ক্রীড়া ডেস্ক
৩৮তম জন্মদিনটা লিওনেল মেসির জন্য ছিল ভুলে যাওয়ার মতোই। নিজের ছায়া হয়ে থাকা মেসি বাংলাদেশ সময় আজ সকালে ক্লাব বিশ্বকাপের ম্যাচে কোনো অবদান রাখতে পারেননি। তাঁর দল ইন্টার মায়ামি পারেনি জয় নিয়ে মাঠ ছাড়তে। এমনকি তাঁকে কার্ডও দেখতে হয়েছে।
বাংলাদেশ সময় আজ সকালে ক্লাব বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে ইন্টার মায়ামি খেলেছে পালমেইরাসের বিপক্ষে। এই ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন সায়মন মার্চিনিয়াক। ৪৫ মিনিটের পর অতিরিক্ত যোগ করা সময়ে বল নিয়ে যখন দৌড়াতে থাকেন পালমেইরাস মিডফিল্ডার রাফায়েল ভিগা। তখন তাঁর (ভিগা) কাছ থেকে বল কেড়ে নিতে যান মেসি। ভিগা পড়ে গেলে মেসিকে হলুদ কার্ড দেখান মার্চিনিয়াক। এভাবে হলুদ কার্ড পাওয়ায় মেসি যেমন হতভম্ব হয়েছেন, তেমনি তাঁর চোখেমুখে বিরক্তির ছাপ দেখা গেছে স্পষ্ট।
মেসি আজ হলুদ কার্ড পাওয়ার পর কাতার বিশ্বকাপের স্মৃতি মনে করিয়ে দিয়েছে ইএসপিএন এফসি। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ক্যাপশনে ইএসপিএন এফসি লিখেছে, ‘পালমেইরাসের কাউন্টার অ্যাটাকের সময় ট্যাকটিকাল ফাউলের কারণে মেসিকে হলুদ কার্ড দেখিয়েছেন সায়মন মার্চিনিয়াক। এই রেফারিই ২০২২ বিশ্বকাপ ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেছিলেন।’ ইএসপিএনের পোস্টে ওপরে রয়েছে কাতার বিশ্বকাপ ফাইনালের দুটি ছবি, যার মধ্যে একটিতে বোঝা গেছে, আড়াই বছর আগে ফাইনালে মার্চিনিয়াকের সিদ্ধান্তে মেসি খুশি হতে পারেননি। পাশের ছবিতে কিলিয়ান এমবাপ্পে, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে দেখা গেছে। নিচে ক্লাব বিশ্বকাপে আজ হলুদ কার্ড পাওয়ার পর মেসির হতাশার ছবি রয়েছে।
ইন্টার মায়ামি-পালমেইরাস ম্যাচে মার্চিনিয়াক আজ শুধু মেসিকেই হলুদ কার্ড দেখিয়েছেন। এই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। অন্যদিকে আড়াই বছর আগে লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালে ৮ হলুদ কার্ড দেখিয়েছিলেন মার্চিনিয়াক। ধ্রুপদী সেই ফাইনাল জিতে মেসি পেয়েছিলেন তাঁর পরম আরাধ্য বিশ্বকাপ। তখন আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপখরা ঘুচে গিয়েছিল।
ইন্টার মায়ামি-পালমেইরাস ২-২ গোলে ড্র হওয়ায় ‘এ’ গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবে শেষ ষোলোয় উঠল পালমেইরাস। ৩ ম্যাচ শেষে পালমেইরাস, মায়ামি দুই দলেরই পয়েন্ট সমান ৫। কিন্তু গোল ব্যবধানে পালমেইরাস (+২) এগিয়ে থাকে মায়ামির (+১) চেয়ে। মায়ামি তাই গ্রুপ রানার্সআপ হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছে।
৩৮তম জন্মদিনটা লিওনেল মেসির জন্য ছিল ভুলে যাওয়ার মতোই। নিজের ছায়া হয়ে থাকা মেসি বাংলাদেশ সময় আজ সকালে ক্লাব বিশ্বকাপের ম্যাচে কোনো অবদান রাখতে পারেননি। তাঁর দল ইন্টার মায়ামি পারেনি জয় নিয়ে মাঠ ছাড়তে। এমনকি তাঁকে কার্ডও দেখতে হয়েছে।
বাংলাদেশ সময় আজ সকালে ক্লাব বিশ্বকাপের ‘এ’ গ্রুপের ম্যাচে ইন্টার মায়ামি খেলেছে পালমেইরাসের বিপক্ষে। এই ম্যাচে রেফারির দায়িত্বে ছিলেন সায়মন মার্চিনিয়াক। ৪৫ মিনিটের পর অতিরিক্ত যোগ করা সময়ে বল নিয়ে যখন দৌড়াতে থাকেন পালমেইরাস মিডফিল্ডার রাফায়েল ভিগা। তখন তাঁর (ভিগা) কাছ থেকে বল কেড়ে নিতে যান মেসি। ভিগা পড়ে গেলে মেসিকে হলুদ কার্ড দেখান মার্চিনিয়াক। এভাবে হলুদ কার্ড পাওয়ায় মেসি যেমন হতভম্ব হয়েছেন, তেমনি তাঁর চোখেমুখে বিরক্তির ছাপ দেখা গেছে স্পষ্ট।
