সৌদি আরবে করিম বেনজেমার অভিষেক হয়েছে মনে রাখার মতোই। আল ইত্তিহাদের জার্সিতে দুর্দান্ত এক গোল যেমন করেছেন, তেমনি সতীর্থকে গোল করতে অ্যাসিস্টও করেছেন ফরাসি এই ফরোয়ার্ড।
কিং ফাহাদ স্টেডিয়ামে গতকাল আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ইএস তিউনিস-আল ইত্তিহাদ। মিডফিল্ডার উসামা বুগুয়েরার গোলে ২৬ মিনিটে এগিয়ে যায় তিউনিস। সমতায় ফিরতে তেমন একটা সময় নেয়নি আল-ইত্তিহাদ। বেনজেমার পাস থেকে ৩৫ মিনিটে সমতাসূচক গোল করেন আল ইত্তিহাদের স্ট্রাইকার আবদের রাজ্জাক হামদাল্লাহ। এই গোল করতে অ্যাসিস্ট করেছেন বেনজেমা। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে খুব অল্প সময়েই করিম বেনজেমা পেয়ে যান সেই মাহেন্দ্রক্ষণের দেখা। ৫৫ মিনিটে ইগোর করোনাদোর পাস থেকে বল রিসিভ করেন বেনজেমা। এরপর ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার এক দুর্দান্ত শট করেন বেনজেমা। ফরাসি এই ফরোয়ার্ডের গোলই মূলত ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ইএস তিউনিসকে ২-১ গোলে হারিয়েছে আল ইত্তিহাদ।
সৌদিতে স্মরণীয় অভিষেকের মুহূর্ত বেনজেমা সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন। টুইটারে বেশ কিছু ছবি পোস্ট করে ফরাসি এই ফরোয়ার্ড ক্যাপশন দিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ।’
ইএস তিউনিসকে হারিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ‘এ’ গ্রুপের শীর্ষে আল ইত্তিহাদ। গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে আল শোর্তা। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ইএস তিউনিস ও সিএস স্ফ্যাক্সিয়েন।
সৌদি আরবে করিম বেনজেমার অভিষেক হয়েছে মনে রাখার মতোই। আল ইত্তিহাদের জার্সিতে দুর্দান্ত এক গোল যেমন করেছেন, তেমনি সতীর্থকে গোল করতে অ্যাসিস্টও করেছেন ফরাসি এই ফরোয়ার্ড।
কিং ফাহাদ স্টেডিয়ামে গতকাল আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ইএস তিউনিস-আল ইত্তিহাদ। মিডফিল্ডার উসামা বুগুয়েরার গোলে ২৬ মিনিটে এগিয়ে যায় তিউনিস। সমতায় ফিরতে তেমন একটা সময় নেয়নি আল-ইত্তিহাদ। বেনজেমার পাস থেকে ৩৫ মিনিটে সমতাসূচক গোল করেন আল ইত্তিহাদের স্ট্রাইকার আবদের রাজ্জাক হামদাল্লাহ। এই গোল করতে অ্যাসিস্ট করেছেন বেনজেমা। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে খুব অল্প সময়েই করিম বেনজেমা পেয়ে যান সেই মাহেন্দ্রক্ষণের দেখা। ৫৫ মিনিটে ইগোর করোনাদোর পাস থেকে বল রিসিভ করেন বেনজেমা। এরপর ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার এক দুর্দান্ত শট করেন বেনজেমা। ফরাসি এই ফরোয়ার্ডের গোলই মূলত ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ইএস তিউনিসকে ২-১ গোলে হারিয়েছে আল ইত্তিহাদ।
সৌদিতে স্মরণীয় অভিষেকের মুহূর্ত বেনজেমা সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন। টুইটারে বেশ কিছু ছবি পোস্ট করে ফরাসি এই ফরোয়ার্ড ক্যাপশন দিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ।’
ইএস তিউনিসকে হারিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ‘এ’ গ্রুপের শীর্ষে আল ইত্তিহাদ। গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে আল শোর্তা। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ইএস তিউনিস ও সিএস স্ফ্যাক্সিয়েন।
১১ বছর আগে ঘরের মাঠে অঘটনের শিকার হওয়ার দুঃসহ স্মৃতি ফিরে আসছিল বারবার। সেই ঘায়ে প্রলেপ লাগাতে এশিয়া কাপে আজ হংকংয়ের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তাসকিন আহমেদ-তানজিম হাসানরা বল হাতে এনে দিয়েছেন দুর্দান্ত শুরু। ব্যাটিংয়ে নেমে হংকং তাই খানিকটা হাবুডুবুই খাচ্ছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে ২ উইকেট
৩২ মিনিট আগে‘ইতিহাস তৈরিই হয় ভাঙার জন্য’— এশিয়া কাপের ক্যাপ্টেনস মিটে বেশ আত্মবিশ্বাস নিয়ে কথাটি বলেন লিটন দাস। এবার তা মাঠে প্রতিফলন করার পালা। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে প্রথম ম্যাচে হংকংয়ের বিপক্ষে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগেএশিয়া কাপে জাতীয় দলের ব্যস্ততা থাকায় এবার জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) টি-টোয়েন্টিতে দেখা যাবে না লিটন দাস, তাওহীদ হৃদয়, তাসকিন আহমেদ, পারভেজ হোসেন ইমন, তানজিদ তামিম, মোস্তাফিজুর রহমান বা জাকের আলীদের। তবে তাঁরা পুরোপুরি বাদ পড়েননি, বিভিন্ন দলের স্ট্যান্ডবাই তালিকায় রাখা হয়েছে তাঁদের নাম।
২ ঘণ্টা আগেপাকিস্তান-ভারত ম্যাচকে ঘিরে দর্শকদের আগ্রহ বরাবরই শীর্ষে। চলতি এশিয়া কাপেও গ্রুপপর্বে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দুটি দেশের লড়াই দেখার জন্য তাকিয়ে ক্রিকেট বিশ্ব। তবে ম্যাচটির টিকিট নিয়ে এবার দর্শকদের মধ্যে কাড়াকাড়ি নেই। এই পরিস্থিতিতে ম্যাচটির টিকিটের দাম কমিয়েছে কর্তৃপক্ষ।
৩ ঘণ্টা আগে