Ajker Patrika

চোখধাঁধানো গোলে সৌদি পর্ব শুরু বেনজেমার

আপডেট : ২৮ জুলাই ২০২৩, ১৫: ৫৫
চোখধাঁধানো গোলে সৌদি পর্ব শুরু বেনজেমার

সৌদি আরবে করিম বেনজেমার অভিষেক হয়েছে মনে রাখার মতোই। আল ইত্তিহাদের জার্সিতে দুর্দান্ত এক গোল যেমন করেছেন, তেমনি সতীর্থকে গোল করতে অ্যাসিস্টও করেছেন ফরাসি এই ফরোয়ার্ড।

কিং ফাহাদ স্টেডিয়ামে গতকাল আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ইএস তিউনিস-আল ইত্তিহাদ। মিডফিল্ডার উসামা বুগুয়েরার গোলে ২৬ মিনিটে এগিয়ে যায় তিউনিস। সমতায় ফিরতে তেমন একটা সময় নেয়নি আল-ইত্তিহাদ। বেনজেমার পাস থেকে ৩৫ মিনিটে সমতাসূচক গোল করেন আল ইত্তিহাদের স্ট্রাইকার আবদের রাজ্জাক হামদাল্লাহ। এই গোল করতে অ্যাসিস্ট করেছেন বেনজেমা। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে খুব অল্প সময়েই করিম বেনজেমা পেয়ে যান সেই মাহেন্দ্রক্ষণের দেখা। ৫৫ মিনিটে ইগোর করোনাদোর পাস থেকে বল রিসিভ করেন বেনজেমা। এরপর ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার এক দুর্দান্ত শট করেন বেনজেমা। ফরাসি এই ফরোয়ার্ডের গোলই মূলত ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ইএস তিউনিসকে ২-১ গোলে হারিয়েছে আল ইত্তিহাদ।

সৌদিতে স্মরণীয় অভিষেকের মুহূর্ত বেনজেমা সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন। টুইটারে বেশ কিছু ছবি পোস্ট করে ফরাসি এই ফরোয়ার্ড ক্যাপশন দিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ।’

ইএস তিউনিসকে হারিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ‘এ’ গ্রুপের শীর্ষে আল ইত্তিহাদ। গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে আল শোর্তা। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ইএস তিউনিস ও সিএস স্ফ্যাক্সিয়েন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত