে বল জালে জড়িয়ে দেন। ৩ মিনিট পর যোগ করা সময়ে গোল করে বায়ার্নের কাছ থেকে ম্যাচটাই ছিনিয়ে নিলেন সুপার সাব হোসেলু। হোসেলুর জোড়া গোলেই ২-১ ব্যবধানে জিতে ওয়েম্বলির ফাইনাল নিশ্চিত করেছে রিয়াল। দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে ফাইনাল নিশ্চিত হওয়ায় ১৫ তম চ্যাম্পিয়নস লিগ জয়ের অপেক্ষায় এখন তারা। লন্ডনের ওয়েম্বলির ১ জুনের ফাইনালে লস ব্ল্যাঙ্কোসদের প্রতিপক্ষ জার্মানির আরেক পরাশক্তি বরুসিয়া ডর্টমুন্ড।
আরেকটি মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ট্রফি পাওয়ার সুযোগ পেয়ে যখন উচ্ছ্বসিত রিয়ালের খেলোয়াড়েরা তখন নিজের ভুলের ব্যাখ্যায় ভাষা হারিয়ে ফেলেছেন নয়্যার। ম্যাচ শেষে বায়ার্ন গোলরক্ষক বলেছেন, ‘এই মুহূর্তে আমার অনুভূতি এখন কেমন যারা ফুটবল খেলেছে তারা জানে। ৮৫ মিনিট পর্যন্ত ১-০ ব্যবধানে আমরা ম্যাচে এগিয়ে ছিলাম। এটা (ভুলটা) এক তিক্ত অভিজ্ঞতা। আমরা লন্ডনে এক ধাপ এগিয়ে যাব, নিজেদের ফাইনালে দেখছি, কিন্তু এখন আমি ভাষা হারিয়ে ফেলছি।’
নয়্যারের ভুলটা যে অপ্রত্যাশিত তা মানছেন বায়ার্ন কোচ টমাস টুখেলও। তাই শিষ্যের পাশে দাঁড়িয়ে বলেছেন, ‘মানু অবিশ্বাস্য ভালো করছিল। কিন্তু এরপরেই এমন একটি ভুল করল যা সে ১০০ বছরেও করত না।’
বাংলাদেশ টেস্ট ক্রিকেট খেলছে প্রায় দুই যুগ ধরে। ২০০০ সালের নভেম্বরে ভারতের বিপক্ষে ঐতিহাসিক অভিষেকের পর প্রথম জয় পেতে সময় লেগেছিল চার বছরের বেশি। এই দীর্ঘ পথচলায় টেস্টে বাংলাদেশের প্রাপ্তি খুব একটা সমৃদ্ধ নয়। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তানের মতো বড় দলকে হারানোর কিছু সাফল্য এসেছে
১ ঘণ্টা আগেজিতলেই বিশ্বকাপ—এমন সমীকরণ নিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিততে পারেননি নিগার সুলতানা জ্যোতিরা। মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে আজ পাকিস্তানের বিপক্ষেও একই সমীকরণ নিয়ে খেলে হেরেছেন বাংলাদেশের মেয়েরা। ৭ উইকেটের হারে জ্যোতিদের বিশ্বকাপ-ভাগ্য এখন ওয়েস্ট ইন্ডিজের হাতে। বিকেলে শুরু হওয়া থাই মেয়েদের বিপক্ষে
২ ঘণ্টা আগেজিম্বাবুয়ে আর সিলেট দুটোই যেন প্রিয় তাইজুল ইসলামের। টেস্টে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে ৪১টি করে উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার। কাল থেকে সিলেটে আন্তর্জাতিক স্টেডিয়ামে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট। সবকিছু ঠিক থাকলে অভিজ্ঞ তাইজুলকেও দেখা যেতে পারে একাদশে।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) আর্থিক অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়েছিল দুর্নীতি দমন কমিশনের (দুদক) এনফোর্সমেন্ট ইনভেস্টিগেশন ইউনিট। যেখানে মুজিব বর্ষ উদ্যাপনে বিসিবির ব্যয়ে প্রায় ১৮ কোটি টাকার গরমিল পেয়েছে তদন্ত দলটি। পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টিকিট...
৪ ঘণ্টা আগে