মেসি আজ হলুদ কার্ড পাওয়ার পর কাতার বিশ্বকাপের স্মৃতি মনে করিয়ে দিয়েছে ইএসপিএন এফসি। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে ক্যাপশনে ইএসপিএন এফসি লিখেছে, ‘পালমেইরাসের কাউন্টার অ্যাটাকের সময় ট্যাকটিকাল ফাউলের কারণে মেসিকে হলুদ কার্ড দেখিয়েছেন সায়মন মার্চিনিয়াক। এই রেফারিই ২০২২ বিশ্বকাপ ফাইনালে রেফারির দায়িত্ব পালন করেছিলেন।’ ইএসপিএনের পোস্টে ওপরে রয়েছে কাতার বিশ্বকাপ ফাইনালের দুটি ছবি, যার মধ্যে একটিতে বোঝা গেছে, আড়াই বছর আগে ফাইনালে মার্চিনিয়াকের সিদ্ধান্তে মেসি খুশি হতে পারেননি। পাশের ছবিতে কিলিয়ান এমবাপ্পে, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টারকে দেখা গেছে। নিচে ক্লাব বিশ্বকাপে আজ হলুদ কার্ড পাওয়ার পর মেসির হতাশার ছবি রয়েছে।
ইন্টার মায়ামি-পালমেইরাস ম্যাচে মার্চিনিয়াক আজ শুধু মেসিকেই হলুদ কার্ড দেখিয়েছেন। এই ম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। অন্যদিকে আড়াই বছর আগে লুসাইল আইকনিক স্টেডিয়ামে আর্জেন্টিনা-ফ্রান্স ফাইনালে ৮ হলুদ কার্ড দেখিয়েছিলেন মার্চিনিয়াক। ধ্রুপদী সেই ফাইনাল জিতে মেসি পেয়েছিলেন তাঁর পরম আরাধ্য বিশ্বকাপ। তখন আর্জেন্টিনার ৩৬ বছরের বিশ্বকাপখরা ঘুচে গিয়েছিল।
ইন্টার মায়ামি-পালমেইরাস ২-২ গোলে ড্র হওয়ায় ‘এ’ গ্রুপ থেকে শীর্ষ দল হিসেবে শেষ ষোলোয় উঠল পালমেইরাস। ৩ ম্যাচ শেষে পালমেইরাস, মায়ামি দুই দলেরই পয়েন্ট সমান ৫। কিন্তু গোল ব্যবধানে পালমেইরাস (+২) এগিয়ে থাকে মায়ামির (+১) চেয়ে। মায়ামি তাই গ্রুপ রানার্সআপ হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠেছে।
উইন্ডিজ বোর্ডের সভা জ্যামাইকা টেস্টে ব্যাটিং বিপর্যয়ের পর নড়েচড়ে বসেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড (সিডব্লুআই)। ডেকেছে জরুরি বৈঠক। সেখানে উপস্থিত থাকতে আমন্ত্রণ জানানো হয়েছে ওয়েস্ট ওয়েস্ট ইন্ডিজের নামী সব সাবেক ক্রিকেটারকে। তবে ২৭ রানে অলআউট হওয়ার যন্ত্রণা তাড়া করছে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের...
১৭ মিনিট আগেফাইনালের সম্ভাবনা জাগিয়েও চীনের ডাজুতে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে ব্রোঞ্জ পদক নিয়ে সন্তুষ্ট থাকতে হয় বাংলাদেশ নারী দলকে। আইরিন রিয়ার জন্য টুর্নামেন্টটি স্মরণীয় হয়ে থাকবে আলাদাভাবে। ৫ গোল করে হয়েছেন আসরের সেরা উদীয়মান তারকা। আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে ১৭ বছর বয়সী এই খেলোয়াড় শোনালেন প্রাপ্য..
১ ঘণ্টা আগেপ্রথম টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কা, দ্বিতীয় টি-টোয়েন্টিতে জেতে বাংলাদেশ। আজ প্রেমাদাসা স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি দুই দলের অঘোষিত ফাইনাল। যে দল জিতবে তারাই সিরিজ নিশ্চিত করবে। কলম্বোয় আজ বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে ম্যাচটি। খেলা সম্প্রচার করবে টি স্পোর্টস।
১ ঘণ্টা আগেগল টেস্ট ড্র করে কলম্বোয় বাংলাদেশ এসেছিল টেস্ট সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে। কলম্বোতেই ওয়ানডে সিরিজের দ্বিতীয়টি জিতে ঘুরে দাঁড়িয়েছিল বাংলাদেশ। সেই কলম্বোয় বাংলাদেশ এবার এসেছে টি-টোয়েন্টি সিরিজ জেতার লক্ষ্য নিয়ে। টেস্ট আর ওয়ানডে সিরিজ জেতার সম্ভাবনা জাগিয়েও বাংলাদেশ পারেনি। টি-টোয়েন্টিতে ভিন্ন কিছুর..
২ ঘণ্টা আগে