Ajker Patrika

চ্যাম্পিয়নস লিগ থেকে কে পেল কত টাকা 

আপডেট : ১১ জুন ২০২৩, ১৪: ৩৯
চ্যাম্পিয়নস লিগ থেকে কে পেল কত টাকা 

দুর্দান্ত এক ফাইনালে গতকাল শেষ হলো ২০২২-২৩ মৌসুমের চ্যাম্পিয়নস লিগ। ইস্তাম্বুলের আতাতুর্ক অলিম্পিক স্টেডিয়ামে ইতিহাস গড়া ম্যানচেস্টার সিটি পেল প্রায় আড়াই শ কোটি টাকা।

ইস্তাম্বুলের ফাইনালে ইন্টার মিলানকে ১-০ গোলে গতকাল হারায় ম্যান সিটি। নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জিতে সিটি পেল ২ কোটি ইউরো, বাংলাদেশি মুদ্রায় তা ২৩২ কোটি ৭৪ লাখ টাকা। রানার্সআপ দল ইন্টার মিলান পেল ১ কোটি ৫৫ লাখ ইউরো (১৮০ কোটি ৩৭ লাখ টাকা)। গ্রুপ পর্বে ম্যাচ জয়ী দলগুলো পাবে ৩২ কোটি ৫৮ লাখ টাকা করে। আর প্রায় ১১ কোটি টাকা করে যাবে গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচ ড্রয়ের জন্য। 

২০২২-২৩ চ্যাম্পিয়নস লিগের পুরস্কার বণ্টন (বাংলাদেশি টাকায়): 
চ্যাম্পিয়ন (ম্যানচেস্টার সিটি) : ২৩২ কোটি ৭৪ লাখ
রানার্সআপ (ইন্টার মিলান) : ১৮০ কোটি ৩৭ লাখ
সেমিফাইনালিস্ট: ১৪৫ কোটি ৪৬ লাখ
কোয়ার্টার ফাইনালিস্ট: ১২৩ কোটি ৩৫ লাখ 
শেষ ষোলো: ১১১ কোটি ৭২ লাখ
গ্রুপ পর্বে জয়: ৩২ কোটি ৫৮ লাখ
গ্রুপ পর্বে ড্র: ১০ কোটি ৮৩ লাখ
গ্রুপ পর্বে খেলার যোগ্যতা অর্জন: ১৮২ কোটি 
তৃতীয় বাছাই পর্ব: ৫ কোটি ৮২ লাখ
দ্বিতীয় বাছাই পর্ব: ৪ কোটি ৬৬ লাখ
প্রথম বাছাই পর্ব: ৩ কোটি ৫০ লাখ

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত