সৌদি আরবে করিম বেনজেমার অভিষেক হয়েছে মনে রাখার মতোই। আল ইত্তিহাদের জার্সিতে দুর্দান্ত এক গোল যেমন করেছেন, তেমনি সতীর্থকে গোল করতে অ্যাসিস্টও করেছেন ফরাসি এই ফরোয়ার্ড।
কিং ফাহাদ স্টেডিয়ামে গতকাল আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ইএস তিউনিস-আল ইত্তিহাদ। মিডফিল্ডার উসামা বুগুয়েরার গোলে ২৬ মিনিটে এগিয়ে যায় তিউনিস। সমতায় ফিরতে তেমন একটা সময় নেয়নি আল-ইত্তিহাদ। বেনজেমার পাস থেকে ৩৫ মিনিটে সমতাসূচক গোল করেন আল ইত্তিহাদের স্ট্রাইকার আবদের রাজ্জাক হামদাল্লাহ। এই গোল করতে অ্যাসিস্ট করেছেন বেনজেমা। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে খুব অল্প সময়েই করিম বেনজেমা পেয়ে যান সেই মাহেন্দ্রক্ষণের দেখা। ৫৫ মিনিটে ইগোর করোনাদোর পাস থেকে বল রিসিভ করেন বেনজেমা। এরপর ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার এক দুর্দান্ত শট করেন বেনজেমা। ফরাসি এই ফরোয়ার্ডের গোলই মূলত ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ইএস তিউনিসকে ২-১ গোলে হারিয়েছে আল ইত্তিহাদ।
সৌদিতে স্মরণীয় অভিষেকের মুহূর্ত বেনজেমা সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন। টুইটারে বেশ কিছু ছবি পোস্ট করে ফরাসি এই ফরোয়ার্ড ক্যাপশন দিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ।’
ইএস তিউনিসকে হারিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ‘এ’ গ্রুপের শীর্ষে আল ইত্তিহাদ। গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে আল শোর্তা। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ইএস তিউনিস ও সিএস স্ফ্যাক্সিয়েন।
সৌদি আরবে করিম বেনজেমার অভিষেক হয়েছে মনে রাখার মতোই। আল ইত্তিহাদের জার্সিতে দুর্দান্ত এক গোল যেমন করেছেন, তেমনি সতীর্থকে গোল করতে অ্যাসিস্টও করেছেন ফরাসি এই ফরোয়ার্ড।
কিং ফাহাদ স্টেডিয়ামে গতকাল আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হয়েছিল ইএস তিউনিস-আল ইত্তিহাদ। মিডফিল্ডার উসামা বুগুয়েরার গোলে ২৬ মিনিটে এগিয়ে যায় তিউনিস। সমতায় ফিরতে তেমন একটা সময় নেয়নি আল-ইত্তিহাদ। বেনজেমার পাস থেকে ৩৫ মিনিটে সমতাসূচক গোল করেন আল ইত্তিহাদের স্ট্রাইকার আবদের রাজ্জাক হামদাল্লাহ। এই গোল করতে অ্যাসিস্ট করেছেন বেনজেমা। প্রথমার্ধ শেষ হয় ১-১ গোলে। দ্বিতীয়ার্ধে খুব অল্প সময়েই করিম বেনজেমা পেয়ে যান সেই মাহেন্দ্রক্ষণের দেখা। ৫৫ মিনিটে ইগোর করোনাদোর পাস থেকে বল রিসিভ করেন বেনজেমা। এরপর ডি বক্সের বাইরে থেকে দূরপাল্লার এক দুর্দান্ত শট করেন বেনজেমা। ফরাসি এই ফরোয়ার্ডের গোলই মূলত ম্যাচের পার্থক্য গড়ে দেয়। ইএস তিউনিসকে ২-১ গোলে হারিয়েছে আল ইত্তিহাদ।
সৌদিতে স্মরণীয় অভিষেকের মুহূর্ত বেনজেমা সামাজিকমাধ্যমে শেয়ার করেছেন। টুইটারে বেশ কিছু ছবি পোস্ট করে ফরাসি এই ফরোয়ার্ড ক্যাপশন দিয়েছেন, ‘আলহামদুলিল্লাহ।’
ইএস তিউনিসকে হারিয়ে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের ‘এ’ গ্রুপের শীর্ষে আল ইত্তিহাদ। গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে আল শোর্তা। তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে ইএস তিউনিস ও সিএস স্ফ্যাক্সিয়েন।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে