Ajker Patrika

১০৭ বছরের পুরোনো যে রেকর্ড ভাঙল লিভারপুল 

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১১: ৩০
১০৭ বছরের পুরোনো যে রেকর্ড ভাঙল লিভারপুল 

গতকাল রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে ছেলেখেলায় মেতেছিল লিভারপুল। অ্যানফিল্ডে গোলের বন্যা বইয়ে দিয়েছিলেন মোহাম্মদ সালাহ, কোডি গাকপো, ডারউইন নুনেজরা। রেড ডেভিলদের ‘সেভেন আপের’ স্বাদ উপহার দিল অলরেডরা। নর্থওয়েস্ট ডার্বিতে শত বছরের পুরোনো রেকর্ড ভেঙে নতুন করে গড়ল লিভারপুল। 

গতকাল ইউনাইটেডকে ৭-০ গোলে বিধ্বস্ত করেছিল লিভারপুল, যা লিভারপুল-ম্যানচেস্টার ইউনাইটেড ম্যাচে সর্বোচ্চ গোলের ব্যবধানে জয়ের রেকর্ড। এর আগে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড ছিল লিভারপুলেরই। ১৯১৬-এর ২২ এপ্রিল অ্যানফিল্ডে ‘ল্যাঙ্কাশায়ার সেকশন-সাবসিডিয়ারি টুর্নামেন্টে’ ইউনাইটেডকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছিল লিভারপুল। দুই দলের মুখোমুখি লড়াইয়ে তৃতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড ইউনাইটেডের। ১৯২৮-এর ৫ মে অলরেডদের ৬-১ গোলে বিধ্বস্ত করেছিল রেড ডেভিলরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত